ডোমেস্টিক গার্লফ্রেন্ড | |
ドメスティックな彼女 (ডমেসুটিক্কু না কানোজো) | |
---|---|
ধরন | রোম্যান্স |
মাঙ্গা | |
লেখক | কেই সাসুগা |
প্রকাশক | কোদানশা |
ইংরেজি প্রকাশক | |
সাময়িকী | উইকলি শোনেন ম্যাগাজিন |
জনতাত্ত্বিক | শোনেন |
মূল প্রকাশ | ২৩শে এপ্রিল, ২০১৪ – ১০ই জুন, ২০২০ |
খণ্ড | ২৮ |
অ্যানিমে টেলিভিশন ধারাবাহিক | |
পরিচালক | শোতা ইহাতা |
প্রয়োজক | ডিওমেডিয়া |
লেখক | তাতসুয়া তাকাহাশি |
সুরকার | মাসাতো কোদা |
স্টুডিও | ডিওমেডিয়া |
লাইসেন্সকারী | সেন্টাই ফিল্মওয়ার্কস |
মূল নেটওয়ার্ক | এমবিএস, টিবিএস, বিএস-টিবিএস, এটি-এক্স, এটিভি |
মূল প্রকাশ | ১২ই জানুয়ারি, ২০১৯ – ৩০শে, ২০১৯ |
পর্ব | ১২ |
ডোমেস্টিক গার্লফ্রেন্ড (জাপানি: ドメスティックな彼女 হেপবার্ন: ডমেসুটিক্কু না কানোজো) হলো কেই সাসুগার লিখিত ও চিত্রিত একটি জাপানিজ মাঙ্গা। ২০১৪ সালের এপ্রিল থেকে ২০২০ সালের জুন মাস পর্যন্ত কো দানশার উইকলি শোনেন ম্যাগাজিনে এটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং পরবর্তীকালে এর আঠাশটি "তানকোবোন" খন্ড সংকলিত হয়েছিল। কোদানশা ইউএসএ কর্তৃক সিরিজটি কোদানশা কমিক্সে ইংরেজি ভাষায় ছাপানো হয়।।
ডিওমেডিয়া এর একটি অ্যানিমে টেলিভিশন সিরিজ প্রযোজিত করে, যা ২০১৯ সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এমবিএস-এর অ্যানিমিসম ব্লকে সম্প্রচারিত হয়।।
নাতসুও ফুজি নিজের শিক্ষিকা, হিনার সঙ্গে আশাহত ভাবে প্রেমে পড়ে, কিন্তু এই অনুভূতিগুলো থেকে মুখ সরাতে সে তার বন্ধুদের সাথে এক পার্টিতে যেতে রাজি হয়। সেখানে এক অদ্ভুত মেয়ে, রুই তাচিবানার সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং দুজনে পার্টি থেকে লুকিয়ে পালায়। সে নাতসুওকে তার বাড়িতে ডেকে নিয়ে আসে ও তাকে যৌনসহবাসের আহ্বান জানায়। নিজের ভালোবাসা কখনো কোনো ফলপ্রদান করবে না, এইভেবে হতাশ হয়ে নাতসুও তার সতীত্বকে বিদায় জানায়। পরদিন, নাতসুওর বাবা নাতসুওকে বলে যে সে পুনরায় বিয়ে করতে চায় আর তার প্রত্যাশিত সঙ্গী এইদিন বিকেলে তাদের বাড়িতে আসতে চলেছে। যখন দরজা খোলা হয়, তখন দেখা যায় যে রুই আসলে হিনার বোন ও তারা দুজনে সুকিকো তাচিবানার দুই মেয়ে, যাকে নাতসুওর বাবা বিয়ে করতে চলেছে।।
"ডোমেস্টিক গার্লফ্রেন্ড" কাহিনীটিতে, নিজের প্রথম ভালোবাসা আর নিজের প্রথম যৌনসঙ্গীর প্রতি নাতসুওর যেভাবে বিবাদপূর্ন অনুভূতিগুলির সূচনা ঘটেছিল, তা ফুটে ওঠে; এই গল্পে সৎ ভাই-বোনদের মধ্যে এক বিতর্কমূলক পরস্পরবিরোধী আবেগপ্রবণতার সৃষ্টি হয়। যৌবন, পরিবার, বন্ধুত্ব, শিক্ষা, বিকাশ এবং পেশার উপর গুরুত্ব প্রদান করে একটি শিক্ষার্থীর সঙ্গে একজন শিক্ষকের সম্পর্কও কাহিনী-অবল্বনে দৃষ্টান্তমূলক ভাবে তুলে ধরা হয়েছে।।
