ধরন | দৈনিক সংবাদপত্র |
---|---|
ফরম্যাট | প্রিন্ট, অনলাইন |
মালিক | এক্সেলিসিয়র |
প্রতিষ্ঠাতা | এস ডি রোহমেত্র |
প্রকাশক | এক্সেলিসিয়র |
সম্পাদক | কামাল রোহমেত্র, নীরজ রোহমেত্র |
প্রতিষ্ঠাকাল | ১ জানুয়ারি ১৯৬৫ |
ভাষা | ইংরেজি |
শহর | জম্মু, জম্মু ও কাশ্মীর |
দেশ | ভারত |
প্রচলন | ২৩০,০০০ |
ওয়েবসাইট | www |
ফ্রি অনলাইন আর্কাইভ | epaper |
ডেইলি এক্সেলসিয়র একটি ইংরেজি ভাষার সংবাদপত্র, যা জম্মু ও কাশ্মীরেরজম্মু শহর থেকে প্রকাশিত হয়। এটি এসডি রোহমেত্র প্রতিষ্ঠা করেছিলেন। সংবাদপত্রটি ১৯৬৫ সালের ১ জানুয়ারি থেকে প্রকাশিত হয়। এর বর্তমান সম্পাদক হলেন কমল রোহমেত্র ও নীরজ রোহমেত্র।
২০০৮ সালের ১১ ই মে জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় সন্ত্রাসবাদী ও সুরক্ষা বাহিনীর মধ্যে সশস্ত্র সংঘর্ষের ছবি তুলতে গিয়ে ফটো সাংবাদিক অশোক সোধি নিহত হন। একটি বুলেট তাকে আঘাত করে তখন তিনি এই সংঘর্ষের আরও ভাল ছবি নিতে আরও কাছে গিয়েছিলেন। [১][২]