ডেভিড হেয়ম্যান

ডেভিড হেয়ম্যান
২০০৯ সালে ডেভিড হেয়ম্যান
জন্ম
ডেভিড জোনাথন হেয়ম্যান

(1961-07-26) ২৬ জুলাই ১৯৬১ (বয়স ৬৩)
লন্ডন, যুক্তরাজ্য
জাতীয়তাব্রিটিশ
মাতৃশিক্ষায়তনওয়েস্টমিন্সটার স্কুল
হার্ভার্ড ইউনিভার্সিটি
পেশাচলচ্চিত্র নির্মাতা
দাম্পত্য সঙ্গীরোজ ইউনিয়াক

ডেভিড হেয়ম্যান (ইংরেজিতে: David Jonathan Heyman; জন্ম ২৬ জুলাই, ১৯৬১) একজন ইংরেজ চলচ্চিত্র নির্মাতা এবং হেয়ডে ফিল্মস নামক চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠানের কর্ণধার। ১৯৯৯ সালে হেয়ম্যান হ্যারি পটার-এর চলচ্চিত্ররূপ দেবার স্বত্ব পান, পরবর্তীতে তিনি হ্যারি পটার সিরিজের আটটি চলচ্চিত্র নির্মাণ করেন। গ্র্যাভিটি চলচ্চিত্রের জন্যে ২০১৩ সালে তিনি প্রযোজক হিসেবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হন। হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অব আজকাবান-এর পর আলফোনসো কুয়ারোনের সাথে হেয়ম্যানের যৌথভাবে নির্মিত দ্বিতীয় চলচ্চিত্র এটি।

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]