টেলড্ সালফার Tailed Sulphur | |
---|---|
ডানা বন্ধ অবস্থায় | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Arthropoda |
শ্রেণী: | Insecta |
বর্গ: | Lepidoptera |
পরিবার: | Pieridae |
গণ: | Dercas |
প্রজাতি: | D. verhuelli |
দ্বিপদী নাম | |
Dercas verhuelli Hoeven, 1839 |
টেলড্ সালফার (বৈজ্ঞানিক নাম: Dercas verhuelli (Hoeven)) ‘পিয়েরিডি’ (Pieridae) গোত্র ও কলিয়াডিনি (Coliadinae) উপ-গোত্রের অন্তর্ভুক্ত মাঝারী আকৃতির প্রজাপতি।
টেলড্ সালফার এর প্রসারিত অবস্থায় ডানার আকার ৫০-৬০ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[১]
ভারতে প্রাপ্ত টেলড্ সালফার এর উপপ্রজাতি হল-[২]
এই প্রজাতি উত্তর-পূর্ব ভারত এর সিকিম থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত, নেপাল, ভুটান এবং মায়ানমার এর বিভিন্ন অঞ্চলে দেখা যায়।[১]