২০১৪ সালের ২৩শে এপ্রিল, কেই সাসুগার চিত্রিত ও লিখিত এই মাঙ্গা সংকলনটি কোদানশা সংযুক্ত "উইকলি শোনেন ম্যাগাজিনের" #২১-২২ সংস্করণটিতে প্রথম প্রকাশিত হওয়া শুরু করে এবং ২০২০ সালের ১০ই জুনে ছাপানো ২৮নং সংস্করণে এসে সমাপ্ত হয়।[৪][৫][৬] অধ্যায়গুলি কোদানশা কর্তৃক ২৮টি "তানকোবোন" খণ্ডে ২০১৪ সালের ১৭ই জুলাই থেকে ২০২০ সালের ১৭ই আগস্ট পর্যন্ত প্রকাশিত করা হয়।[৭][৮]
কোদানশা ইউএসএ ডিজিটাল ডাউনলোড এর মাধ্যমে মাঙ্গাটির ইংরেজি অনুবাদ প্রকাশ করে।।[৯]
২০১৬ সালের মে মাসে একটি ওয়েব ভিডিও ইউ টিউবে ছাড়া হয় যার বিষয়াদি কাকতালীয়ভাবে এই মাঙ্গা প্রকাশনার নবম খণ্ডের সাথে মিলে যায়। একটি "ডেমো টাইপ লাভ সিমুলেশন ড্রামা" হিসেবে ভিডিওটি তার দর্শকদের নিজের ইচ্ছা অনুযায়ী কাহিনী নির্বাচন করতে দেয়। ভিডিওটির মূল চরিত্রে থাকে অ্যানা কোন্নো (হিনা) এবং হানামি নাতসুমে (রুই)।[১০][১১]
প্রণীত অ্যানিমে টেলিভিশন সিরিজটি ২০১৮ সালের ১২ই জুলাই ঘোষণা করা হয়েছিল[১২] যার পরিচালক ছিলেন শোতা ইহাতা, লেখক ছিলেন তাতসুয়া তাকাহাশি এবং চরিত্র পরিকল্পনায় কাজ করেছিলেন নাওমি ইদে। ডিওমেডিয়া স্টুডিও থেকে প্রস্তুত অ্যানিমেটি ২০১৯ সালের ১২ই জানুয়ারি থেকে ৩০শে মার্চ পর্যন্ত [ক] অ্যানিমিশম প্রোগ্রামিং ব্লকের এমবিএস, টিবিএস এবং বিএস-টিবিএস -এ সম্প্রচারিত হয়।[১৫][১৬] সিরিজের ওপেনিং থিমটি হলো মিনামির গাওয়া "কাওয়াকি ও আমেকু" (カワキヲアメク) এবং এন্ডিং থিমটি হলো অ্যালিসা তাকিগাওয়ার "ওয়াগামামা" (わがまま)।[২] অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে এটি অ্যানিমেল্যাব এর মাধ্যমে যুগপৎভাবে সম্প্রচারিত হয়েছিল।[১৭] উত্তর আমেরিকা, ব্রিটিশ দ্বীপপুঞ্জ, অস্ট্রেল্যাশিয়া, দক্ষিণ আফ্রিকা প্রভৃতি স্থানে সেন্টাই ফিল্মওয়ার্কস সিরিজ পরিবেশনের দায়িত্ব গ্রহণ করেছিল ও তার সাথেই বিশেষ কিছু নির্বাচিত প্ল্যাটফর্মে যুগপৎভাবে সম্প্রচারণও করেছিল। [১৮] হাইডাইভ এরপর ঘোষণা করে যে তারা এই অ্যানিমে সিরিজের ইংরেজি ডাব তৈরি করতে সচেষ্ট হবে।[১৯] সেন্টাই ফিল্মওয়ার্কসের দ্বারা যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে এমভিএম এন্টারটেইনমেন্ট সিরিজটিকে প্রতিষ্ঠা করে।[২০]
No. | শিরোনাম[খ] মূল জাপানীজ শিরোনাম[২১] |
Original air date | |
---|---|---|---|
