ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ডিলান জেমস ক্রিস্টোফার লেভিট[১] | ||
জন্ম | ১৭ নভেম্বর ২০০০ | ||
জন্ম স্থান | বোডেলওয়েডান, ওয়েলস | ||
উচ্চতা | ৫ ফুট ১১ ইঞ্চি (১.৮০ মিটার)[২] | ||
মাঠে অবস্থান | মিডফিল্ডার | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ডান্ডি ইউনাইটেড | ||
জার্সি নম্বর | ১৯ | ||
যুব পর্যায় | |||
–২০১৯ | ম্যানচেস্টার ইউনাইটেড | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৯–২০২২ | ম্যানচেস্টার ইউনাইটেড | ০ | (০) |
২০২০–২০২১ | → চার্লটন অ্যাথলেটিক (লোন) | ৩ | (০) |
২০২১ | → ইস্ট্রা ১৯৬১ (লোন) | ৭ | (০) |
২০২১–২০২২ | → ডান্ডি ইউনাইটেড (লোন) | ২৫ | (৫) |
২০২২– | ডান্ডি ইউনাইটেড | ১৪ | (৩) |
জাতীয় দল‡ | |||
২০১৬ | ওয়েলস অ১৬ | ৩ | (০) |
২০১৭–২০১৯ | ওয়েলস অ১৯ | ৯ | (০) |
২০১৯ | ওয়েলস অ২১ | ১ | (০) |
২০২০– | ওয়েলস | ১৩ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২ নভেম্বর, ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৫ সেপ্টেম্বর, ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ডিলান জেমস ক্রিস্টোফার লেভিট (জন্ম: ১৭ নভেম্বর, ২০০০) একজন ওয়েলস পেশাদার ফুটবলার। তিনি স্কটিশ প্রিমিয়ারশিপের ক্লাব ডান্ডি ইউনাইটেড এবং ওয়েলস জাতীয় দলের হয়ে মিডফিল্ডার হিসেবে খেলেন।
লেভিটের ফুটবল খেলার হাতেখড়ি ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে। সেখানে বয়স-ভিত্তিক দলে খেলার পর ২০১৯ সালের নভেম্বরে উয়েফা ইউরোপা লিগের একটি ম্যাচে তার সিনিয়র ক্যারিয়ারে অভিষেক হয়েছিলো। সে ম্যাচের পর ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি আর গায়ে চাপানো হয়নি তার। বাকিটা সময় তিনি চার্লটন অ্যাথলেটিক, ক্রোয়েশিয়ান ক্লাব ইস্ট্রা ১৯৬১ এবং ডান্ডি ইউনাইটেড-এ লোনে কাটিয়েছেন। ২০২২ সালের জুলাইয়ে, তিনি একটি স্থায়ী চুক্তিতে ডান্ডি ইউনাইটেডে যোগ দেন।
আন্তর্জাতিক ক্যারিয়ারে অভিষেকের আগে লেভিট বয়স-ভিত্তিক দলগুলোতে ওয়েলসের হতে প্রতিনিধিত্ব করেছিলেন। ২০২০ সালের সেপ্টেম্বরে ফিনল্যান্ডের বিরুদ্ধে উয়েফা নেশনস লিগের একটি ম্যাচে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়।
লেভিট আট বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে যোগ দেন এবং ২০১৮ সালের এপ্রিল মাসে ক্লাবের সাথে তার প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষর করেন। [৩] ২০১৯-এর নভেম্বরে তিনি ক্লাবের সাথে চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২২ সালের জুন পর্যন্ত একটি নতুন চুক্তি স্বাক্ষর করেন। [৪] ২৮ নভেম্বর, ২০১৯-এ আস্তানার বিপক্ষে উয়েফা ইউরোপা লিগের একটি ম্যাচে ইউনাইটেডের হয়ে তার সিনিয়র অভিষেক হয়। [৫]
৮ সেপ্টেম্বর, ২০২০-এ, লেভিটকে চার্লটন অ্যাথলেটিক -এর কাছে পুরো মৌসুমের জন্য লোনে পাঠানো হয়। [৬] ৮ জানুয়ারি, ২০২১-এ, চার্লটন অ্যাথলেটিক লেভিটের লোনের সময়কাল কমিয়ে আনে; কারণ বাজে পারফরম্যান্সের কারণে তিনি লিগ ওয়ানের এই ক্লাবে মাত্র পাঁচটি ম্যাচে শুরু থেকে খেলেছিলেন। [৭]
১৫ ফেব্রুয়ারি, ২০২১-এ, লেভিট ২০২০–২১ সিজনের বাকি অংশে খেলার জন্য লোনে ক্রোয়েশিয়ান ফুটবল লিগের দল ইস্ট্রা ১৯৬১ -তে যোগ দেন। [৮] ১৪ এপ্রিল রিজেকার বিরুদ্ধে ক্রোয়েশিয়ান কাপের সেমিফাইনালে কোচ দানিজেল জুমিচ তাকে অপ্রত্যাশিতভাবে স্টার্টিংয়ে রাখেন। সে ম্যাচে তিনি ৬৪ মিনিট পর্যন্ত খেলে ডিনো হ্যালিলোভিচের স্থলাভিষিক্ত হন। ইস্ট্রা সে ম্যাচে ৩–২ গোলে জিতে ফাইনালে যায়। [৯]
২০ আগস্ট, ২০২১-এ, লেভিট স্কটিশ প্রিমিয়ারশিপ ক্লাব ডান্ডি ইউনাইটেডে এক বছরের লোন যোগ দেন। [১০] তিনি ২০২১–২২ স্কটিশ কাপে ট্যানজারিনদের হয়ে ২৯ ম্যাচে ৬ গোল গোল [১১] এবং ডান্ডি ইউনাইটেডকে ইউরোপে খেলার যোগ্যতা অর্জনে সহায়তা করার জন্য লিগের শেষ ৫ ম্যাচে তিন গোল করেন। দুর্দান্ত পারফরম্যান্সের পর লেভিট সে মৌসুমে ফ্যান্সদের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন। [১২] এরপর তিনি ২০২২ সালের জুলাই মাসে দুই বছরের চুক্তিতে ক্লাবে যোগ দেন। [১৩][১৪][১৫]
লেভিট অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২১ স্তরে ওয়েলসের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৯ সালের মে মাসে প্রথমবারের মতো তাকে ওয়েলস জাতীয় দলে ডাকা হয়। [১৬] ৩ সেপ্টেম্বর, ২০২০-এ ফিনল্যান্ডের বিরুদ্ধে ২০২০–২১ উয়েফা নেশনস লিগে তার অভিষেক ঘটে। [১৭] ২০২১ সালের মে মাসে তিনি উয়েফা ইউরো ২০২০-এর জন্য ওয়েলসের ২৬ সদস্যের দলে জায়গা পান। [১৮] রোমে ইতালির বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে নামেন; সে ম্যাচে তারা ১–০ গোলে পরাজিত হয়েছিলেন। [১৯] ২০২২ সালের নভেম্বরে তাকে কাতার ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ওয়েলস দলে ডাকা হয়। [২০]
ক্লাব | মৌসুম | লিগ | জাতীয় কাপ[ক] | লিগ কাপ[খ] | মহাদেশীয় | অন্যান্য | মোট | |||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
বিভাগ | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ||
ম্যানচেস্টার ইউনাইটেড অ২১ | ২০১৯–২০ | — | — | — | — | — | 2[গ] | ০ | ২ | ০ | ||||
ম্যানচেস্টার ইউনাইটেড | ২০১৯–২০ | প্রিমিয়ার লিগ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ১[ঘ] | ০ | — | ১ | ০ | |
২০২০–২১ | প্রিমিয়ার লিগ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | — | ০ | ০ | ||
২০২১–২২ | প্রিমিয়ার লিগ | ০ | ০ | ০ | ০ | 0 | ০ | ০ | ০ | — | ০ | ০ | ||
মোট | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ১ | ০ | — | ১ | ০ | |||
চার্লটন অ্যাথলেটিক (লোন) | ২০২০–২১ | লিগ ওয়ান | ৩ | ০ | ১ | ০ | ১ | ০ | — | ০ | ০ | ৫ | ০ | |
ইস্ট্রা ১৯৬১ (লোন) | ২০২১–২১ | ক্রোয়েশীয় ফুটবল লিগ | ৭ | ০ | ২ | ০ | — | — | — | ৯ | ০ | |||
ডান্ডি ইউনাইটেড (লোন) | ২০২১–২২ | স্কটিশ প্রিমিয়ারশিপ | ২৫ | ৫ | ৩ | ১ | ১ | ০ | — | — | ২৯ | ৬ | ||
ডান্ডি ইউনাইটেড | ২০২২–২৩ | স্কটিশ প্রিমিয়ারশিপ | ১৪ | ৩ | ০ | ০ | 2 | ২ | ২[ঙ] | ০ | — | ১৮ | ৩ | |
মোট | ৩৯ | ৮ | ৩ | ১ | ৩ | ০ | ২ | ০ | — | ৪৭ | ৯ | |||
সর্বমোট | ৪৯ | ৮ | ৬ | ১ | ৪ | ০ | ৩ | ০ | ২ | ০ | ৬৪ | ৯ |
জাতীয় দল | বছর | ম্যাচ | গোল |
---|---|---|---|
ওয়েলস | ২০২০ | ৫ | ০ |
২০২১ | ৫ | ০ | |
২০২২ | ৩ | ০ | |
মোট | ১৩ | ০ |