ঢাকা আর্ট সামিট

ঢাকা আর্ট সামিট হল বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠিত একটি শিল্প সম্মেলন। ২০১১ সালে নাদিয়া সামদানি এবং রাজীব সামদানি কর্তৃক প্রতিষ্ঠিত একটি অলাভজনক শিল্প পরিকাঠামো উন্নয়ন সংগঠন সমদানি আর্ট ফাউন্ডেশন কর্তৃক এটি আয়োজিত।[][][]

সম্পর্কিত

[সম্পাদনা]

সামিটে চিত্রকলা, ফটোগ্রাফি, ভাস্কর্য, স্থাপনা, ডিজিটাল আর্ট, ভিডিও আর্ট ইত্যাদি শিল্পকর্ম প্রদর্শিত হয়।[]

শিরোনাম তারিখ পরিচালক শিল্পী দর্শনার্থী
১ম ঢাকা আর্ট সামিট ২০১২ ১২-১৫ এপ্রিল, ২০১২ ২০০ ২০,০০০
২য় ঢাকা আর্ট সামিট ২০১৪ ৭-৯ ফেব্রুয়ারি, ২০১৪ ডায়ানা ক্যাম্পবেল বেটানকোর্ট ২৫০ ৭০,০০০
৩য় ঢাকা আর্ট সামিট ২০১৬ ৫-৮ ফেব্রুয়ারি, ২০১৬ ডায়ানা ক্যাম্পবেল বেটানকোর্ট ৩০০ ১,৩৮,০০০
৪র্থ ঢাকা আর্ট সামিট ২০১৮ ২-১০ ফেব্রুয়ারি, ২০১৮ ডায়ানা ক্যাম্পবেল বেটানকোর্ট ৩৫০ ৩,১৭,০০০
৫ম ঢাকা আর্ট সামিট ২০২০ ৭-১৫ ফেব্রুয়ারি, ২০২০ ডায়ানা ক্যাম্পবেল বেটানকোর্ট ৫০০

সংস্করণ

[সম্পাদনা]
ঢাকা আর্ট সামিট ২০২৩

সামিটের ১ম সংস্করণটি শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের সহযোগিতায় অনুষ্ঠিত হয়[][][][][]এবং এতে ২৪৯ জন শিল্পী ও ১৯টি গ্যালেরির কাজ প্রদর্শিত হয়।[১০][১১] সামিটের ১ম সংস্করণটি শুধু স্থানীয় শিল্পী ও গ্যালারিগুলিকেই কেন্দ্র করে গড়ে উঠেছিল। এই সামিট আলোচনারও আয়োজন করেছিল।[১২]

ঢাকা আর্ট সামিটের সমাপ্তি অনুষ্ঠানে সামদানি আর্ট ফাউন্ডেশন খালেদ হাসানকে সামদানি আর্টস অ্যাওয়ার্ড এবং মুসরাত রেজাকে সামদানি ইয়াং ট্যালেন্ট অ্যাওয়ার্ড প্রদান করে।[১৩] [১৪]


এই পুরস্কারটি বিচার করেন আন্তর্জাতিক বিচারকদের একটি প্যানেল, যারা হলেন টেট মডার্ন জাদুঘরের সহকারী কিউরেটর কাইলা ম্যাকডোনাল্ড; ফ্রান্সের ইকল দেস বিউক্স আর্টসের অধ্যাপক শ্রীদীপ অনন্ত;[১৫] আর্ট এশিয়া প্যাসিফিক ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক ইলেইন ডাব্লিউ নাং;[১৬] কোচি বিনালের প্রতিষ্ঠাতা বোস কৃষ্ণমাচারী; ভারতের স্বনামধন্য শিল্পী রবীন্দ্র রেড্ডি এবং প্যারিসে অবস্থানরত বাংলাদেশী শিল্পী শাহাবুদ্দিন আহমেদ।[১৭]

ঢাকা আর্ট সামিটের ২য় সংস্করণটি ২০১৪ সালের ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সংস্করণ থেকে, সামিট দক্ষিণ এশিয়ার উপর দৃষ্টি নিবদ্ধ করার সিদ্ধান্ত নেয়।[১৮][১৯]

