নির্বাহী সম্পাদক | শায়ান এস খান |
---|---|
বিভাগ | সাপ্তাহিক পত্রিকা |
প্রকাশনা সময়-দূরত্ব | সাপ্তাহিক |
প্রতিষ্ঠাতা | এনায়েতউল্লাহ খান |
প্রতিষ্ঠার বছর | ১৯৮৪ |
কোম্পানি | কসমস গ্রুপ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | ইংরেজি ভাষা |
ওয়েবসাইট | www |
ঢাকা কুরিয়ার (সাধারণত কুরিয়ার নামে পরিচিত) এটি বাংলাদেশ প্রকাশিত ইংরেজি ভাষার সাপ্তাহিক। [১]
১৯৮৪ সালে প্রতিষ্ঠিত পত্রিকাটি বাংলাদেশের বেসরকারি সংবাদ সংস্থা ইউএনবির সহযোগী পত্রিকা হিসেবে প্রচলিত। [২] ঢাকা কুরিয়ার দেশের প্রাচীনতম চলমান ইংরেজি বিষয়ক পত্রিকা। এ পত্রিকাটি মূলত রাজনীতি, আন্তর্জাতিক বিষয়ক, অর্থনীতি, ভ্রমণ, সাহিত্য, সমাজ ও শিল্পের উপর প্রতিবেদন তৈরি করে। এই প্রকাশনার মালিক কসমস গ্রুপের ব্যবসায়ী এনায়েতউল্লাহ খান,[৩] এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থাগুলির মধ্যে অন্যতম ইউএনবির সহপ্রতিষ্ঠান (সিস্টার কনসার্ন)।
এনায়েতউল্লাহ খান প্রতিষ্ঠাতা সম্পাদক, বর্তমানে প্রধান সম্পাদক। [৪] পত্রিকার বর্তমান নির্বাহী সম্পাদক শায়ান খান। এর আগে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ বদরুল আহসান, আফসান চৌধুরী এবং এম হারুনুর রশীদকে।