ডিমন্তি কলোনি হল ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় তামিল ভাষার রোমাঞ্চকর ভূতুড়ে চলচ্চিত্র।[১] চলচ্চিত্রটি রচনা ও প্রযোজনা করেন অজয় জ্ঞানামুথু। চলচ্চিত্রেটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেনছেন অরুলনীতি, এছাড়াও সাথে অভিনয় করেছেন রমেশ তিলক, সানান্থ এবং অভিষেক জোসেফ জর্জ। চলচ্চিত্রটির সেট এবং শুটিং চেন্নাইয়ের আলওয়ারপেটে করা হয়েছিল।[২][২][৩]
মুক্তির পর, চলচ্চিত্রটি খুব ভালো সাড়া পায়।
রাঘবন, সজিৎ, বিমল এবং শ্রীনিবাসন "শ্রীনি" চার বন্ধু। মিথ্যা সাহসিকতার কারণে, তারা ডি মন্টে কলোনির একটি জরাজীর্ণ প্রাসাদ দেখার সিদ্ধান্ত নেয়, যেটি ভুতুড়ে বলে গুজব রয়েছে। তারা লুকিয়ে সেই প্রাদাসে ঢুকে এবং অন্ধকারে আলাদা হয়ে যায় এবং তাদের ভয়ংকর অভিজ্ঞতা হয়। তবে তারা সকলেই প্রাসাদটি আপাতদৃষ্টিতে অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হয়।
চলচ্চিত্রের সঙ্গীত রচনা করেন কেবা জেরেমিয়া এবং পরে অরেঞ্জ মিউজিক তা প্রকাশ করে।[৪]
তামিল ভাষার ভূতুড়ে চলচ্চিত্র ডেমন্ট কলোনি ২০১৫ সালের ২২ মে মুক্তি পায়।[৫] শ্রী থেনান্দল ফিল্মস চলচ্চিত্রেটি বিতরণ করেন।[৬]