ডিএএস ২০১৪-এ আন্তর্জাতিক এবং বাংলাদেশি সংগ্রাহকদের পাঁচটি সর্বোত্তম সংগ্রহের প্রদর্শনী, সামদানি ফাউন্ডেশনের শিল্প পরিচালক ডায়ানা ক্যাম্পবেল বেটানকোর্ট কর্তৃক নির্বাচিত সর্বোত্তম ১৪টি একক শিল্প প্রকল্প সহ বিভিন্ন ধরণের আয়োজন উপস্থাপিত হয়, যা দক্ষিণ এশিয়া জুড়ে শিল্পীদের সম্মানিত করে।[২০] এই সামিট সারা শহরে জুড়ে গণ শিল্পকলা প্রকল্প, পরিবেশনা, পরীক্ষামূলক চলচ্চিত্র প্রদর্শন, বক্তাদের প্যানেল এবং ১৫টি বাংলাদেশী ও ১৭টি দক্ষিণ এশিয়া কেন্দ্রিক গ্যালারির অংশগ্রহণ উপস্থাপন করেছিল।[২১][২২]

ঢাকা আর্ট সামিটের সময় তরুণ বাংলাদেশী শিল্পী আয়েশা সুলতানাকে সামদানি আর্ট পুরস্কারও দেওয়া হয়। এই পুরস্কারপ্রাপ্ত বিজয়ীকে আন্তর্জাতিক জুরি প্যানেল কর্তৃক নির্বাচিত করা হয়েছিল, যার সভাপতিত্বে ছিলেন অ্যারন সিজার (ডিরেক্টর, ডেলফিনা ফাউন্ডেশন) এবং প্যানেলে ছিলেন অ্যাড্রিয়ানো পেড্রোজা (স্বাধীন কিউরেটর), জেসিকা মরগান (ডাস্কালোপোলস কিউরেটর, ইন্টারন্যাশনাল আর্ট, টেট মডার্ন), সান্ধিনী পোদ্দার (সহযোগী কিউরেটর, গুগেনহাইম মিউজিয়াম) এবং পূজা সুদ (ডিরেক্টর, খোজ ইন্ডিয়া)। এই পুরস্কারপ্রাপ্ত শিল্পী যুক্তরাজ্যের ডেলফিনা ফাউন্ডেশনে তিন মাসের আবাস লাভ করেন।[২৩] [২৪][২৫]

ঢাকা আর্ট সামিটের ৩য় সংস্করণটি ঢাকায় ২০১৬ সালের ৫ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়। সামদানি আর্ট ফাউন্ডেশনের শিল্প পরিচালক ডায়ানা ক্যাম্পবেল বেটানকোর্ট কর্তৃক নির্বাচন করা সতেরোটি একক প্রকল্পে তেরোটি নতুন অনুমোদিত কাজ এবং তিনটি বাংলাদেশী প্রেক্ষাপটে পুনঃনির্মিত কাজ অন্তর্ভুক্ত ছিল, যা ডিএএস-এর উৎপাদনশীল প্রকৃতিকে প্রতিফলিত করেছে। সামদানি আর্ট ফাউন্ডেশন কর্তৃক কমিশনপ্রাপ্ত প্রথম ডিএএস প্রকল্প, পো পো সৃষ্ট "ভিআইপি প্রকল্প (ঢাকা)"টি প্রথমে ২০১৫ সালে ব্রিসবেনে অনুষ্ঠিত ৮ম এশিয়া প্যাসিফিক ত্রৈবার্ষিকে উন্মোচন করা হয়। আরও উল্লেখ্য, একক প্রকল্পগুলি বহুত্ববাদের উদযাপন করেছে এবং একজন ব্যক্তি হয়ে ওঠার ক্ষেত্রে জন্ম ও অভিজ্ঞতার তরল ধারাবাহিকতার দিকে নজর দিয়েছে, লিন্ডা বেঙ্গলিস এবং টিনো সেহগাল এবং শুমন আহমেদ, তুন উইন অং এবং ওয়াহ নু, সিমরিন গিল, ওয়াকাস খান, শকুন্তলা কুলকার্নি, প্রভাবতী মেপাইল, হারুন মির্জা, আমানুল্লাহ মোজাদিদি, সন্দীপ মুখার্জি, পো পো, দয়ানিতা সিং, আয়েশা সুলতানা এবং ক্রিস্টোফার কুলেন্দ্রন থমাস, মুনেম ওয়াসিফ এবং মুস্তাফা জামান।[২৬]


