ডাব্লিউসিডাব্লিউ উইমেন্স ক্রুজারওয়েট চ্যাম্পিয়নশিপ | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() শিরোপা বেল্টের নকশা | |||||||||||||||||||
তথ্য | |||||||||||||||||||
সংস্থা | ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেসলিং জিএইএ জাপান | ||||||||||||||||||
প্রতিষ্ঠা | ৭ এপ্রিল, ১৯৯৭ | ||||||||||||||||||
অবসর | ৩ এপ্রিল, ১৯৯৮ | ||||||||||||||||||
|
দ্য ডাব্লিউসিডাব্লিউ উইমেন্স ক্রুজারওয়েট চ্যাম্পিয়নশিপ (বাংলাঃ ডাব্লিউসিডাব্লিউ হালকা ওজনশ্রেনীর মহিলা শিরোপা) বর্তমানে লুপ্ত পেশাদার কুস্তি সংস্থা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেসলিং(ডাব্লিউসিডাব্লিউ) কর্তৃক হালকা ওজনশ্রেনীর মহিলা কুস্তিগিরদের জন্য প্রবর্তিত একক শিরোপা ছিল। জাপানের মহিলাদের কুস্তি সংস্থা জিএইএ জাপান-এর সাথে যৌথ উদ্যোগে ডাব্লিউসিডাব্লিউ এই শিরোপা প্রতিষ্ঠা করেছিল। ডাব্লিউসিডাব্লিউ মেইন ইভেন্ট অনুষ্ঠানের বর্ণনা অনুয়ায়ী শিরোপাটি অনূর্ধ্ব ১৩০ পাউন্ড ওজনের মহিলা কুস্তিগিরদের জন্য প্রবর্তিত হয়েছিল। শিরোপাটির উদ্বোধনী বিজয়ী নির্ধারণের জন্য ১৯৯৭ সালের ৩১ মার্চ হতে ৭ এপ্রিল পর্যন্ত ডাব্লিউসিডাব্লিউ মানডে নাইট্রোতে চার মহিলা কুস্তিগিরের একটি প্রতিযোগিতা হয়।[১] প্রতিযোগিতার ফাইনাল ডাব্লিউসিডাব্লিউ মেইন ইভেন্টে হয়, এই প্রতিযোগিতার ফলাফল ডাব্লিউসিডাব্লিউ'র অন্যান্য টেলিভিশন অনুষ্ঠানে উল্লেখ করা হয়নি। তোশি উয়েমাতসু এই শিরোপার উদ্বোধনী বিজয়ী ছিলেন।
ধারণা করা হয়, শিরোপাটি শুধুমাত্র জিএইএ জাপান-এর মহিলা প্রতিযোগিদের জন্য প্রতিষ্ঠা হয়েছিল।[২] কারণ, শিরোপাটি ১৯৯৮ সালের প্রথম দিকে নিষ্ক্রিয় হয়ার আগে জাপানে এই শিরোপা রক্ষার লড়াই ও দুইবার হাতবদল হয়েছিল।
সেমি ফাইনাল | ফাইনাল | |||||||
তোশি উয়েমাতসু | ||||||||
মেইকো সাতোমুরা | পিন | |||||||
তোশি উয়েমাতসু | ||||||||
মালিয়া হোসাকা | পিন | |||||||
মালিয়া হোসাকা | ||||||||
সোনোকো কাতো | পিন |
শিরোপাটির ১১ মাসের ইতিহাসে, তিনজন শিরোপা ধারণ করেছেন। তোশি উয়েমাতসু ছিলেন উদ্বোধনী শিরোপা বিজয়ী। সুগার সাতো সবচেয়ে দীর্ঘ ১৯৫ দিন শিরোপা ধরে রাখেন। সর্বশেষ বিজয়ী ইয়োশিকো তামুরার সবচেয়ে কম ৬৩ দিন শিরোপা ধরে রেখেছিলেন। উয়েমাতসু ২২ বছর বয়সে সবচেয়ে বয়স্ক চ্যাম্পিয়ন, আর তামুরা ২১ বছর বয়সে শিরোপা জেতেন।
নং | সামগ্রিক রাজত্বের সংখ্যা |
---|---|
রাজত্ব | নির্দিষ্ট চ্যাম্পিয়নের জন্য রাজত্বের নম্বর |
দিন | চ্যাম্পিয়ন থাকার দিন |
নং | চ্যাম্পিয়ন | চ্যাম্পিয়নশিপ পরিবর্তন | রাজত্বের পরিসংখ্যান | টীকা | সূত্র | |||
---|---|---|---|---|---|---|---|---|
তারিখ | অনুষ্ঠান | অবস্থান | রাজত্ব | দিন | ||||
১ | তোশি উয়েমাতসু | ৭ এপ্রিল ১৯৯৭ | ডাব্লিউসিডাব্লিউ মেইন ইভেন্ট | হান্টসভিল, এলাবামা | ১ | ১০৩ | উয়েমাতসু চারজন মহিলা কুস্তিগিরের একটি প্রতিযোগিতায় মালিয়া হোসাকাকে হারিয়ে উদ্বোধনী শিরোপা জয় করেছিলেন। | [২] |
২ | ইয়োশিকো তামুরা | ১৯ জুলাই ১৯৯৭ | দ্য ড্রিম অ্যান্ড ফিউচার ~ ২য় জুনিয়র অল স্টারস | ইয়োকোহোমা, জাপান | ১ | ৬৩ | [৩][৩] | |
৩ | সুগার সাতো | ২০ সেপ্টেম্বর ১৯৯৭ | ডাবল ডেস্টিনি | কাওয়াসাকি, জাপান | ১ | ১৯৫ | ||
— | নিষ্ক্রিয় | ৩ এপ্রিল ১৯৯৮ | ফুল ব্লুম | ইয়ামাগুচি, জাপান | — | — | ডাব্লিউসিডাব্লিউ-এর সাথে জিএইএ জাপানের কর্মসম্পর্কে শেষ হলে শিরোপাটি নিষ্ক্রিয় হয়ে যায়। |