ডেভিড ও. রাসেল | |
---|---|
David O. Russel | |
জন্ম | ডেভিড ওয়েন রাসেল ২০ আগস্ট ১৯৫৮ |
মাতৃশিক্ষায়তন | অ্যামহার্স্ট কলেজ (বি.এ.) |
পেশা | চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক |
কর্মজীবন | ১৯৮৭-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | জ্যানেট গ্রিলো (বি. ১৯৯২–২০০৭) |
সঙ্গী | হলি ডেভিস (২০০৭-বর্তমান) |
সন্তান | ২ |
ডেভিড ওয়েন রাসেল (জন্ম ২০ আগস্ট ১৯৫৮) একজন মার্কিন চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক। তার শুরুর দিকের পরিচালিত চলচ্চিত্রসমূহ হল স্প্যাঙ্কিং দ্য মাঙ্কি (১৯৯৪), ফ্লার্টিং উইথ ডিজ্যাস্টার (১৯৯৬), থ্রি কিংস (১৯৯৯), ও আই হার্ট হাকাবিজ (২০০৪)।
২০১০-এর দশকে রাসেলের পরিচালিত দ্য ফাইটার (২০১০), প্রণয়ধর্মী হাস্যরসাত্মক নাট্য সিলভার লাইনিংস প্লেবুক (২০১২) ও হাস্যরসাত্মক নাট্য অপরাধধর্মী আমেরিকান হাসল (২০১৩) চলচ্চিত্র তিনটি ব্যবসাসফল ও সমালোচকদের কাছে প্রশংসিত হয়, এবং এই তিনটি কাজের জন্য তিনটি শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি সিলভার লাইনিংস প্লেবুক চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য বিভাগে ও আমেরিকান হাসল চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ২০১৫ সালে তিনি অর্ধ-জীবনীনির্ভর হাস্যরসাত্মক নাট্যধর্মী জয় চলচ্চিত্রের জন্য তার সপ্তম গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
রাসেল ১৯৫৮ সালের ২০শে আগস্ট নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে জন্মগ্রহণ করেন। তার মাতা মারিয়া (বিবাহপূর্ব মুৎসিও) এবং পিতা বের্নার্ড (মার্কভ্স্কি) রাসেল।[১][২][৩] তার পিতামাতা সিমন অ্যান্ড শুস্টারে কাজ করতেন। তার পিতা এই কোম্পানির বিক্রয়দলের উপ-সভাপতি[৪][৫][৬][৭] এবং মাতা সহকারী ছিলেন।[৮] তার পিতা রুশ ইহুদি পরিবারে এবং মাতা ইতালীয়-মার্কিন (লুকানীয় বংশোদ্ভূত) পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।[৯][১০][১১][১২] রাসেলের মাতামহ ফ্রাঙ্ক মুৎসিও ক্রাকো এবং মাতামহী ফিলোমেনা ব্রানকাতা ফেররান্দিনায় জন্মগ্রহণ করেছিলেন।[১৩] তার পিতামহ ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডের একজন মুচি ছিলেন, তিনি কনসেনট্রেশন ক্যাম্পে তার অনেক আত্মীয়স্বজনকে হারিয়েছিলেন।[১৪]
শিরোনাম | বছর | ভূমিকা | টীকা | সূত্র. | ||
---|---|---|---|---|---|---|
পরিচালক | লেখক | প্রযোজক | ||||
স্প্যাঙ্কিং দ্য মাঙ্কি | ১৯৯৪ | হ্যাঁ | হ্যাঁ | নির্বাহী | [১৫] | |
ফ্লার্টিং উইথ ডিজ্যাস্টার | ১৯৯৬ | হ্যাঁ | হ্যাঁ | না | [১৫] | |
থ্রি কিংস | ১৯৯৯ | হ্যাঁ | হ্যাঁ | না | [১৫] | |
আই ♥ হাকাবিজ | ২০০৪ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | আই হার্ট হাকাবিজ নামেও পরিচিত | [১৫] |
দ্য ফাইটার | ২০১০ | হ্যাঁ | না | না | [১৫] | |
সিলভার লাইনিংস প্লেবুক | ২০১২ | হ্যাঁ | হ্যাঁ | না | [১৫] | |
আমেরিকান হাসল | ২০১৩ | হ্যাঁ | হ্যাঁ | না | [১৫] | |
অ্যাকসিডেন্টাল লাভ | ২০১৫ | কৃতিত্ব দেওয়া হয়নি | কৃতিত্ব দেওয়া হয়নি | না | "স্টিফেন গ্রিন" নামে; চলচ্চিত্রটির মালিকানা হারান |
[১৬] |
জয় | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | [১৫] |
<ref>
ট্যাগ বৈধ নয়; page94
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; nym1996
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি