ডিউটেরিয়াম | |
---|---|
ডিউটেরিয়াম | |
সাধারণ | |
নাম, প্রতীক | হাইড্রোজেন-২,২H or D |
নিউট্রন | ১ |
প্রোটোন | ১ |
বিক্রিয়াকারী কেন্দ্রীণ ডাটা | |
প্রাকৃতিক প্রাচুর্য | ০.০১৫% (পৃথিবী) |
আইসোটোপ ভর | ২.০১৪১০১৭৮ u |
স্পিন | ১+ |
মাত্রাধিক্য শক্তি | ১৩১৩৫.৭২০± ০.০০১ keV |
Binding শক্তি | ২২২৪.৫২± ০.২০ keV |
ডিউটেরিয়াম বা ডয়টেরিয়াম হলো হাইড্রোজেনের অর্থাৎ উদজানের একটি ভারী আইসোটোপ। এর চিহ্ন 2
H
অথবা
D
। একে ভারী হাইড্রোজেনও বলে। এর কেন্দ্রীনকে বলা হয় ডিউট্রন যার মধ্যে রয়েছে একটি প্রোটন এবং একটি নিউট্রন।
ডিউটেরিয়াম আইসোটোপের নামকরণ করা হয় গ্রিক ডিউটেরস শব্দ থেকে, যার অর্থ হল "দ্বিতীয়"। এর মাধ্যমে নিউক্লিয়াসের দুটি উপাদানকে বিবৃত করা হয়।[১] হ্যারল্ড উরি ১৯৩১ সালে ডিউটেরিয়াম আবিষ্কার ও নামকরণ করেন। ১৯৩২ সালে নিউট্রন আবিষ্কারের পর ডিউটেরিয়ামের নিউক্লিয় গঠন সম্পর্কে স্পষ্ট ধারণা মিলে এবং উরি ১৯৩৪ সালে নোবেল পুরস্কার জয় লাভ করেন।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |