ব্যবসার প্রকার | অঙ্গপ্রতিষ্ঠান |
---|---|
সাইটের প্রকার | অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম |
উপলব্ধ | ১৪৯ দেশ ও ১৮৩ ভাষা |
প্রতিষ্ঠা | ১৫ মার্চ ২০০৫ |
সদরদপ্তর | প্যারিস, ফ্রান্স |
দেশ | ফ্রান্স |
পরিবেষ্টিত এলাকা | বিশ্বব্যাপী |
প্রতিষ্ঠাতা(গণ) |
|
চেয়ারম্যান | ম্যাক্সিমে সাদা |
প্রধান নির্বাহী কর্মকর্তা | ম্যাক্সিমে সাদা |
প্রধান ব্যক্তি | বেনজামিন বেজবাউম (সহ-প্রতিষ্ঠাতা) |
কর্মচারী | ৪৫০[১] |
ধারক কোম্পানী | ভিভেন্ডি |
ওয়েবসাইট | dailymotion.com |
বিজ্ঞাপন | প্রাসঙ্গিক বিজ্ঞাপন এবং ভিডিও বিজ্ঞাপন |
নিবন্ধন | ইচ্ছামূলক (আপলোডের জন্য প্রয়োজন) |
চালুর তারিখ | ১৫ মার্চ ২০০৫ |
বর্তমান অবস্থা | সক্রিয় |
ডেইলিমোশন একটি ফরাসি ভিডিও শেয়ার করার ওয়েবসাইট, যা ভিভেন্ডির মালিকানাধীন।[২] উত্তর আমেরিকায় তাদের প্রতিনিধিদের মধ্যে আছে ভাইস মিডিয়া, ব্লুমবার্গ ও হার্স্ট ডিজিটাল মিডিয়া।[৩] উচ্চ মাত্রার (৭২০পি) সমর্থনকারী প্রথমদিকের ভিডিও সাইটগুলোর ভিতর উল্লেখযোগ্য ছিলো ডেইলিমোশন।[৪]
২০০৭ সালে, মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগে প্যারিসের উচ্চ আদালত তাদেরকে দোষী সাব্যস্ত করে।[৫]
২০১১ সাল থেকে ডেইলিমোশন কাজাখস্তানে নিষিদ্ধ।[৬]
ভারত ও রাশিয়াতেও সাইটটি নিষিদ্ধ হয়েছিল।[৭][৮][৯] ভারতে নিষেধাজ্ঞা বিভিন্ন মেয়াদে দেয়া ও তুলে নেয়া হয়েছিল।