ড্রাগনভ

ড্রাগনভ

প্রকার স্নাইপার রাইফেল
উদ্ভাবনকারী  সোভিয়েত ইউনিয়ন
ব্যবহার ইতিহাস
ব্যবহারকাল ১৯৬৩ হতে বর্তমান
ব্যবহারকারী দেখুন ব্যবহারকারী
যুদ্ধে ব্যবহার ভিয়েতনাম যুদ্ধ, আফগানিস্তানে সোভিয়েত যুদ্ধ, ইরাক যুদ্ধ
উৎপাদন ইতিহাস
নকশাকারী ইভজেনি এফ. ড্রাগনভ
নকশাকাল ১৯৫৮-১৯৬৩
উৎপাদনকারী জেভস্ক মেকানিক্যাল ওয়ার্কস, নোরিনকো
উৎপাদনকাল ১৯৬৪ হতে বর্তমান
সংস্করণসমূহ দেখুন সংস্করণসমূহ
তথ্যাবলি
ওজন ৪.৩ কেজি (স্কোপ ও আনলোডেড ম্যাগাজিনসহ)
৪.৬৮ কেজি (এসভিডিএস)
৪.৪ কেজি (এসভিইউ)
৫.০২ কেজি (এসডব্লিউডি-এম‌)
দৈর্ঘ্য ১২২৫ মিমি (এসভিডি)
১১৩৫ মিমি (স্টক খোলা)
৮১৫ মিমি (এসভিডিএস, স্টক ফোল্ড করা)
৯০০ মিমি (এসভিইউ)
১১২৫ মিমি (এসডব্লিউডি-এম)
ব্যারেলের দৈর্ঘ্য ৬২০ মিমি (এসভিডি, এসভিডিএস, এসডব্লিউডি-এম)
৬০০ মিমি (এসভিইউ)

কার্টিজ ৭.৬২x৫৪মিমি
কার্যপদ্ধতি/অ্যাকশন গ্যাসচালিত, রোটেটিং বোল্ট
নিক্ষেপণ বেগ ৮৩০ মিটার/সেকেন্ড(মি./সে.) (এসভিডি,এসভিডিএস, এসডব্লিউডি-এম)
৮০০মিটার/সেকেন্ড(মি./সে.) (এসভিইউ)
কার্যকর পাল্লা ৮০০ মিটার পর্যন্ত
সর্বোচ্চ পাল্লা ১৩০০ মিটার স্কোপসহ
১২০০ মিটার আয়রন সাইট
ফিডিং ১০ রাউন্ড বক্স
সাইট আয়রন সাইট নচ-সহ, পিএসও-১ টেলিস্কোপিক সাইট

এস ভি ডি (রাশিয়ান: Снайперская винтовка Драгунова, ইংরেজি: Snayperskaya Vintovka Dragunova, বাংলা: স্নেয়পারসকায়া ভিনটভকা ড্রাগনভা), ড্রাগনভ স্নাইপার রাইফেল সোভিয়েত ইউনিয়নে তৈরি ৭.৬২ এমএম স্নাইপার রাইফেল।

ইতিহাস, উন্নয়ন কর্মকাণ্ড

[সম্পাদনা]

ইভজেনি ড্রাগনভের ডিজাইনকৃত এই রাইফেল পুঙ্খানুরূপে বিভিন্ন কর্মপরিবেশে পরীক্ষার পর ১৯৬৩ সালে সোভিয়েত সেনা বাহিনীতে গৃহীত হয়। ১৯৬৪ সাল হতে ইজমাশ-এ এর উৎপাদন শুরু হয়। এসভিডি এরপর হতে অত্যাবশ্যকীয় স্কোয়াড সাপোর্ট অস্ত্র হিসাবে ওয়ারশো প্যাক্ট-সহ বিভিন্ন দেশে ব্যবহৃত হয়ে আসছে। চীন(টাইপ-৭৯,টাইপ-৮৫), ইরান এবং ইরাকে(আল কাদিশিয়াহ) এর অনুমোদিত উৎপাদন হয়। এসভিডি ড্রাগনভ শর্ট-স্ট্রোক গ্যাস পিস্টনবিশিষ্ট সেমি-অটোমেটিক গ্যাসচালিত রাইফেল। রাইফেলটিতে দুই পিস্টনের গ্যাস রেগুলেটর রয়েছে। চেকার প্যাটার্ণে ডাবল স্ট্যাকবিশিষ্ট কার্টিজের ধারণক্ষমতা ১০ রাউন্ড। নিখুঁত লক্ষভেদের জন্য বিশেষ কার্টিজ ব্যবহার করা হয়। ভি. এম. সেবেলনিকভ, পি. পি. সাজনভ, ভি. এম. ভরিয়ানিনভ কর্তৃক উদ্ভাবিত 7N1 রাউন্ডে রয়েছে বায়ু পকেটসহ বাইরের স্টিলের আবরণ, দস্তার শীর্ষভাগ ও ইস্পাতের অর্ন্তভাগ। পরে ১৯৯৯ সালে এটি 7N14 দ্বারা পরিবর্তণ করা হয়। ১৫১ গ্রেণের ৮৩০ মিটার/সেকেন্ড গতিসম্পন্ন এই রাউন্ডে দস্তার অর্ন্তভাগ রয়েছে। রাইফেলটিতে ট্রেসার বা বর্মবিদ্ধংসী আগ্নেয় রাউন্ড ব্যবহার করা যেতে পারে। এসভিডি’র ব্যারেলের মাথায় ফ্লাশ সাপ্রেসর রয়েছে। ব্যারেলের বোর মরিচা প্রতিরোধের জন্য[] ক্রোমিয়াম আচ্ছাদিত। এর টুইস্ট রেট ৩২০মিলিমিটার। ব্যারেলের সম্পূর্ণ দৈর্ঘ্য রাইফেল্ড নয়। টুইস্ট রেট পরে ২৪০ মিলিমিটারে কমানো হয়, এতে বুলেটের লক্ষভেদের ক্ষমতা ও গতি কমলেও ট্রেসার বা বর্মবিদ্ধংসী আগ্নেয় রাউন্ড ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়। এই ধরনের বুলেটের ভারসাম্য রক্ষাতে কম টুইস্ট রেট দরকার।[]

সংস্করণসমূহ

[সম্পাদনা]

ব্যবহারকারী

[সম্পাদনা]
পিএও-১ এর র্যা4টিকল। এটি একটি রোমানিয়ান সাইট, এর র্যাtটিকল তেজস্ক্রিয় ট্রিটিয়াম দ্বারা আলোকিত।নিচে বামে রেঞ্জ ফাইন্ডার, মাঝে বুলেট ড্রপের জন্য শেভরন এবং ডানে বামে উইন্ডেজের জন্য স্টেডিয়া মার্ক

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ক্রোমিয়াম আচ্ছাদিত ব্যারেল"। ১৮ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০০৮ 
  2. "ইভজেনি ড্রাগনভ: আগ্নেয়াস্ত্র নির্মাতা (বইটির সারাংশ)"। ২৭ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০০৮ 
  3. "৭.৬২ টিকেআভি ড্রাগনভ ফিনিশ প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট"। ২৮ এপ্রিল ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০০৮ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]