ড্রিম গার্ল (২০১৯-এর চলচ্চিত্র)

ড্রিম গার্ল
ড্রিম গার্ল চলচ্চিত্রের পোস্টার
পরিচালকরাজ শাণ্ডিল্য
প্রযোজকএকতা কাপুর
শোভা কাপুর
আশিস সিং
চিত্রনাট্যকাররাজা শান্দিলিয়া
পবন সনি
নিরঞ্জন ইয়েঙ্গার
শ্রেষ্ঠাংশেআয়ুষ্মান খুরানা
নুসরাত ভারুচা
আরবাজ খান
মানজোত সিং
সুমনা চক্রবর্তী
অভিষেক ব্যানার্জি
রাহুল বাগগা
সুরকারশচিন-জিগার
তানিশক বাগচি
গুরু রাধাওয়া
মীত ব্রোস
চিত্রগ্রাহকঅসীম মিশ্র
সম্পাদকমানান সাগর
প্রযোজনা
কোম্পানি
বালাজি মোশনস পিকচার্স
আল্ট এন্টারটেইনমেন্ট
মঙ্গল মূর্তি ফিল্মস
পরিবেশকইরোস ইন্টারন্যাশনাল
মুক্তি
  • ১৩ সেপ্টেম্বর ২০১৯ (2019-09-13)[]
দেশভারত
ভাষাহিন্দি

ড্রিম গার্ল একটি ভারতীয় হিন্দি কৌতুক চলচ্চিত্র, যেটিতে আয়ুষ্মান খুরানা এবং নুসরাত ভারুচা মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন।[][] চলচ্চিত্রটি রাজ শাণ্ডিল্য পরিচালনা করেছেন এবং একতা কাপুর ও শোভা কাপুর চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন।[][][] চলচ্চিত্রটির গান টি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পায়।

অভিনয়ে

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]