ডিব্রু-শইখোয়া জাতীয় উদ্যান Dibru-Saikhowa National Park ডিব্ৰু ছৈখোৱা ৰাষ্ট্ৰীয় উদ্যান | |
---|---|
আইইউসিএন বিষয়শ্রেণী II (জাতীয় উদ্যান) | |
![]() | |
![]() | |
অবস্থান | আসাম, ভারত |
নিকটবর্তী শহর | ডিব্ৰুগড় এবং তিনসুকিয়া |
স্থানাঙ্ক | ২৭°৪০′ উত্তর ৯৫°২৩′ পূর্ব / ২৭.৬৬৭° উত্তর ৯৫.৩৮৩° পূর্ব |
আয়তন | ৩৫০ km2 |
স্থাপিত | ১৯৯৯ |
ডিব্রু-শইখোয়া জাতীয় উদ্যান (অসমীয়া: ডিব্ৰু-ছৈখোৱা ৰাষ্ট্ৰীয় উদ্যান) আসামের পৰ্যটন স্থান সমূহের ভিতরে একটি উল্লেখযোগ্য স্থান। আসামের পূর্ব প্ৰান্তে ব্রহ্মপুত্রের দক্ষিণ পারে অবস্থিত। এটি আসামের ডিব্রুগড় জেলা এবং তিনসুকিয়া জেলাতে বিস্তারিত।
ডিব্ৰু নদীর উত্তর পারের সীমানায় আবৃত হওয়ার কারণে, ডিব্রু-শইখোয়া ঘাটের ওপরে অবস্থিত হওয়ার কারণে এই উদ্যানটির নামকরণ করা হয় ডিব্রু-শইখোয়া জাতীয় উদ্যান।[১]
ডিব্রু-শইখোয়া জাতীয় উদ্যানের অনেকটা অংশই জল। তাতে বিভিন্ন প্রজাতির পাখির স্বর্গরাজ্য। আছে বেঙ্গল টাইগার, মেঘলা চিতা, হরিণ, লজ্জাবতী বানর, উল্লুক, বুনো মহিষ, বুনো কুকুর, এশীয় হাতি ও অন্যান্য বুনো। জলে দেখা মিলবে ডলফিনদের। কিন্তু এই অরণ্যের বিশেষত্ব বুনো ঘোড়া। বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে পোষা খচ্চর-ঘোড়াদের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল। তাদের উত্তর-পুরুষরা এখন বুনো ঘোড়া হয়ে জঙ্গল দাপায়। এমন জিনিস ভারতে বিরল।[২]
|তারিখ=
(সাহায্য)