ডেনজেল ডুমফ্রিস

ডেনজেল ডুমফ্রিস
২০২৩ সালে ইন্টার মিলানের হয়ে ডুমফ্রিস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ডেনজেল ইয়ুস্টুস মরিস ডুমফ্রিস
জন্ম (1996-04-18) ১৮ এপ্রিল ১৯৯৬ (বয়স ২৮)
জন্ম স্থান রটারডাম, নেদারল্যান্ডস
উচ্চতা ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ইন্টার মিলান
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:১৫, ১৫ অক্টোবর ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ডেনজেল ইয়ুস্টুস মরিস ডুমফ্রিস (ওলন্দাজ: Denzel Dumfries; জন্ম: ১৮ এপ্রিল ১৯৯৬; ডেনজেল ডুমফ্রিস নামে সুপরিচিত) হলেন একজন ওলন্দাজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালীয় ক্লাব ইন্টার মিলান এবং নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[][] তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৪ সালে, ডুমফ্রিস আরুবার হয়ে অভিষেক করেছিলেন, যেখানে তিনি সর্বমোট দুই ম্যাচে একটি গোল করেছিলেন। অতঃপর ২০১৬ সালে, তিনি নেদারল্যান্ডস অনূর্ধ্ব-২০ দলের হয়ে নেদারল্যান্ডসের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত নেদারল্যান্ডসের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৮ সালে নেদারল্যান্ডসের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; নেদারল্যান্ডসের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪৭ ম্যাচে ৬টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

ডেনজেল ইয়ুস্টুস মরিস ডুমফ্রিস ১৯৯৬ সালের ১৮ই এপ্রিল তারিখে নেদারল্যান্ডসের রটারডামে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

ডুমফ্রিস কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ১১ই নভেম্বর তারিখে ঘোষিত নেদারল্যান্ডসের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[][]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
১৫ অক্টোবর ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
আরুবা ২০১৪
সর্বমোট
নেদারল্যান্ডস ২০১৮
২০১৯
২০২০
২০২১ ১৬
২০২২ ১২
২০২৩
সর্বমোট ৪৭

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Prima Squadra Maschile" [পুরুষদের মূল দল]। inter.it (ইতালীয় ভাষায়)। ইন্টার মিলান। ৩০ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২৩ 
  2. "INTER" [ইন্টার]। legaseriea.it (ইংরেজি ভাষায়)। সেরিয়ে আ। ১৪ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২৩ 
  3. "FIFA World Cup Qatar 2022 – Squad list" (পিডিএফ)FIFA। ১৫ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২২ 
  4. "Van Gaal maakt 26-koppige WK-selectie bekend" [Van Gaal announces 26-man World Cup squad] (ওলন্দাজ ভাষায়)। Royal Dutch Football Association। ১১ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২২ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]