১ | "তুমি কি আমার সাথে থাকবে?" Transcription: "কোকো দে আতাশি তো, শিতে কুন্নায়?" (জাপানি: ここであたしと、してくんない?) | ১২ জানুয়ারি ২০১৯[গ] | |
হাই স্কুলের নাতসুও তার শিক্ষিকা হিনার ভালোবাসায় জড়িয়ে পড়েছে, তবে সে এই অনুভুতিগুলির থেকে ফিরে তাকানোর জন্যে বন্ধুদের সাথে এক গ্রুপ ডেটে যোগ দেয়, যেখানে রুই নামে এক নির্বাক মেয়ের সাথে তার দেখা হয়। এরপর দুজনে মিলে একসাথে লুকিয়ে চুরিয়ে সেখান থেকে পালিয়ে রুই এর বাড়িতে আসে। সেখানে রুই তাকে যৌন সহবাসের আহ্বান জানায় যদিও তার প্রতি রুই এর কোনো প্রেমের অনুভূতি ছিল না। কিছুপরে দেখা যায় নাতসুওর বাবা পুনরায় যাকে বিবাহ করতে চলেছে, তার দুই মেয়ে হলো হিনা ও রুই। বিয়ে সম্পন্ন হওয়ার পর প্রত্যেকে এক নতুন বাড়িতে একসাথে থাকা শুরু করে। সবার ঘুমোতে যাওয়ার সময় নাতসুও ঘুমন্ত হিনাকে চুম্বনের চেষ্টা করলে রুই সেখানে এসে পড়ে।। | |||
২ | "তুমি কি এটা সত্যিই করেছিলে?" Transcription: "মোশি কা শিতে, শিচাত্তা" (জাপানি: もしかして、しちゃった?) | ১৯ জানুয়ারি ২০১৯ | |
নাতসুও হিনাকে চুম্বনের চেষ্টা করলে রুই ঘুমন্ত হিনাকে তার ঘরে টেনে নিয়ে আসে। পরদিন দেখা যায় রুই নাতসুওর স্কুলে ভর্তি হয়েছে এবং দুজনে ঠিক করে যে তারা স্কুলে একে অপরের সাথে কথা বলবে না। এদিকে নাতসুও দেখে ছাদে হিনা কাঁদছে। লাঞ্চের সময় নাতসুও রুই এর সাথে এক তর্ক বিতর্কের সৃষ্টি করে যার ফলে ক্লাসের মধ্যে রুই এর ব্যক্তিত্বের প্রকাশ ঘটে এবং তা দেখে অনেকেই রুই এর বন্ধু হয়ে যায়। বাড়িতে নাতসুও অনিচ্ছুক হিনাকে তার বয়ফ্রেন্ডের বিষয়ে প্রশ্ন করে, কিন্তু তারা দুজনেই বাধাপ্রাপ্ত হয়।। | |||
৩ | "তাহলে, এসব সত্যি?" Transcription: "ইয়াপ্পারি, হোনতো নান দেসু কা?" (জাপানি: やっぱり、ホントなんですか?) | ২৬ জানুয়ারি ২০১৯ | |
হিনার বয়ফ্রেন্ডের সম্বন্ধে জেনে নাতসুও বেশ হতাশ হয়ে পড়লে বেস্ট ফ্রেন্ড ফুমিয়া তাকে সান্ত্বনা দিতে থাকে। নাতসুও হিনাকে বলে যে তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নেওয়া উচিত, কিন্তু ঘটনাচক্রে শেষপর্যন্ত সে হিনাকে চুম্বন করে বসে। হিনা তার গালে একটা থাপ্পর মারে ও তৎক্ষণাৎ তাকে পুনরায় আবার চুম্বনও করে। নাতসুও চমকে উঠলে হিনা বলে যে সে এখনো ছোটো রয়েছে, তাই সে যেন আর তার ব্যাপারে নাক গলাতে না আসে। পরদিন, নাতসুও অভিমান করে বাড়ি ছেড়ে চলে যায়, ফলে বাড়ির সবাই বেশ শোকাগ্রস্ত হয়ে পড়ে। রুই ফুমিয়ার বাড়িতে নাতসুওকে খুঁজে পায়। সেখানে তারা একসাথে মিলে আলোচনা করে কীভাবে হিনার সাথে তার বয়ফ্রেন্ডের সম্পর্ক বিচ্ছেদ ঘটানো যায়। এরপর দুজনে বাড়ি ফিরে আসে।। | |||
