ডাব্লিউডাব্লিউই নেটওয়ার্ক | |
---|---|
উদ্বোধন | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ যুক্তরাষ্ট্র ১২ আগস্ট ২০১৪ এশিয়া ১৩ জানুয়ারি ২০১৫ যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, এবং ইতালি ২৪ মার্চ ২০১৫ পাকিস্তান, ভারত এবং মধ্য প্রাচ্য ২ নভেম্বর ২০১৫ পূর্ব আফ্রিকা এবং পশ্চিম আফ্রিকা ৫ জানুয়ারি ২০১৬ জাপান, জার্মানি, অস্ট্রিয়া, এবং সুইজারল্যান্ড |
মালিকানা | ডাব্লিউডাব্লিউই |
চিত্রের বিন্যাস | এইচডিটিভি (১০৮০আই ১৬:৯) |
স্লোগান | Watch every live pay-per-view on WWE Network |
ভাষা | ইংরেজি |
প্রচারের স্থান | বিশ্বব্যাপি |
প্রধান কার্যালয় | স্টামফোর্ড, কানেক্টিকাট, যুক্তরাষ্ট্র |
ওয়েবসাইট | www |
প্রাপ্তিস্থান | |
কৃত্রিম উপগ্রহ | |
আস্ট্র (মালয়েশিয়া) | চ্যানেল ৮২০ (এসডি) চ্যানেল ৮৪০ (এইচডি) |
ওএসএন (মেনা) | চ্যানেল ৬২০ (এইচডি) |
ডাব্লিউডাব্লিউই নেটওয়ার্ক হলো একটি সাবস্ক্রিপশন ভিত্তিক ভিডিও স্ট্রিমিং সেবা যেটির মালিক ডাব্লিউডাব্লিউই।[১] এই ধারণাটি সম্পর্কে মূলত ২০১১ সালে ঘোষণা করা হয়, জানুয়ারি ৪ ২০১৪ সালে ডাব্লিউডাব্লিউই ঘোষণা করে এই নেটওয়ার্কটি ফেব্রুয়ারি ২৪ তারিখে যুক্তরাষ্ট্রে উদ্বোধন করা হবে। জুলাই ৩১ তারিখে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মেক্সিকো, স্পেন, তুরস্কতে এই সেবাটি সরাসরি হয়। আগস্ট ১৭ তারিখে বিশ্বের অন্যান্য দেশে এই সেবাটি চালু করা হয়।[২] এটি অপ্রত্যাশিত ভাবে জানুয়ারি ১৩, ২০১৫ তে যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ড এ চালু হয় যা পরিকল্পনার থেকে কয়েক সপ্তাহ আগে, এবং পূর্ব পরিকল্পনা থেকে দেরিতে যেটি নভেম্বরে চালু হওয়ার কথা ছিল।[৩][৪] ডাব্লিউডাব্লিউই নেটওয়ার্ক ২৪ ঘণ্টা স্ট্রিমিং করা যায়।