ডিয়েগো আলভারেজ (চরিত্র)

ডিয়েগো আলভারেজ
চাঁদের পাহাড় উপন্যাসের আলভারেজের চিত্র
প্রথম উপস্থিতিচাঁদের পাহাড় (উপন্যাস)
চাঁদের পাহাড় (চলচ্চিত্র)
স্রষ্টাবিভূতিষন বন্দ্যোপাধায়
চরিত্রায়ণGérard Rudolf (In film)
Cause of deathবুনিপের আক্রমনে মৃত্য
ছদ্মনামআলভারেজ
প্রজাতিমানুষ
লিঙ্গপুরুষ
পেশাExplorer
Gold / Diamond Prospector
আত্মীয়শঙ্কর রায় চৌধুরী (বন্ধু)
জাতীয়তাপর্তুগিজ

ডিয়াগো আলভারেজ হল প্রখাত সাহিত্যিক ক বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায়-এর রচিত কালজয়ী রোমাঞ্চ উপন্যাস চাঁদের পাহাড়-এর একটি গুরুত্বপূর্ণ কাল্পনিক চরিত্র।উপন্যাসে দেখাযায় ডিয়াগো আলভারেজ একজন পর্তুগিজ অভিযাত্রীক ও স্বর্ণসন্ধানী। সে শঙ্করের বন্ধু ও পরামর্শদাতা ছাড়াও হিরের অনুসন্ধানে তার সাথে যায়। তারা চাঁদের পাহাড় খুঁজতে গিয়ে রিকটারসভিল্ড-এর গহীনে প্রবে ক করে।

অন্যান

[সম্পাদনা]

চলচ্চিত্র

[সম্পাদনা]

চাঁদের পাহাড় উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র চাঁদের পাহাড় -এ আফ্রিকান অভিনেতা গেরারড রুডোলফ অভিনয় করেছেন ডিয়াগো আলভারেজ চরিত্রে।.[]

গ্রাফিক্স উপন্যাস

[সম্পাদনা]

গ্রাফিক্স উপন্যাসটি ২০১৪ সালে প্রকাশিত হয় চাঁদের পাহাড় উপন্যাসের উপর ভিত্তি করে।এখানেও ডিয়াগো আলভারেজকে দেখা যায় শংকর রায় চৌধুরী-এর বন্ধু হিসাবে।[][][][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Chander Pahar crew at South Africa"। ২০১৩-০৬-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-১০ 
  2. "Moon Mountain"Penguin India 
  3. "Bibhutibhushan classic 'Chander Pahar' now as graphic novel"eprahaar.in। ৮ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৭ 
  4. "Moon Mountain"onlinestore.dcbooks.com। ২৯ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৭ 
  5. "Book Review - Moon Mountain"livemint.com