ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ডেভিড নেরেস ক্যাম্পোস | ||
জন্ম | ৩ মার্চ ১৯৯৭ | ||
জন্ম স্থান | সাও পাওলো, ব্রাজিল | ||
উচ্চতা | ১.৭৭ মিটার | ||
মাঠে অবস্থান | ফরওয়ার্ড | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | এজাক্স | ||
জার্সি নম্বর | ৭ | ||
যুব পর্যায় | |||
২০০৭–২০১৬ | সাও পাওলো | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৬ | সাও পাওলো | ৮ | (৩) |
২০১৭ | জং এজাক্স | ৫ | (৩) |
২০১৭– | এজাক্স | ৫৬ | (১৯) |
জাতীয় দল‡ | |||
২০১৭ | ব্রাজিল অনূর্ধ্ব-২০ | ৯ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২৪ জানুয়ারী ২০১৯ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ৩১ মার্চ ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক। |
ডেভিড নেরেস ক্যাম্পোস (জন্ম ৩ মার্চ ১৯৯), ডেভিড নেরেস হিসেবেই বেশিরভাগ পরিচিত, হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার যিনি ডাচ্ জনপ্রিয় ফুটবল ক্লাব এজাক্স-এর হয়ে একজন ফরওয়ার্ড হিসেবে খেলে থাকেন।[১]
জন্ম, ব্রাজিলের অন্যতম শহর সাও পাওলো'তে, ২০০৭ সালে, মাত্র ১০ বছর বয়সে নেরেস তার জন্মভূমি শহরের ফুটবল ক্লাব সাও পাওলো এফসির কিশোর বিভাগে যোগদান করেন। [২] ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে, একই বছর আয়োজিত অনূর্ধ্ব-২০ কোপা লির্বারটেডোস প্রতিযোগিতাটিতে তাকে প্রায় প্রতিটি ম্যাচে প্রতিনিয়ত খেলানোর পরবর্তীকালে, তিনি কাধঁ'এ আঘাতপ্রাপ্ত হন এবং যেটি তাকে কয়েক মাসের জন্য সাইড বেঞ্চে বসে খেলা উপভোগ করতে বাধ্য করে।
২০১৬ সালের ২২শে অক্টোবর, নেরেস তার প্রথম গোলটি করেন, ঘরের মাঠে আরেক ক্লাব পোন্টে প্রেটা-এর বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া খেলাটিতে সর্বশেষ গোলটি তিনি তাদের জালে জড়ান।[৩] ১৪ দিন পরে তিনি তার দ্বিতীয় গোলটি করেন, ঘরের মাঠে হওয়া খেলাটিতে স্থানীয় ভয়ানক ফুটবল ক্লাব করিন্থিয়ান্স'কে ৪-০ গোলে ছত্রভঙ্গ করার দিনে তিনি ম্যাচের দ্বিতীয় গোলটি করেন। [৪]
২০১৭ সালের ৩০শে জানুয়ারী, নেরেস নেদারল্যান্ডের ঘরোয়া ফুটবল লিগের জনপ্রিয় ফুটবল ক্লাব এজাক্স-এ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী €১২ মিলিয়ন ইউরোর বিনিময়ে যোগদান করেন।[১]
ক্লাব | মৌসুম | লিগ | কাপ | মহাদেশীয়1 | অন্যান্য2 | সর্বমোট | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
বিভাগ | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | ||
সাও পাওলো | ২০১৬ | সেরি এ | ৮ | ৩ | ০ | ০ | ০ | ০ | ৩[ক] | ০ | ১১ | ৩ |
জং এজাক্স | ২০১৬–১৭ | এরেস্টে ডিভিসি | 4 | 2 | — | — | — | ৪ | ২ | |||
২০১৭–১৮ | 1 | 1 | — | — | — | ১ | ১ | |||||
সর্বমোট | ১৩ | ৬ | ০ | ০ | ০ | ০ | ৩ | ০ | ১৬ | ৬ | ||
এজাক্স | ২০১৬–১৭ | এরেডিভিসি | 8 | 3 | 0 | 0 | 4[খ] | ০ | ০ | ০ | ১২ | ৩ |
২০১৭–১৮ | ৩২ | ১৪ | ২ | ০ | ৩[গ] | ০ | ০ | ০ | ৩৭ | ১৪ | ||
২০১৮–১৯ | ১৬ | ২ | ৩ | ১ | ১০[৬] | ১ | ০ | ০ | ২৯ | ৪ | ||
সর্বমোট | ৫৬ | ১৯ | ৩ | ০ | ১১ | ১ | ০ | ০ | ৫১ | ২১ | ||
খেলোয়াড়ী জীবনে সর্বমোট | ৬৮ | ২৫ | ৩ | ০ | ১১ | ১ | ৩ | ০ | ৮৫ | ২৭ |
উদ্ধৃতি ত্রুটি: "lower-alpha" নামক গ্রুপের জন্য <ref>
ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/>
ট্যাগ পাওয়া যায়নি