ডার্থ ভেডার

ডার্থ ভেডার
অ্যানাকিন স্কাইওয়াকার
স্টার ওয়ার্স চরিত্র
ডার্থ ভেডার
দি এম্পায়ার স্ট্রাইকস ব্যাক (১৯৮০) চলচ্চিত্রে ডার্থ ভেডার চরিত্রে অভিনয় করছেন ডেভিড প্রোউস
প্রথম উপস্থিতিস্টার ওয়ার্স (১৯৭৭)
স্রষ্টাজর্জ লুকাস
চরিত্রায়ণ
কণ্ঠ প্রদান
তথ্য
পূর্ণ নামঅ্যানাকিন স্কাইওয়াকার
ছদ্মনামডার্থ ভেডার
ডাকনামঅ্যানি
প্রজাতিমানুষ
লিঙ্গপুরুষ
পেশা
  • দাস (এপিসোড ১)
  • পাডাওয়ান (শিক্ষানবিশ) (এপিসোড ২)
  • জেডাই নাইট (এপিসোড ৩, দ্য ক্লোন ওয়ার্স)
  • জেডাই উচ্চ পরিষদের সদস্য (এপিসোড ৩)
  • রিপাবলিক গ্র্যান্ড সেনাবাহিনীর সেনাধ্যক্ষ (দ্য ক্লোন ওয়ার্স)
  • সিথ ডার্ক লর্ড (এপিসোড ৩–৬, রোগ ওয়ান, রেবেলস)
অন্তর্ভুক্তি
পরিবার
দাম্পত্য সঙ্গীপাডমি আমিডালা
সন্তান
আত্মীয়ক্যানন :

লিজেন্টস :

আদি নিবাসট্যাটুইন গ্রহ


ডার্থ ভেডার (ইংরেজি : Darth Vader), হলেন স্টার ওয়ার্স ফ্র্যাঞ্চাইজির একজন চরিত্র। মূল ট্রিলজিতে তিনি প্রধান প্রতিদ্বন্দ্বী চরিত্র হিসেবে ভূমিকা রাখেন বটে, কিন্তু প্রিক্যুয়েল ট্রিলজিতে তিনি তাঁর জন্মগত পরিচয় অ্যানাকিন স্কাইওয়াকার নামে প্রধান নায়ক হিসেবে আবির্ভূত হন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Wakeman, Gregory (ডিসেম্বর ৪, ২০১৪)। "George Lucas Was Terrible At Predicting The Future Of Star Wars"CinemaBlend। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২, ২০১৮