ডাব্লিউডাব্লিউএফ নর্থ আমেরিকান হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ |
---|
নর্থ আমেরিকান হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ বেল্ট |
|
সংস্থা | ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন |
---|
প্রতিষ্ঠা | ফেব্রুয়ারি ১৩, ১৯৭৯ |
---|
অবসর | এপ্রিল ২৩, ১৯৮১ |
---|
|
- ডাব্লিউডাব্লিউডাব্লিউএফ নর্থ আমেরিকান হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ
(১৯৭৯)
- ডাব্লিউডাব্লিউএফ নর্থ আমেরিকান হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ
(১৯৭৯-১৯৮১)
|
|
প্রথম চ্যাম্পিয়ন | টেড ডিবিয়াসি |
---|
সর্বশেষ চ্যাম্পিয়ন | সেইজি সাকাগুচি |
---|
সর্বাধিক চ্যাম্পিয়ন | সকল শিরোপাধারি (১) |
---|
দীর্ঘ ধারক | সেইজি সাকাগুচি (৫৩২ দিন) |
---|
সংক্ষিপ্ত ধারক | টেড ডিবিয়াসি (১২৬ দিন) |
---|
|
দ্য ডাব্লিউডাব্লিউএফ নর্থ আমেরিকান হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ (বাংলাঃ ডাব্লিউডাব্লিউএফ উত্তর আমেরিকার ভারী ওজনশ্রেনী শিরোপা) ১৯৭৯ সালে পেশাদার কুস্তি সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড রেসলিং ফেডারেশন(ডাব্লিউডাব্লিউডাব্লিউএফ) (বর্তমানে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট - ডাব্লিউডাব্লিউই) কর্তৃক প্রতিষ্ঠিত একটি মহাদেশীয় শিরোপা। ১৯৭৯ সালের ১৩ ফেব্রুয়ারি শিরোপাটি প্রতিষ্ঠা করা হয়। পরের মাসে ডাব্লিউডাব্লিউডাব্লিউএফ তাদের নাম পরিবর্তন করে ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন (ডাব্লিউডাব্লিউএফ) রাখে, একারণে শিরোপাটির নামের পরিবর্তন ঘটে। ১৯৭৯ হতে ১৯৮১ সাল পর্যন্ত বেশ স্বল্পসময়ের জন্য শিরোপাটি সক্রিয় ছিল।[১] টেড ডিবিয়াসি এই চ্যাম্পিয়নশিপের প্রথম এবং সেইজি সাকাগুচি সর্বশেষ শিরোপাধারী ছিলেন।[২] শিরোপাটিকে ডাব্লিউডাব্লিউই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের আত্মিক পূর্বসূরী ধরা হয়। একটি কল্পিত এক-রাত্রীর প্রতিযোগিতায় কাল্পনিক দক্ষিণ আমেরিকান হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের সাথে উত্তর আমেরিকার এই শিরোপাটি একীকরণ করে প্যাট প্যাটারসনকে প্রথম ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। ১৯৮১ সালের ২৩ এপ্রিল, ডাব্লিউডাব্লিউএফ শিরোপাটি নিস্ক্রিয় করে।[৩]
২০১৮ সালের মার্চে, ডাব্লিউডাব্লিউই তাদের এনএক্সটি ব্র্যান্ডের জন্য এনএক্সটি উত্তর আমেরিকান চ্যাম্পিয়নশিপ শিরোনামে একটি নতুন শিরোপা প্রতিষ্ঠা করে। এই নতুন শিরোপাটির ইতিহাস মূল নর্থ আমেরিকান হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ইতিহাসের সাথে সম্পর্কিত নয়।[৪]
নাম
|
বছর
|
ডাব্লিউডাব্লিউডাব্লিউএফ নর্থ আমেরিকান হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ
|
১৩ ফেব্রুয়ারি, ১৯৭৯ - ১ মার্চ, ১৯৭৯
|
ডাব্লিউডাব্লিউএফ নর্থ আমেরিকান হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ
|
১ মার্চ, ১৯৭৯ - ২৩ এপ্রিল, ১৯৮১
|
মোট তিনজন কুস্তিগির এই শিরোপা জয় করেন। টেড ডিবিয়াসি প্রথম শিরোপাধারী। তিনি সবচেয়ে কম ১২৬ দিন শিরোপাটি ধরে রাখেন। সেইজি সাকাগুচি সর্বশেষ শিরোপাধারী। তিনি শিরোপাটি নিষ্ক্রিয় হওয়ার আগ পর্যন্ত ৫৩২ দিন চ্যাম্পিয়ন ছিলেন।
টীকা
নং
|
সামগ্রিক রাজত্বের সংখ্যা
|
রাজত্ব
|
নির্দিষ্ট চ্যাম্পিয়নের জন্য রাজত্বের নম্বর
|
দিন
|
চ্যাম্পিয়ন থাকার দিন
|
নং
|
চ্যাম্পিয়ন
|
চ্যাম্পিয়নশিপ পরিবর্তন
|
রাজত্বের পরিসংখ্যান
|
টীকা
|
সূত্র
|
তারিখ
|
অনুষ্ঠান
|
অবস্থান
|
রাজত্ব
|
দিন
|
১
|
টেড ডিবিয়াসি
|
১৩ ফেব্রুয়ারি ১৯৭৯
|
হাউজ শো
|
এলেন টাউন, পেন্সিল্ভেনিয়া
|
১
|
১২৬
|
টেড ডিবিয়াসি ওয়ার্ল্ড ওয়াইড রেসলিং ফেডারেশন (ডাব্লিউডাব্লিউডাব্লিউএফ)-এ যোগদান ও চুক্তিস্বাক্ষর করলে, পুরস্কার হিসেবে তাকে এই শিরোপা দেয়া হয়।
পরের মাসে ওয়ার্ল্ড ওয়াইড রেসলিং ফেডারেশন নিজেদের নাম পরিবর্তন করে ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন (ডাব্লিউডাব্লিউএফ) করলে শিরোপাটির নামও পরিবর্তন করা হয়।
|
[৩]
|
২
|
প্যাট প্যাটারসন
|
১৯ জুন ১৯৭৯
|
হাউজ শো
|
এলেন টাউন, পেন্সিল্ভেনিয়া
|
১
|
১৫৮
|
|
[৩]
|
৩
|
সেইজি সাকাগুচি
|
৮ নভেম্বর ১৯৭৯
|
হাউজ শো
|
ওতারু, জাপান
|
১
|
৫৩২
|
|
[৩]
|
—
|
নিষ্ক্রিয়
|
২৩ এপ্রিল ১৯৮১
|
—
|
—
|
—
|
—
|
ডাব্লিউডাব্লিউএফ শিরোপাটি পরিত্যক্ত করে।
|
[৩]
|
- ↑ Shields, Brian; Sullivan, Kevin (২০০৯)। WWE Encyclopedia। Dorling Kindersley। পৃষ্ঠা 227। আইএসবিএন 978-0-7566-4190-0।
- ↑ Ted DiBiase: The Million Dollar Man, p.108, Ted DiBiase with Tom Caiazzo, Pocket Books, New York, NY, 2008, আইএসবিএন ৯৭৮-১-৪১৬৫-৫৮৯০-৩.
- ↑ ক খ গ ঘ ঙ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "w" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে
- ↑ Johnson, Mike (মার্চ ৭, ২০১৮)। "SPOILER: NEW WWE CHAMPIONSHIP CONFIRMED, HOW FIRST CHAMPION WILL BE CROWNED"। PWInsider। মার্চ ৮, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ৭, ২০১৮।