এবার নতুন কমিশন এবং কিউরেটেড গ্রুপ প্রদর্শনীর পাশাপাশি ডিএএস-এ আলোচনা, সমালোচনামূলক লেখা জুটি, পারফর্ম্যান্স, চলচ্চিত্র, বই উদ্বোধন এবং সামিটের প্রথম ঐতিহাসিক প্রদর্শনী 'রিওয়াইন্ড' অন্তর্ভুক্ত ছিল। এই প্রদর্শনীতে রশিদ চৌধুরী, মোনিকা কোরিয়া, জার্মেইন ক্রুল, নলিনী মালিনি, আনোয়ার জালাল শেমজা, বাগ্যি অং সোয়ে, লিওনেল ওয়েন্ডট প্রমুখ শিল্পীদের কাজ উপস্থাপিত হয়।

অন্যান্য অনুষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য হল:

  • ড্যানিয়েল বাউমান (কুন্স্টহলে জুরিখের পরিচালক) কর্তৃক কিউরেট করা 'সামদানি আর্ট অ্যাওয়ার্ড ফাইনালিস্ট প্রদর্শনী';
  • নাদা রাজা (টেট রিসার্চ সেন্টারের গবেষণা কিউরেটর) কর্তৃক কিউরেট করা 'দ্য মিসিং ওয়ান'; এতে নীহা চক্রবর্তী, ইফতিখার দাদি, শিশির ভট্টাচার্য, ফিরোজ মাহমুদ, রোহিণী দেবশের, ডেভিড চালমার্স অ্যালসওয়ার্থ, মরিয়ম সুহাইল, হাজরা ওয়াহিদ, হিমালি সিং সোয়েন প্রমুখ শিল্পীদের কাজ ছিল।
  • অরেলিয়েন লেমোনিয়ার (সেন্ট্রে পম্পিডুরের কিউরেটর) কর্তৃক কিউরেট করা 'বাংলাদেশে স্থাপত্য';
  • নীখিল চোপড়া, মাধবী গোরে এবং জানা প্রেপেলুহ কর্তৃক কিউরেট করা 'দ্য পারফর্ম্যান্স প্যাভিলিয়ন: শিফটিং স্যান্ডস শিফটিং হ্যান্ডস';
  • সাফিনা রেডিও প্রোজেক্ট কর্তৃক কিউরেট করা 'নট এজ ফার এজ ইট সিমস' শিরোনামের কথোপকথন ও শব্দকর্মের সিরিজ;
  • শানয় ঝাভেরি (নিউইয়র্কের মেট্রোপলিটান মিউজিয়াম অফ আর্টের দক্ষিণ এশীয় শিল্পের সহকারী কিউরেটর) কর্তৃক কিউরেট করা একটি চলচ্চিত্র উৎসব ;
  • এবং ভাস্ট ভুটান কর্তৃক পরিচালিত সমালোচনামূলক লেখা জুটি, প্যানেল আলোচনা এবং শিশু কর্মশালা।
টু এন্টার দ্য স্কাই - প্রতিক সরকার, ঢাকা আর্ট সামিট ২০২৩

২০১৬ সালের সমদানি আর্ট অ্যাওয়ার্ডের বিজয়ী বাংলাদেশী ফটোগ্রাফার রাসেল চৌধুরী।[২৭]জুরি প্যানেলে ক্যাথরিন ডেভিড (সহকারী পরিচালক, সেন্ট্রে পম্পিডুর, প্যারিস), অ্যারন সিটো (কিউরেটোরিয়াল ম্যানেজার, এশিয়ান অ্যান্ড প্যাসিফিক আর্ট, কেজিওএমএ, ব্রিসবেন), কোসমিন কসটিনাস (পরিচালক, প্যারা/সাইট আর্ট স্পেস, হংকং), এবং বেট্রিক্স এবং বিট্রিক্স। রুফ (পরিচালক, স্টেডেলিজক মিউজিয়াম, আমস্টারডাম), সভাপতিত্ব করেন অ্যারন সেজার (ডেলফিনা ফাউন্ডেশনের পরিচালক, ইউকে)। অ্যাওয়ার্ড শোটি সুইজারল্যান্ডের কুন্সথালে জুরিখের পরিচালক ড্যানিয়েল বাউম্যান দ্বারা কিউরেট করা হয়েছিল।[২৮] বিজয়ী শিল্পী যুক্তরাজ্যের ডেলফিনা ফাউন্ডেশনে তিন মাসের রেসিডেন্সি পেয়েছেন।[২৯]

