ডুয়েট (চলচ্চিত্র)

ডুয়েট
ডিভিডি প্রচ্ছদ
পরিচালককৈলাস বলচন্দ
প্রযোজকরজম বলচন্দ
পুষ্প কন্দস্বামী
রচয়িতাকৈলাস বলচন্দ
শ্রেষ্ঠাংশেপ্রভু
মীনাক্ষী শেষাদ্রি
প্রকাশ রাজ
রমেশ অরবিন্দ
সুরকারএ আর রহমান
কাদরী গোপালনাথ
চিত্রগ্রাহকআর রঘুনাথ রেড্ডী
সম্পাদকআমিরজান
(২য় ইউনিট)
গণেশ-কুমার
(আনক্রেডিটেড)
প্রযোজনা
কোম্পানি
কবিতালয় প্রোডাকশন্স
পরিবেশককবিতালয় প্রোডাকশন্স
মুক্তি২০ মে ১৯৯৪
স্থিতিকাল১৫৬ মিনিট
দেশভারত
ভাষাতামিল

ডুয়েট (তামিল: டூயட், অনুবাদ 'দ্বৈত') হচ্ছে ১৯৯৪ সালের একটি তামিল চলচ্চিত্র। তামিল চলচ্চিত্র শিল্পের অন্যতম খ্যাতিমান পরিচালক কৈলাস বলচন্দ এর রচনা ও পরিচালনায় এই চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় ছিলেন প্রভু, মীনাক্ষী শেষাদ্রী, রমেশ অরবিন্দ এবং প্রকাশ রাজএ আর রহমান চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনার দায়িত্ব ছিলেন। চলচ্চিত্রটি হিন্দি ভাষায় 'তু হি মেরা দিল' নামে অনুবাদ করে মুক্তি দেয়া হয়েছিলো। এই চলচ্চিত্রটি ১৯৯০ সালের একটি ফরাশি চলচ্চিত্রের পুনঃনির্মাণ ছিলো।[][][]

অভিনয়ে

[সম্পাদনা]

সঙ্গীত

[সম্পাদনা]
গানের তালিকা
নং.শিরোনামকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."অঞ্জলি অঞ্জলি"এস. পি. বলসুব্রাহ্মণ, কে. এস. চিত্রা৬ঃ১৬
২."ভেন্নিলাভিন তেরিল"কে. জে. যেসুদাস৪ঃ০৮
৩."মেট্টুপোড়ু মেট্টুপোড়ু"এস. পি. বলসুব্রাহ্মণ, পি. সুশীলা৫ঃ৫৮
৪."এন কাদালে (পুরুষ সংস্করণ)"এস. পি. বলসুব্রাহ্মণ 
৫."কুড়িচ্চা কুত্তালাম"এস. পি. বলসুব্রাহ্মণ, টি. কে. কালা৪ঃ৪৮
৬."কাদিরিক্কা কাদিরিক্কা"সুজাতা মোহন, প্রসন্ন৫ঃ২৭
৭."এন কাদালে (নারী সংস্করণ)"কে. এস. চিত্রা০ঃ৫৬
৮."নান পাড়ুম"এস. পি. বলসুব্রাহ্মণ৩ঃ৫৩
৯."কবিতাইক্কু পোরুল (কবিতা)"প্রভু (অভিনেতা), শ্রীজা১ঃ২০
১০."সাত্তাতিনাল ভানদা (কবিতা)"প্রভু (অভিনেতা)০ঃ৫৪
১১."লাভ ইজ টর্চার (কবিতা)"নোয়েল জেমস০ঃ৪৭
১২."স্যাক্স লুলাবাই (স্যাক্সোফোন সঙ্গীত)"বাদ্যযন্ত্র১ঃ৪৩
১৩."শিরোনাম মূল সঙ্গীত"বাদ্যযন্ত্র৩ঃ১৩
১৪."নান পারদাদিলে (স্যাক্সোফোন সঙ্গীত)"বাদ্যযন্ত্র০ঃ৫৫
১৫."তবলা সংক্ষিপ্তি"বাদ্যযন্ত্র০ঃ২৩

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Kumar, S. Shiva (২০১৪-০৩-০৬)। "The age of remakes"The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১৪ 
  2. Joseph, Meedhu Miriyam (২০১১-১২-১২)। "When small-budget is beautiful…"The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১৪ 
  3. Rangarajan, Malathi (২০১০-০১-২৮)। "Spreading cheer …"The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]