তপন দাস

তপন দাস
জন্ম (1962-01-11) ১১ জানুয়ারি ১৯৬২ (বয়স ৬২)
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেতা, লেখক

তপন দাস (ইংরেজি: Tapan das; অসমীয়া: তপন দাস) অসমের একজন প্রসিদ্ধ মঞ্চ ও চকচ্চিত্র অভিনেতা, নাটক পরিচালক, আবৃত্তিকার ও গল্পলেখক।[]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

১৯৬২ সনের ১১ জানুয়ারি তারিখে তপন দাসের জন্ম হয়।[]

কর্মজীবন

[সম্পাদনা]

উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন করার সময় তপন দাস মঞ্চ জগতের অভিনয়ের সহিত জড়িত হন। গুয়াহাটির মঞ্চে অভিনয় করে জনপ্রিয় হওয়া তপন দাস প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন পুলক গগৈ পরিচালিত সেন্দুর নামক চলচ্চিত্রে। বর্তমান সময়ে তিনি কমেও ২০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন।[]

অসমের ভ্রাম্যমাণ থিয়েটার বরদৈচিলা, শকুন্তলা, কহিনুর ইত্যাদিতে তিনি অভিনয় করেছেন। ভ্রাম্যমাণ থিয়েটারে অভিনয় করা ছাড়াও তিনি নাটক পরিচালনা করেছেন।[] ২০১১ বর্ষে তিনি রাজতিলক থিয়েটারে অভিনয় করেন। তিনি অসমীয়া কাগজ বিস্ময়-এ ছোট গল্প লেখেছেন। তপন দাস আবৃত্তিকার রুপে সুখ্যাত। তিনি আবৃত্তি করা নীলিম কুমারের কবিতা এক সময়ে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল।

অভিনীত চলচ্চিত্র

[সম্পাদনা]

স্বীকৃতি ও সম্মান

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "অভিনেতা তপন দাসলৈ রুপকার বঁটা ২০১২", সাদিন, ৬ জানুয়ারী২০১২
  2. "About Tapan Das"। Rupaliparda.com। ২০১২-১০-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৩-২৪ 
  3. TI Trade (২০১২-০১-০৬)। "The Assam Tribune Online"। Assamtribune.com। ২০১২-০১-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৩-২৪ 
  4. "The Sentinel"। Sentinelassam.com। সংগ্রহের তারিখ ২০১৩-০৩-২৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]