ড্যানিকা প্যাট্রিক (ইংরেজি ভাষায়: Danica Sue Patrick) (জন্ম: ২৫শে মার্চ, ১৯৮২) একজন মার্কিন অটো রেসিং এর চালক। তিনি ইন্ডিকার সিরিজে নিয়মিত অংশগ্রহণ করেন। তার জন্ম উইসকনসিনের বেলয়েটে হলেও বেড়ে উঠেছেন ইলিনয় এর রস্কোতে। ২০০৮ সালে ইন্ডি জাপান ৩০০ তে তিনি বিজয়ী হয়েছেন। তিনিই সর্বপ্রথম নারী যিনি এই রেস জিতলেন।