ডিসডেমোনিয়া বোরিয়াস | |
---|---|
শ্রেণিবিন্যাস | |
রাজ্য | অ্যানিমালিয়া |
পর্ব | আরথ্রোপোডা |
শ্রেণি | ইনসেক্টা |
বর্গ | লেপিডোপ্টেরা |
গোত্র | স্যাটারনিডেয়া |
গণ | ডিসডেমোনিয়া |
প্রজাতি | ডি. বোরিয়াস
|
দ্বিপদী নাম | |
ডিসডেমোনিয়া বোরিয়াস (ক্রমার, ১৭৭৫)
| |
অন্য নাম | |
ফালেনা বোরিয়াস (ক্রেমার, ১৭৭৫) |
ডিসডেমোনিয়া বোরিয়াস হল এক প্রকার মথ। প্রজাতিটি স্যাটারনিডাই পরিবারের সদস্য। এটি মেক্সিকো থেকে গায়ানাস পর্যন্ত পাওয়া যায়। প্রজাতিটি ১৭৭৫ সালে প্রথম বর্ণিত হয়। এটি সর্বপ্রথম বর্ণনা করেন জীববিজ্ঞানী ক্রেমার।[১]