ডেভিড রিকার্ডো | |
---|---|
পর্টালিংটনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২০ ফেব্রুয়ারি ১৮১৯ – ১১ সেপ্টেম্বর ১৮২৩ | |
পূর্বসূরী | রিচার্ড শার্প |
উত্তরসূরী | জেমস ফার্কুহার |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | লন্ডন, ইংল্যান্ড | ১৮ এপ্রিল ১৭৭২
মৃত্যু | ১১ সেপ্টেম্বর ১৮২৩ গ্যাটকোম্ব পার্ক, গ্লোচেস্টারশায়ার, ইংল্যান্ড | (বয়স ৫১)
জাতীয়তা | ব্রিটিশ |
রাজনৈতিক দল | হুইগ |
দাম্পত্য সঙ্গী | প্রিসিলা অ্যান উইলকিনসন (বি. ১৭৯৩–১৮২৩) |
সন্তান | ৬ সন্তান |
জীবিকা |
ডেভিড রিকার্ডো (ইংরেজি: David Ricardo; এপ্রিল ১৮, ১৭৭২-সেপ্টেম্বর ১১, ১৮২৩) ছিলেন ইংরেজ অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ। তিনি তার থিওরি অফ রেন্ট-এর জন্য বিখ্যাত। থমাস ম্যালথাস, অ্যাডাম স্মিথ ও জেমস মিলের পাশাপাশি রিকার্ডো ধ্রুপদী অর্থনীতিবিদদের মধ্যে অন্যতম।[১][২]
রিকার্ডো ইংল্যান্ডের লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি তার জন্মের কিছুদিন পূর্বে ওলন্দাজ প্রজাতন্ত্র থেকে আসা একটি পর্তুগিজ বংশোদ্ভূত সেপার্ডিক ইহুদি পরিবারের ১৭ সন্তানের তৃতীয়।[৩] তার পিতা আব্রাহাম রিকার্ডো ছিলেন একজন সফল স্টকব্রোকার।[৩] রিকার্ডো ১৪ বছর বয়সে তার পিতার সাথে কাজ শুরু করেন। ২১ বছর বয়সে রিকার্ডো প্রিসিলা অ্যান উইলকিনসনকে নিয়ে পালিয়ে যান এবং তার পিতার ইচ্ছার বিরুদ্ধে ইউনিটারিয়ান বিশ্বাসী হয়ে ওঠেন।[৪] এই ধর্মীয় পার্থক্যের কারণে তাদের পরিবারের মধ্যে তফাৎ দেখা দেয়, এবং এই স্বাধীনভাবে কোন অবস্থানে যাওয়ার চেষ্টা করেন।[৫] তার পিতা তাকে ত্যাজ্য করেন এবং তার মা তার সাথে আর কখনো কথা বলেন নি।[৬]
অবসরের দশ বছর পর এবং সংসদের যোগ দেওয়ার চার বছর পরে রিকার্ডো কানে সংক্রমণে মারা যান। এই সংক্রমণ তার মস্তিস্কে ছড়িয়ে পড়েছিল। তার বয়স হয়েছিল ৫১ বছর। তাকে হার্ডেনহুইশের সেন্ট নিকোলাস গির্জায় সমাহিত করা হয়।[৭] মৃত্যুকালে তার সম্পদের পরিমাণ ছিল প্রায় ৬০০,০০০ পাউন্ড।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
যুক্তরাজ্যের সংসদ (১৮০১–বর্তমান) | ||
---|---|---|
পূর্বসূরী রিচার্ড শার্প |
পর্টালিংটনের সংসদ সদস্য ১৮১৯–১৮২৩ |
উত্তরসূরী জেমস ফার্কুহার |