ডোয়ার্কিন

ডোয়ার্কিন বা ডোয়ার্কিন অ্যান্ড সন ভারতের কলকাতাভিত্তিক এক ব্যবসায়িক প্রতিষ্ঠান। এটি পাশ্চাত্য ও ভারতীয় বাদ্যযন্ত্র বিক্রি করত এবং হ্যান্ড-হেল্ড হারমোনিয়াম উন্নয়নে মনোযোগ দিয়েছিল।

১৯৭৫ সালে দ্বারকানাথ ঘোষ কলকাতার লোয়ার চিৎপুর রোডে (বর্তমান রবীন্দ্র সরণিতে) ডি. ঘোষ অ্যান্ড সন্স নামে এটির প্রতিষ্ঠা করেছিলেন। এটি মূলত পিয়ানো টিউনিং ও বাদ্যযন্ত্র মেরামতের কাজ করত। পরবর্তীকালে এর নাম "ডোয়ার্কিন" রাখা হয়েছিল। প্রতিষ্ঠতার নাম ও লন্ডনের বাদ্যযন্ত্র প্রস্তুতকারক টমাস ডকিন্সের নাম মিলিয়ে লেখক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এই নামটি রেখেছিলেন। কোম্পানিটি আগে ঐ টমাস ডকিন্সের কাছ থেকে বাদ্যযন্ত্র আমদানি করেছিল।[][][] ১৯৬০-এর দশকে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর তাঁর শখের থিয়েটারে ঐ আমদানি করা বাদ্যযন্ত্র ব্যবহার করেছিলেন, কিন্তু ওটা ছিল সম্ভবত প্যাডেল করা বাদ্যযন্ত্র, যা কষ্টকর কিংবা ক্যাবিনেট অর্গানের ভিন্নরূপ। প্রথমদিকে এটি হতভম্বের জন্ম দিয়েছিল কিন্তু জনগণ শীঘ্রই এটি বাজাতে লাগল[] এবং দ্বারকানাথ ঘোষ এটিকে মার্জিত করার উদ্যোগ নিয়েছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Shamik Bag (১৩ আগস্ট ২০১২)। "1875 Dwarkin & Son"। Livemint। সংগ্রহের তারিখ ২০১৩-০৭-১৩ 
  2. Michael S. Kinnear (১ জানুয়ারি ১৯৯৪)। The Gramaphone Company's First Indian Recordings, 1899-1908। Popular Prakashan। পৃষ্ঠা 36–। আইএসবিএন 978-81-7154-728-9। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৩ 
  3. "The Invention of Hand Harmonium"। Dwarkin & Sons (P) Ltd.। ২০০৭-০৪-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৪-২৪ 
  4. মোবারক হোসেন খান (২০১২)। "হারমোনিয়াম"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 

বহিঃসংযোগ

[সম্পাদনা]