অবস্থান | ডারবান, দক্ষিণ আফ্রিকা |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৭৯ |
পরবর্তী | টেডি সার্কিন, রস সার্কিন |
চলচ্চিত্র সংখ্যা | ১৫০-২৫০ |
ওয়েবসাইট | ccadiff |
ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব একটি বার্ষিক চলচ্চিত্র উৎসব যেটি দক্ষিণ আফ্রিকার কোয়া-জুলু নাটাল প্রদেশের ডারবান শহরে অনুষ্ঠিত হয়। ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত উৎসবটি দক্ষিণ আফ্রিকার প্রাচীনতম ও বৃহত্তম চলচ্চিত্র উৎসব।[১][২] এখানে দক্ষিণ আফ্রিকা, আফ্রিকা এবং আন্তর্জাতিক চলচ্চিত্রের সেরা ৩০০ বিভাগে পুরস্কার দেয়া হয়। এর মধ্যে বেশিরভাগই হয় আফ্রিকার না হয় দক্ষিণ আফ্রিকার চলচ্চিত্র। এই উৎসবে চলচ্চিত্র নির্মাতা কর্মশালা, চলচ্চিত্র বিষয়ক সেমিনার, আলোচনা ফোরাম, এবং বহিঃপ্রচার কার্যক্রম পরিচালনা করা হয় যার মধ্যে আছে দূরবর্তী অঞ্চলে চলচ্চিত্র প্রদর্শন, যেখানে চলচ্চিত্র প্রদর্শন হয় না এবং আরও অনেক কিছু।
ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনটি প্রতিযোগিতামূলক শাখায় চলচ্চিত্র প্রদর্শিত হয়,[৩] সেগুলো হল:
ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিন্মোক্ত পুরস্কার প্রদান করা হয়[৩]: