ড্রিম গার্ল | |
---|---|
পরিচালক | রাজ শাণ্ডিল্য |
প্রযোজক | একতা কাপুর শোভা কাপুর আশিস সিং |
চিত্রনাট্যকার | রাজা শান্দিলিয়া পবন সনি নিরঞ্জন ইয়েঙ্গার |
শ্রেষ্ঠাংশে | আয়ুষ্মান খুরানা নুসরাত ভারুচা আরবাজ খান মানজোত সিং সুমনা চক্রবর্তী অভিষেক ব্যানার্জি রাহুল বাগগা |
সুরকার | শচিন-জিগার তানিশক বাগচি গুরু রাধাওয়া মীত ব্রোস |
চিত্রগ্রাহক | অসীম মিশ্র |
সম্পাদক | মানান সাগর |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | ইরোস ইন্টারন্যাশনাল |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
ড্রিম গার্ল একটি ভারতীয় হিন্দি কৌতুক চলচ্চিত্র, যেটিতে আয়ুষ্মান খুরানা এবং নুসরাত ভারুচা মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন।[২][৩] চলচ্চিত্রটি রাজ শাণ্ডিল্য পরিচালনা করেছেন এবং একতা কাপুর ও শোভা কাপুর চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন।[৪][৫][৬] চলচ্চিত্রটির গান টি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পায়।