তনিমা সেন | |
---|---|
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী, পরিচালক |
তনিমা সেন একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী, যিনি প্রধানত বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন ধারাবাহিকে কাজ করেন।[১][২] তিনি গোগোলের কীর্তি, বর আসবে এখুনি, ফিরকি, দেবী চৌধুরাণী সহ বিভিন্ন চলচ্চিত্র ও টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন।[৩][৪]
যদিও তনিমা সেন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী হিসেবে সর্বাধিক পরিচিত, তবে তিনি তার অভিনয় জীবন শুরু করেছিলেন থিয়েটার শিল্পী হিসেবে। ১৯৮৪ সালে তিনি একটি স্থানীয় থিয়েটার গ্রুপে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। ১৯৮৫ সালে তিনি বালুচরী নামের একটি নাটকে অভিনয় করেছিলেন, কলকাতার স্টার থিয়েটারে যেটির ৫০০টি শো অনুষ্ঠিত হয়েছিল। অভিনয়ের পাশাপাশি তিনি অনেক নাটক লিখেছেন।
১৯৯৪ সালে তিনি 'শ্যামবাজার অপলক' নামে তার নিজস্ব থিয়েটার গ্রুপ শুরু করেন।[১]
তনিমা সেন ১৯৯৫-৯৬ সালে প্রথমবার যদি এমন হতো টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছিলেন। তিনি জন্মভূমি, রূপকথা, লাবণ্যের সংসার প্রভৃতি ধারাবাহিকে অভিনয় করেছেন।[১]