৪ | "আর তোমার কি খবর?" Transcription: "দোনানো, কিমি ওয়া?" (জাপানি: どうなの、君は?) | ২ ফেব্রুয়ারি ২০১৯ | |
নাতসুও আর রুই হিনাকে অনুসরণ করা শুরু করে কিন্তু হিনার বয়ফ্রেন্ডকে কিছুতেই খুঁজে পায় না। রুই বাড়িতে এসে হিনার ফোনটা নিয়ে তার বয়ফ্রেন্ডকে কল করে ব্রেকআপ করার চেষ্টা করলেও ভয়ে কিছু বলতেই পারে না। পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে ফুমিয়া যে রেস্টুরেন্টে কাজ করে সেখানে রুই আর নাতসুও আসে, কিন্তু কাকতালীয়ভাবে তখনই সেখানে হিনা আর তার বয়ফ্রেন্ড শু প্রবেশ করে। এরপর নাতসুও শুর সাথে ঝগড়া করতে থাকে এবং একসময় রুই অধৈর্য হয়ে শুর মুখে জল ছুঁড়ে মারে ও সেখান থেকে তৎখনাৎ প্রস্থান করে। নাতসুও-ও তার পেছন পেছন চলে আসে ও সব দেখে হিনা শুকে বলে যে তাদের এখন কিছুদিন একে অপরের থেকে দূরে থাকা উচিৎ। পরদিন নাতসুও তার মায়ের কবর জিয়ারত করতে আসার সময় রুই আর হিনা তাকে অনুসরণ করে এবং তখন হিনা নাতসুওকে বলে যে সে শু এর সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছে। এরপর তিনজনে একসাথে প্রার্থনা করতে বসে এবং নাতসুওর প্রয়াত মায়ের নতুন সৎ বোন হিসেবে হিনা আর রুই পরিচয় দেয়।। | |||
৫ | "আমি কি তোমাকে পছন্দ করতে পারি?" Transcription: "সুকি নি নাত্তে মো লি?" (জাপানি: 好きになってもいい?) | ৯ ফেব্রুয়ারি ২০১৯ | |
মোমো নামে একজন মেয়েকে রুই বন্ধু বানায় যে প্রায়শই বহু ছেলেদের সাথে প্রেমের ভান করে। একটি সাইকেল দুর্ঘটনা থেকে তাকে বাঁচালে মোমো নাতসুওর সাথেও প্রেমের ভণিতা শুরু করে। বাড়িতে অসুস্থ রুইয়ের খেয়াল রাখতে গেলে নাতসুও জানতে পারে মোমোর আসল অনুভূতির বিষয়ে। পরদিন, মোমো নাতসুওকে গালে চুম্বন করে ও সেই দিনই নাতসুওকে আবার তার বাড়িতে ডেকে নিয়ে এসে শারীরিক আবেদন জানায়। নাতসুও তার কব্জিতে আঁচড়ের দাগ দ্যাখে এবং তার জন্যে ইয়াকি নুডল বানিয়ে বলে, সে সর্বদা মোমোর একাকীত্বে পাশে থাকতে চেষ্টা করবে। মোমো কাঁদতে থাকে কারন আগে কেউই তাকে এভাবে যত্ন করেনি। সে জিজ্ঞেস করে যে তারা একে অপরকে ডেট করছে কিনা, এর উত্তরে নাতসুও জানায় যে যেহেতু তাদের সম্পর্ক শুধুমাত্র পরস্পরের জন্যে আবেগনির্ভর, তাই তাদের প্রেম করা উচিত নয়।। | |||
৬ | "এখনই আর এখানেই ওকে কিস্ করো!" Transcription: "ইমা কোকো দে কিসু শিতে মিনাসাই" (জাপানি: 今ここでキスしてみなさい) | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ | |
