ড্যানিয়েল ম্যাক্ফ্যাডেন | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | যুক্তরাষ্ট্র |
মাতৃশিক্ষায়তন | ইউনিভার্সিটি অব মিনেসোটা |
পরিচিতির কারণ | বিচ্ছিন্ন পছন্দের বিশ্লেষণ |
পুরস্কার | জন বেটস্ ক্লার্ক পদক (১৯৭৫) ফ্রিশ্চ পদক (১৯৮৬) অর্তনীতিতে এরউইন প্লিন নেমার্স পুরস্কার (২০০০) অর্থনীতিতে নোবেল পুরস্কার (২০০০) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | অর্থপরিমাপন বিদ্যা |
প্রতিষ্ঠানসমূহ | ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে, ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া |
ডক্টরাল উপদেষ্টা | লিওনিদ হারউইচ |
ডক্টরেট শিক্ষার্থী | ওয়াল্টার এরউইন ডিইউর্ট |
ড্যানিয়েল লিটল ম্যাক্ফ্যাডেন (জন্ম: ২৯ জুলাই ১৯৩৭) একজন মার্কিন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ। তিনি সাউথার্ন ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতির প্রেসিডেন্সিয়াল অধ্যাপক এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্কুলের অধ্যাপক।
তিনি বিচ্ছিন্ন পছন্দের বিশ্লেষণে তত্ত্ব প্রদান ও পদ্ধতি উন্নয়নের জন্য জেমস হেক্ম্যানের সাথে ২০০০ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেছেন।[১]