ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
অবস্থানডারবান, দক্ষিণ আফ্রিকা
প্রতিষ্ঠিত১৯৭৯
পরবর্তীটেডি সার্কিন, রস সার্কিন
চলচ্চিত্র সংখ্যা১৫০-২৫০
ওয়েবসাইটccadiff.ukzn.ac.za

ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব একটি বার্ষিক চলচ্চিত্র উৎসব যেটি দক্ষিণ আফ্রিকার কোয়া-জুলু নাটাল প্রদেশের ডারবান শহরে অনুষ্ঠিত হয়। ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত উৎসবটি দক্ষিণ আফ্রিকার প্রাচীনতম ও বৃহত্তম চলচ্চিত্র উৎসব।[][] এখানে দক্ষিণ আফ্রিকা, আফ্রিকা এবং আন্তর্জাতিক চলচ্চিত্রের সেরা ৩০০ বিভাগে পুরস্কার দেয়া হয়। এর মধ্যে বেশিরভাগই হয় আফ্রিকার না হয় দক্ষিণ আফ্রিকার চলচ্চিত্র। এই উৎসবে চলচ্চিত্র নির্মাতা কর্মশালা, চলচ্চিত্র বিষয়ক সেমিনার, আলোচনা ফোরাম, এবং বহিঃপ্রচার কার্যক্রম পরিচালনা করা হয় যার মধ্যে আছে দূরবর্তী অঞ্চলে চলচ্চিত্র প্রদর্শন, যেখানে চলচ্চিত্র প্রদর্শন হয় না এবং আরও অনেক কিছু।

ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনটি প্রতিযোগিতামূলক শাখায় চলচ্চিত্র প্রদর্শিত হয়,[] সেগুলো হল:

  • পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
  • প্রামাণ্যচিত্র
  • স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

পুরস্কার

[সম্পাদনা]

ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিন্মোক্ত পুরস্কার প্রদান করা হয়[]:

  • শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
  • শ্রেষ্ঠ আফ্রিকান পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
  • শ্রেষ্ঠ দক্ষিণ আফ্রিকান পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
  • শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র
  • শ্রেষ্ঠ দক্ষিণ আফ্রিকান প্রামাণ্যচিত্র
  • শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
  • শ্রেষ্ঠ আফ্রিকান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
  • শ্রেষ্ঠ শিক্ষার্থীদের চলচ্চিত্র (দক্ষিণ আফ্রিকা)
  • শ্রেষ্ঠ শিক্ষার্থীদের চলচ্চিত্র (বৈশ্বিক)
  • শ্রেষ্ঠ অভিনয়শিল্পী
  • শ্রেষ্ঠ পার্শ্ব অভিনয়শিল্পী
  • শ্রেষ্ঠ ক্ষণিক চরিত্রে অভিনয়শিল্পী
  • শ্রেষ্ঠ চিত্রনাট্য
  • শ্রেষ্ঠ চিত্রগ্রহণ
  • শ্রেষ্ঠ পরিচালনা
  • সৃজনশীল কর্ম
  • দর্শকের পছন্দ পুরস্কার
  • অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ডারবান হিউম্যান রাইটস পুরস্কার
  • মানবাধিকারের জন্য আর্টফ্লুয়েন্স ডিআইএফএফ পুরস্কার
  • ডিআইএফএফ ফিল্ম ইন এডুকেশন পুরস্কার
  • শিক্ষায় অগ্রসরমান চলচ্চিত্রের জন্য ডিআইএফএফ পুরস্কার

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "About Us – Durban International Film Festival" (ইংরেজি ভাষায়)। ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২৪ 
  2. ফেরেইরা, থিনুস (৯ মার্চ ২০২৩)। "2023 Durban International Film Festival set for July, with online and in-person presentations"নিউজ২৪ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২৪ 
  3. নিকাহ আজাদ, নাভিদ (১৪ জুলাই ২০২২)। "Durban International Film Festival (DIFF) announces 2022 lineup"ডিড নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]