অংশগ্রহণের জন্যে সংঘ খুঁজতে গিয়ে নাতসুও আর রুই সাহিত্য সংঘের মধ্যে প্রবেশ করে। সেখান থেকে কাউকে না জানিয়ে নাতসুও তার প্রিয় লেখক ইউ হাসুকাওয়ার একটা বই নিয়ে আসে। সেই দিনই বই ফেরত দিতে গেলে শিক্ষক রেইজি কিরিয়া তাকে পাকড়াও করে ধমকি দিয়ে সাহিত্য সংঘে যোগদান করায়। যখন কিরিয়া বোঝে সংঘের একমাত্র সদস্য মিউ আশিহারা নাতসুওর মতোই রোম্যান্স উপন্যাস পড়তে পছন্দ করে, সে তাদের জন্যে একটি কিসে্র ব্যবস্থা করে দেয়। তবে আশিহারার চোখে জল দেখলে নাতসুও আর তাকে চুম্বন করতে যায় না। পরদিন নোটস বদলা-বদলির মাধ্যমে আশিহারা আর নাতসুও বন্ধুত্ব জমায়। রুই আর মোমোও পরে এই সংঘে যোগদান করে। সপ্তাহের শেষে হিনা নাতসুওকে একসাথে বেড়াতে যাওয়ার প্রস্তাব দেয়।। | |||
৭ | "ডেটিং করার মানে কি, তা তুমি জানো?" Transcription: "স্কিয়াউত্তে, কো ইউ কোতো দা ইয়ো" (জাপানি: 付き合うって、こういうことだよ) | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ | |
রেস্টুরেন্টে লোকে ভ্রমণরত নাতসুও আর হিনাকে একসঙ্গে প্রেমিক-প্রেমিকা মনে করে। সমুদ্র সৈকতে শু এর সাথে হিনার পুরনো সম্পর্ক নিয়ে নাতসুও প্রশ্ন করে; ফলে হিনার অতীতের হাই স্কুল জীবনের ফ্ল্যাশব্যাক ফুটে ওঠে। নাতসুও তাকে জানায় যে তার লেখা উপন্যাস সম্পূর্ণ হয়ে গেছে ও হিনার প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে। কিন্তু নাতসুওকে উচিত উত্তর দিতে হিনা তাকে সমুদ্রের গভীরে নিয়ে যেতে থাকে এই দেখানোর জন্যে যে তাদের অবৈধ প্রেম শুধুমাত্র আত্মহত্যারই সমতুল্য। তারা দুজনে বাড়ি ফিরে আসে ও হিনা নাতসুওর লেখা উপন্যাসটি পড়ে। এইদিন রাত্রে নাতসুও হিনার ঘরে উকি মারে এবং দেখতে পায় যে হিনা শু এর নাম উচ্চারণ করতে করতে হস্তমৈথূনে আবদ্ধ হয়েছে। এই দৃশ্য দেখে নাতসুওর হাত থেকে বই পড়ে গেলে হিনা চমকে যায়, তবে তার চোখ এড়িয়ে নাতসুও চটজলদি সিড়ির আড়ালে লুকিয়ে পড়তে সফল হয়। পরদিন হিনার হাত দেখলে নাতসুও লজ্জায় লাল হয়ে যায়।। | |||
৮ | "তাহলে আমি আর বড়ো হতে চাই না" Transcription: "ওতোনা জানাকুতে ইদেসু" (জাপানি: 大人じゃなくていいです) | ২ মার্চ ২০১৯ | |
নাতসুও আর তার সহপাঠী অ্যালেক্স একসঙ্গে রুই এর আন্ডারওয়্যার চোরকে পাকড়াও করে। এরপর অ্যালেক্স রুই এর প্রতি আকর্ষিত হয় এবং নাতসুও রুই এর সাথে তার পরিচয় করানোর চেষ্টা করে, যদিও রুই অ্যালেক্সকে অপছন্দ করে। এই ব্যাপারে ক্ষমা চাইতে নাতসুও রুই এর জন্যে রান্না করে, তবে রুই চুম্বনের মাধ্যমে ক্ষমা স্বীকার করতে ইচ্ছুক হয়। হিনা তা দেখে ফেললে সে বেশ হতাশ হয়ে পড়ে। রাত্রে রুইও হিনাকে তার প্রকৃত অনুভূতির সম্বন্ধে জানায় এবং