ডিজে স্নেক | |
---|---|
![]() | |
প্রাথমিক তথ্য | |
জন্মনাম | উইলিয়াম স্যামি ইতিয়েনে গ্রিগাহচিনি |
জন্ম | প্যারিস, ফ্রান্স | ১৩ জুন ১৯৮৬
ধরন | |
পেশা |
|
বাদ্যযন্ত্র |
|
কার্যকাল | ২০০৯ - বর্তমান |
লেবেল | |
ওয়েবসাইট | www |
উইলিয়াম স্যামি ইতিয়েনে গ্রিগাহচিনি, পেশাগতভাবে ডিজে স্নেক নামে পরিচিত, ফ্রাঙ্কো-আলজেরিয়ান সংগীত প্রযোজক এবং ডিজে।[১][২][৩][৪][৫] ২০১৩ সালের ফেব্রুয়ারিতে তার গান, বার্ড মেশিন ডিপলো'র লেবেল, ম্যাড ডিসেন্টে প্রকাশিত হয়। এরপর ২০১৫ তে তিনি মেজর ল্যাজার এর সাথে তার একক, লিন অন প্রকাশ করেন, যা ব্যবসায়িকভাবে ব্যাপক সফলতা পায়।