২০১৮ এর ঢাকা আর্ট সামিট ২০১৮ সালে ২ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত হয়েছিল[৩০]

ঢাকা আর্ট সামিট২০২০ অনুষ্ঠিত হয়েছে ৭-১৫ ফেব্রুয়ারি 2020 পর্যন্ত[৩১] ঢাকা আর্ট সামিট ২০২০ ছিল এখন পর্যন্ত সবচেয়ে 'উচ্চাভিলাষী সংস্করণ', যেখানে ৫০০ জনের বেশি ক্রস-ডিসিপ্লিনারি শিল্পী, পণ্ডিত, কিউরেটর এবং চিন্তাবিদদের দ্বারা কাজ উপস্থাপন করা হয়েছে।[৩২]

২০২৩ এর ঢাকা আর্ট সামিট ৩ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছিল।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Nadia on the upcoming Dhaka Art Summit, Dhaka Mirror, 23 August 2013
  2. Nadia on the upcoming Dhaka Art Summit dhakacourier 29 August 2013
  3. Nadia on the Upcoming Dhaka Art Summit HighBeam Research
  4. Bangladesh’s First Art Summit Ends on a High Blouin Art Info, 23 April 2012
  5. Bangladesh Strives to be the New "India" of Art Wall street Journal India, 10 April 2012
  6. Dhaka to host its first Annual Art Summit ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৫ নভেম্বর ২০১৬ তারিখে The Sunday Guardian
  7. Bangladesh's first art summit (and a hope to be the new India) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ এপ্রিল ২০১২ তারিখে Flash Art Online
  8. [ Dhaka Art Summit Kicks off] The Daily Star, 13 April 2012
  9. India Art Fair organisers to help set up Dhaka Art Fair IBN Live, 9 April 2012
  10. Early Strokes, The Indian Express, 22 April 2012
  11. South Asia becomes new global art hub, Hindustan Times
  12. "Dhaka to Host Bangladesh's First Art Summit"Boulin Art Info। ১৯ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  13. Bangladeshi artists win Dhaka Art Summit 2012 awards for exposing social ills ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ জুলাই ২০১২ তারিখে Art Radar Asia, 25 April 2012
  14. Samdani Art Awards Announced The Daily Star 17 April 2012
  15. Dhaka Art Summit ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ মার্চ ২০২৪ তারিখে Matters of Art, 20 April 2012
  16. Nadia Samdani, Founder of the Dhaka Art Summit, on the Samdani Artist Awards ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ অক্টোবর ২০১২ তারিখে Blouin Art Info, 26 May 2012
  17. Post Event Highlights From Dhaka Art Summit ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ অক্টোবর ২০১২ তারিখে Invent Discover Fashion and Art Forecast, 20 April 2012
  18. "Art destination Dhaka"The Indian Express (Opinion)। ১৮ ফেব্রুয়ারি ২০১৪। 
  19. The Second Edition of Dhaka Art Summit ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ অক্টোবর ২০১৬ তারিখে Daily Sun 9 July 2013
  20. Au Bangladesh un festival d'art contemporain comme un miracle Le Monde 10 February 2014
  21. "Dhaka Art Summit from February 7"The Independent। Dhaka। ১০ জুলাই ২০১৩। ২৮ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  22. Best from Bangladesh Daily Pioneer 9 July 2013
  23. Dhaka Art Summit announces its 2nd edition Cutting edge art The Daily Star 9 July 2013
  24. "Dhaka Art Summit: 2nd edition to highlight South Asian countries"New Age। Dhaka। ৯ জুলাই ২০১৩। ২২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  25. "Samdani Art Award"। ২৫ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৩ 
  26. "PO PO"Queensland Art Gallery & Gallery of Modern Art। ২৫ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২৪ 
  27. ArtReview https://artreview.com/news/news_10_feb_2016_rasel_chowdhury_wins_samdani_art_award/  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  28. "Rasel Chowdhury Wins 2016 Samdani Art Award"artnet News। ৫ ফেব্রুয়ারি ২০১৬। 
  29. "Samdani Art Award"Delfina Foundation। ৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  30. "2008 Programme"Dhaka Art Summit। ৬ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২০ 
  31. "Dhaka Art Summit Seismic Movements 7–15 February 2020"www.dhakaartsummit.org। ২৭ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২০ 
  32. Mahendru, Radha (২১ ফেব্রুয়ারি ২০২০)। "Dhaka Art Summit 2020: Seismic Movements"Ocula