তখন হিনা বাড়ি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। এক সন্ধ্যায় মন্দিরের উদ্দেশ্যে পুরো পরিবার রওনা দিলে নাতসুও হিনার সাথে কথা বলার চেষ্টা করে; প্রথমে তাকে উপেক্ষা করলেও পরে হিনা তার নিজের অনুভূতির কথা স্বীকার করে এবং বলে এই মুহূর্তে তার পক্ষে ওই বাড়িতে থাকা অসম্ভব হয়ে উঠতে পারে। সন্দেহের নিষ্পত্তি হওয়ার পর বাড়ি ফেরার সময় দুজনে হাত ধরে আসে।। | |||
৯ | "দয়া করে এটা বলো না" Transcription: "সোন্নো কোতো, ইওয়ানাইদা" (জাপানি: そんなこと、言わないで?) | ৯ মার্চ ২০১৯ | |
রুই একটি বইয়ের দোকানে শু-কে দেখতে পায় ও শু তাকে একটা ট্রিট দিয়ে ক্ষমা চায় পূর্ববর্তী সমস্যা জন্যে। সে বলে যে পুরনো স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে গেছে, কিন্তু তাও হিনার সঙ্গে পুনরায় দেখা করাটা তার পক্ষে একান্তই স্বার্থপর ইচ্ছা হয়ে উঠতে পারে। হিনা বাড়ি ছেড়ে নতুন অ্যাপার্টমেন্টে ওঠে, তবে নাতসুওর জন্যে তার নতুন ঘরের চাবি রেখে যায়। পরে রুই দেখে নাতসুও হিনার ফেলে আসা ফাকা ঘরের দিকে চেয়ে আছে ও তাই তাকে জড়িয়ে ধরে। নাতসুও হিনার নতুন অ্যাপার্টমেন্টে প্রবেশ করে ও হিনাকে জানায় যে সে তার জন্যে মরতেও প্রস্তুত। দুজনে একে অপরকে চুম্বন করে, কিন্তু যখন নাতসুও একটু বাড়াবাড়ির চেষ্টা করে, তখন হিনা তাকে থামায় ও বলে তাদের বেশি তাড়াহুড়ো করা উচিত নয়। পরদিন স্কুলে হিনা তার ভালোবাসা নাতসুওর কাছে প্রকাশ করে এবং দুজনে চুম্বনে লিপ্ত হয়ে যায়।। | |||
১০ | "মিথ্যুক..." Transcription: "উসোতসুকি..." (জাপানি: うそつき......っ) | ১৬ মার্চ ২০১৯ | |
নাতসুও প্রতিদিন হিনার অ্যাপার্টমেন্টে প্রবেশ করতে থাকে ও প্রতিনিয়ত তাদের সম্পর্ক আরো মধুর হয়ে উঠতে শুরু করে। ইতিমধ্যে সাহিত্য সংঘের সদস্যরা ঘটনাচক্রে জানতে পারে যে তাদের শিক্ষক কিরিয়া আসলে একজন খ্যাতিমান লেখক ইউ হাসুকাওয়া। নাতসুও দুর্ঘটনায় জড়িয়ে নিজের পা ভেঙ্গে ফেলে ও রুই এরপর থেকে তার সবসময় দেখভাল করতে শুরু করে, তবুও নাতসুও তার কাছ থেকে হিনার সাথে গোপনে সাক্ষাৎ করার বিষয়টা গোপন রেখে যায়। মিথ্যার জাল ছাড়িয়ে রুই নাতসুওর লেখা উপন্যাস পড়ে এবং উপলদ্ধি করে যে সে হিনার প্রেমে পাগল হয়ে আছে। রুই দুজনকে একসাথে অ্যাপার্টমেন্টে খুঁজে পায় ও সঙ্গে সঙ্গে সেখান থেকে চোখের জলে পালিয়ে যায়। অবশেষে নাতসুও তাকে সব সত্যি বলবে বলে ঠিক করে।। | |||
১১ | "তুমি কি ঠিক বলছো?" Transcription: "হোনতো নি ইনো?" (জাপানি: ホントにいいの?) | ২৩ মার্চ ২০১৯ | |
