ডিট্রয়েট ফ্রি প্রেস

ডিট্রয়েট ফ্রি প্রেস
ধরনদৈনিক সংবাদপত্র
ফরম্যাটব্রডশিট
মালিকগ্যানেট কোম্পানি
(ডিট্রয়েট মিডিয়া পার্টনারশিপ)
প্রকাশকডেভিড হাঙ্কি
সম্পাদকপল অ্যাঙ্গার
প্রতিষ্ঠাকাল১৮৩১
সদর দপ্তর৬১৫ ডব্লিউ. লাভায়েত বুলেভার
ডিট্রয়েট, মিশিগান ৪৮২২৬-৩১৩৮
 যুক্তরাষ্ট্র
প্রচলন৩,০৮,৯৪৪ (প্রতিদিন)
৬,০৬,৩৭৪ (রবিবার)[]
আইএসএসএন১০৫৫-২৭৫৮
ওয়েবসাইটfreep.com

ডিট্রয়েট ফ্রি প্রেস (ইংরেজি: Detroit Free Press) হচ্ছে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডিট্রয়েট শহরের সবচেয়ে বেশি বিক্রিত পত্রিকা। এটির রবিবারের সংস্করণ সানডে ফ্রি প্রেস নামে পরিচিত। মাঝে মাঝে পত্রিকাটিকে ছোট করে ফ্রিপ (যেহেতু পত্রিকাটির ওয়েবসাইট অ্যাড্রেস ফ্রিপ ডট কম) নামেও ডাকা হয়। প্রাথমিকভাবে যে কাউন্টিগুলোতে এই পত্রিকাটি সরবরাহ করা হয় তা হচ্ছে ওয়েইন, অকল্যান্ড, ম্যাকম্ব, লিভিংস্টোন, ওয়াশটেনো, এবং মনরো কাউন্টি।

পত্রিকাটি গ্যানেট কোম্পানির মালিকানাধীন, যাদের মালিকানায় ডিট্রয়েটের আরো একটি বহুল প্রচারিত পত্রিক দ্য ডিট্রয়েট নিউজ রয়েছে। পত্রিকাটি এ পর্যন্ত মোট আটবার পুলিৎজার পুরস্কার জয় করেছে। সম্পাদকীয়-এর দিক থেকে ডিট্রয়েট নিউজ পত্রিকাটির চেয়ে ডিট্রয়েট ফ্রি প্রেস পত্রিকাটি অনেক উদারপন্থী।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "2008 Top 100 Daily Newspapers in the U.S. by Circulation" (পিডিএফ)। BurrellesLuce। ২০০৮-০৩-৩১। ২০১২-০৯-১৬ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-২৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]