ডি মর্গান পদক | |
---|---|
প্রদানের কারণ | গণিতশাস্ত্রের অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ গণিতবিদদেরকে প্রদান করা হয় |
দেশ | ![]() |
পুরস্কারদাতা | লন্ডন ম্যাথমেটিকাল সোসাইটি |
প্রথম পুরস্কৃত | আর্থার কেলি,১৮৮৪ সালে |
ওয়েবসাইট | http://www.lms.ac.uk |
ডি মর্গান পদক গণিতে অসামান্য অবদানের জন্য একটি পুরস্কার। যা লন্ডন ম্যাথমেটিকাল সোসাইটি কর্তৃক প্রদান করা হয়। এটি উক্ত প্রতিষ্ঠান কর্তৃক প্রদানকৃত সবচেয়ে সম্মানজনক পুরস্কার। যা সোসাইটির প্রথম সভাপতি অগাস্টাস ডি মরগানের স্মরণে প্রদান করা হয়।
এই পদকটি প্রতি তিন বছর পর পর পহেলা জানুয়ারিতে যুক্তরাজ্যের একজন গণিতবিদকে (যুক্তরাজ্যে বসবাসকারী গণিতবিদ) দেওয়া হয়। পদক প্রদানের একমাত্র ভিত্তি হল গণিতে তাঁর অবদান।
১৯৬৮ সালে ব্রিটিশ গণিতবিদ মেরি কার্টরাইট প্রথম মহিলা গণিতবিদ হিসেবে এই পদক পান। [১]
ডি মরগান পদক প্রাপ্তদের তালিকা:[২]