কনকাকাফ | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৫৩[১] |
সদর দপ্তর | সান্তো দোমিঙ্গো, ডোমিনিকান প্রজাতন্ত্র |
ফিফা অধিভুক্তি | ১৯৫৮[১] |
কনকাকাফ অধিভুক্তি | ১৯৬৪[২] |
সভাপতি | রুবেন গার্সিয়া |
সহ-সভাপতি | নাতানায়েল ফ্রাঙ্কো |
ওয়েবসাইট | fedofutbol |
ডোমিনিকান ফুটবল ফেডারেশন (স্পেনীয়: Federación Dominicana de Fútbol, ইংরেজি: Dominican Football Federation; এছাড়াও সংক্ষেপে ডিএফএফ নামে পরিচিত) হচ্ছে ডোমিনিকান প্রজাতন্ত্রের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৫ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ১১ বছর পর ১৯৬৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো দোমিঙ্গোয় অবস্থিত।
এই সংস্থাটি ডোমিনিকান প্রজাতন্ত্রের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে লিগা দোমিনিকানা দে ফুতবল এবং কোপা দোমিনিকানা দে ফুতবলের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ডোমিনিকান ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন রুবেন গার্সিয়া এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন আর্তুরো হিনসেন।
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | রুবেন গার্সিয়া |
সহ-সভাপতি | নাতানায়েল ফ্রাঙ্কো |
সাধারণ সম্পাদক | আর্তুরো হিনসেন |
কোষাধ্যক্ষ | আনেত রিভেরা |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | আনহেল সানচেস |
প্রযুক্তিগত পরিচালক | ইসিদ্রো আলেয়ো নুনেস |
ইয়েলেনা হাসিম ফিগুয়েরেও | |
ফুটসাল সমন্বয়কারী | কার্লোস বচ্চিকার্দি |
জাতীয় দলের কোচ (পুরুষ) | জ্যাক পাসি |
জাতীয় দলের কোচ (নারী) | |
রেফারি সমন্বয়কারী | হোসে এস্তেবান মার্তিনেস |