দলের তথ্য | |
---|---|
প্রতিষ্ঠা | ২০০০ |
স্বাগতিক মাঠ | ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম |
ইতিহাস | |
NCL জয় | ১৫ |
ঢাকা মেট্রোপলিস ক্রিকেট দল (সিসিডিএম) একটি বাংলাদেশী প্রথম শ্রেণীর ক্রিকেট ভিত্তিক দল ঢাকা, বাংলাদেশ। দলটি জাতীয় ক্রিকেট লিগে প্রতিদ্বন্দ্বিতা করে।
মৌসুম | এনসিএল |
---|---|
২০০০-০১ | ৩ য় |
২০১১-১২ | ৪ র্থ |
২০১২-১৩ | ৩ য় |
২০১৩13-১৪ | ৭ম |
২০১৪-১৫ | ৪ র্থ |
২০১৫-১৬ | টিয়ার ১ এ দ্বিতীয় |
২০১৬-১৭ | টায়ার ১ এ চতুর্থ |
২০১৭-১৮ | টায়ার ২ এ চতুর্থ |
ঢাকা মেট্রোপলিস ক্রিকেট টীমের খেলোয়াড় যারা বাংলাদেশ বাদে অন্য দেশের হয়ে খেলেছেন:
২০১৭-২০১৮ মৌসুমের শেষে ঢাকা মেট্রোপলিস ৫৮ টি ম্যাচ খেলেছিল, ১৫ টি জয়, ১৫টি পরাজয় এবং ২৮ ড্র ছিল। [১] ২০১২-১৩ সালে মার্শাল আইয়ুব কর্তৃক সর্বোচ্চ স্কোর ২০৯। [২] ২০১২-১৩ সালে তালহা জুবায়েরের ৩৫ রানের সেরা বোলিং ফিগার। [৩]