ডাব্লিউডাব্লিউই হল অব ফেম (২০১০)

ডাব্লিউডাব্লিউই হল অব ফেম
বিবরণ
সংস্থাডাব্লিউডাব্লিউই
তারিখ২৭ মার্চ ২০১০ (2010-03-27)
মাঠডজ থিয়েটার
শহরফিনিক্স, অ্যারিজোনা
ডাব্লিউডাব্লিউই হল অব ফেম-এর কালানুক্রমিক
২০০৯ ২০১১

২০১০ ডাব্লিউডাব্লিউই হল অব ফেম ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডাব্লিউডাব্লিউই) দ্বারা প্রযোজিত একটি পেশাদার কুস্তি অনুষ্ঠান ছিল,[] যেখানে ডাব্লিউডাব্লিউই হল অব ফেমের একাদশ শ্রেণিকে অন্তর্ভুক্ত করেছে। এই অনুষ্ঠানটি ২০১০ সালের ২৭শে মার্চ তারিখে রেসলম্যানিয়া ২৬ আয়োজনের পূর্ববর্তী রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সের ডজ থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে। জেরি লোলার এই অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন।

এই বছরের হল অব ফেম অন্তর্ভুক্তির মূল আকর্ষণ ছিল টেড ডিবিয়াসি, যাকে টেড ডিবিয়াসি জুনিয়র এবং ব্রেট ডিবিয়াসি হল অব ফেমে অন্তর্ভুক্ত করেছেন।[] এছাড়াও অ্যান্টোনিও ইনোকি, ওয়েন্ডি রিচার, মৌরিস ভ্যাচোন, গর্জিয়াস জর্জ এবং স্টু হার্টের মতো ব্যক্তিবর্গ এই বছরের হল অব ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন।[]

পটভূমি

[সম্পাদনা]

১৯৯৩ সালে ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন (ডাব্লিউডাব্লিউএফ) ডাব্লিউডাব্লিউএফ হল অব ফেম প্রতিষ্ঠা করেছিল। অতঃপর ২২শে মার্চ তারিখে -এর পর্বে এক ঘোষণায় জানিয়েছিল যে প্রায় দুই মাস পূর্বে মৃত্যুবরণ করা আন্ড্রে দ্য জায়ান্ট হবেন হল অব ফেমের প্রথম অন্তর্ভুক্ত ব্যক্তি।[][][] পরবর্তী দুই বছরে, বার্ষিক কিং অফ দ্য রিং প্রতি-দর্শনে-পরিশোধ (পিপিভি) অনুষ্ঠানের সাথে একত্রে হল অব ফেম অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। ১৯৯৬ সালের অনুষ্ঠানটি সার্ভাইভার সিরিজ অনুষ্ঠানের সাথে অনুষ্ঠিত হয়েছিল, অতঃপর হল অফ ফেম অনুষ্ঠান আয়োজন করা বন্ধ করে দেয়া হয়েছিল।[] ২০০২ সালে, ডাব্লিউডাব্লিউএফ-এর নাম পরিবর্তন করে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডাব্লিউডাব্লিউই) করা হয় এবং ২০০৪ সালে রেসলম্যানিয়া ২০-এর সাথে সংযুক্ত করে ডাব্লিউডাব্লিউই হল অফ ফেম পুনরায় চালু করা হয়।[] এই অনুষ্ঠানটি পূর্বের মতো টেলিভিশনে সম্প্রচার করা হয়নি, যদিও রেসলম্যানিয়া অনুষ্ঠানে হল অফ ফেম অনুষ্ঠানটির সারসংক্ষেপ প্রচার করা পর বছরের অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গ একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের জন্য মঞ্চে উপস্থিত হয়েছিল; এরপর থেকে এটি হল অফ ফেমের ঐতিহ্যে পরিণত হয়েছে।

২০১০ সালের এই অনুষ্ঠানটি ডাব্লিউডাব্লিউএফ হল অব ফেম কালানুক্রমিকের একাদশ অনুষ্ঠান ছিল, যা ২৭শে মার্চ তারিখে রেসলম্যানিয়া ২৬ আয়োজনের পূর্ববর্তী রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সের ডজ থিয়েটারে আয়োজন করার জন্য নির্ধারণ করা হয়েছিল। এই অনুষ্ঠানটি মার্কিন যুক্তরাষ্ট্রে ধারাবাহিক সম্প্রচার পরিষেবায় সরাসরি সম্প্রচার করা হয়েছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. https://web.archive.org/web/20100122104413/http://www.wwe.com/schedules/events/rw/eventdetail/13171052
  2. http://www.wwe.com/superstars/themilliondollarman/
  3. "WWE Hall Of Fame" [ডাব্লিউডাব্লিউই হল অব ফেম]। cagematch.net (ইংরেজি ভাষায়)। ১৯ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২৪ 
  4. "1993 WWF results, from TheHistoryOfWWE.com"। নভেম্বর ২১, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ২১, ২০১৪ 
  5. World Wrestling Federation employees (১৯৯৩-০৩-২২)। "WWF Monday Night Raw (March 22, 1993)"। WWF Monday Night Raw। 1 মৌসুম। USA Network। 
  6. "Andre the Giant"World Wrestling Entertainment। নভেম্বর ৭, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৫, ২০০৯ 
  7. "WWE Hall of Fame"World Wrestling Entertainment। নভেম্বর ১৮, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ২৪, ২০০৭ 
  8. "Pete Rose to Be Inducted Into Hall Of Fame.World Wrestling Entertainment Hall Of Fame"World Wrestling Entertainment Corporate। মার্চ ২, ২০০৪। এপ্রিল ২, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৫, ২০০৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]