নাতসুও রুইকে তার আর হিনার মধ্যে গড়ে ওঠা সম্পর্কের বিষয়ে সবকিছু জানায়, যা শুনে রুই সিদ্ধান্ত নেয় যে সে বাড়ির বাইরে তাদের এড়িয়ে চলবে। রুই এবার হিনারও সম্মুখীন হলে সে অনুতাপের সঙ্গে এই সম্পর্ক ভেঙ্গে নেবে বলে ঠিক করে; কিন্তু রুই তার অনুভূতি বুঝতে পারে ও দুই বোনের মধ্যে অশান্তির অবসান ঘটে। সেকেন্ড ইয়ারের ছাত্র ছাত্রীরা ওকিনাওয়ায় ছুটি কাটাতে বেরিয়ে পরে, যেখানে নাতসুও হিনার জন্যে একটি আংটি কেনে। এরপর সে হোটেলে হিনার ঘরে প্রবেশ করে এবং তার আঙ্গুলে এই আংটি পরিয়ে দেয়। বাইরের আতশবাজি দেখতে দেখতে নাতসুও হিনাকে ভবিষ্যতে বিয়ে করার প্রস্তাব দেয়। সে প্রথমবার হিনাকে নাম ধরে ডাকে। তারা দুজনে সেক্স করে ও পরে তাদের অনুভূতি নিয়ে আলোচনা করতে থাকে। ভ্রমণ থেকে ফিরে এসে স্কুলে হিনার ডাক পড়ে ও প্রিন্সিপালের কাছে এসে একটা ছবি পাওয়া যায়, যেখানে হোটেলের জানালা দিয়ে হিনা আর নাতসুওর চুম্বন করার দৃশ্য ফুটে উঠেছে।। | |||
১২ | "ক্ষমা করো। আমি তোমাকে ভালোবাসি" Transcription: "গোমেন নে। আইশিতেরু" (জাপানি: ごめんね。愛してる) | ৩০ মার্চ ২০১৯ | |
এই ছবির বিষয়ে প্রিন্সিপালের সঙ্গে হিনার কথা হওয়ার পর হিনা ঘোষণা করে যে সে খুব দ্রুত দূরের একটা স্কুলে ট্রান্সফার হতে চলেছে। নাতসুও আর হিনা তার সঙ্গে কোনরকম যোগাযোগই করতে পারে না, কিন্তু তারা হিনার অ্যাপার্টমেন্টে নাতসুওকে লেখা এক চিঠি খুঁজে পায়, যেখানে লেখা থাকে স্কুলের মুখ বন্ধ রাখতে ও নাতসুওর জীবনে কোনো বাঁধা না আসতে দিতে হিনা বিদ্যালয় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এরপর নাতসুও কঠিন বিষণ্ণতার শিকার হয় কিন্তু একদিন সাহিত্য সংঘের অনুপ্রেরণায় সে নিজের সকল অনুভূতি, কলমের কালিতে উপন্যাস তৈরিতে লিপিবদ্ধ করে ফেলে। নতুন বছরের দিনে কিরিয়ার সাথে এসে নাতসুও উপলদ্ধি করতে পারে যে সে তার লেখা উপন্যাসের জন্যে এক আস্ত প্রতিযোগিতা জিতে ফেলেছে। নাতসুও বাড়ি ফিরে এলে রুইকে হিনা মনে করে জড়িয়ে ধরে, ফলে রুই নিজের ঘরে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে। নাতসুও তখন হিনার সাথে সেক্স করার বিষয়টা তার কাছে স্বীকার করে এবং রুই বলে যে সে নিজেকে আর অনুভূতির সাথে আটকে রাখতে পারবে না। ঠিক তখন অন্যকোথাও দুইজন স্কুলের মেয়ে হিনার ছোট চুলের সম্বন্ধে কথা বলছিল ও হিনা শুধুমাত্র দূর থেকে মুখে একটা হাসির রেখা টেনে দেয়, ঠিক যেমন নাতসুওর দ্বিতীয় উপন্যাসের নাম "আবার দেখা হবে" উজ্জ্বল হতে থাকে।। |
অ্যানিমে বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |