সর্বাধিক শ্রদ্ধেয় ডেসমন্ড টুটু | |
---|---|
কেপ শহরের প্রধান ধর্মযাজক Emeritus | |
প্রদেশ | দক্ষিণ আফ্রিকার অ্যাংলিকান চার্চ |
দেখুন | কেপ টাউন শহরের অ্যালিকেন ডায়োসিস (অবসরপ্রাপ্ত) |
স্থাপিত | ১৯৮৬ |
মেয়াদ শেষ | ১৯৯৬ |
পূর্ববর্তী | Philip Welsford Richmond Russell |
পরবর্তী | Njongonkulu Ndungane |
অন্যান্য পদ | লেসেথোর বিশপ জোহানেসবার্গের বিশপ কেপ শহরের প্রধান ধর্মযাজক |
আদেশ | |
বিন্যাস | যাজক হিসেবে ১৯৬০ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ক্লসডোরপ, পাশ্চাত্য ট্রেন্সভল, দক্ষিণ আফ্রিকা | ৭ অক্টোবর ১৯৩১
মৃত্যু | ২৬ ডিসেম্বর ২০২১ কেপ টাউন, পশ্চিম কেপ, দক্ষিণ আফ্রিকা | (বয়স ৯০)
স্বাক্ষর |
ডেসমন্ড টুটু বা ডেসমন্ড পিলো টুটু (ইংরেজি: Desmond Mpilo Tutu; ৭ অক্টোবর ১৯৩১ – ২৬ ডিসেম্বর ২০২১) একজন দক্ষিণ আফ্রিকান ধর্মযাজক ও অধিকার আন্দোলন কর্মী। এইডস ও যক্ষ্মা প্রতিরোধে তিনি অবিস্মরণীয় ভূমিকা রাখছেন। এছাড়াও, দারিদ্রতা, বর্ণবাদ, যৌনতা ইত্যাদি বিরোধী প্রচারণায় তার ভূমিকা প্রশংসনীয়।
১৯৮৪ সালে তিনি নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। ১৯৯৯ সালে সিডনি শান্তি পুরস্কার সহ ২০০৭ সালে গান্ধী শান্তি পুরস্কার লাভ করেন তিনি।[১]
তার জন্ম ১৯৩১ সালের ৭ই অক্টোবর দক্ষিণ আফ্রিকার ট্রান্সভালের ক্লের্কড্রপ। লন্ডনের কিংস কলেজ থেকে (১৯৬২-৬৬) ধর্মতত্ত্বে উচ্চতর ডিগ্রী লাভ করলেন টুটু। তারপর দক্ষিণ আফ্রকায় ফিরে আসেন; এবং ধর্মতত্ত্ব পড়াতে যোগ দেন বিশ্ববিদ্যালয়ে। এরপর ধীরে ধীরে দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনে নিজেকে জড়িয়ে ফেলেন টুটু। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ নিরসনে তার বিশাল অবদান রয়েছে।
Golden Key International Honour Society *www.goldenkey.org
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |