তমাল Diospyros montana | |
---|---|
তমাল গাছ ও ফল | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | উদ্ভিদ |
বিভাগ: | Angiosperms |
শ্রেণী: | Eudicots |
শ্রেণীবিহীন: | Asterids |
বর্গ: | Ericales |
পরিবার: | Ebenaceae |
গণ: | Diospyros |
প্রজাতি: | Diospyros cordifolia Roxb. |
প্রতিশব্দ | |
Diospyros montana var. cordifolia R.Br. |
তমাল একপ্রকার সপুষ্পক উদ্ভিদ। এটি বনগাব, মহেশকাণ্ড ইত্যাদি নামেও পরিচিত। এর ইংরেজি নাম Mottled Ebony বা Bombay ebony[১]। এছাড়া বিভিন্ন ভাষায় একে Jagala Ganti Mara, Kari, Quarrelsome Tree, Vakkana, Nila Viruksha, Kare Mara, Kari Maram, Bistendu, बिसतॆंदु, Kala dhao, Kendu, Dakanan, Lohari, kakaulimera, kakavulimidi, kakiulimera, makha ইত্যাদি নামে ডাকা হয়।[২][৩] তমাল গাছের বৈজ্ঞানিক নাম Diospyros montana বা Diospyros cordifolia; যা 'Ebenaceae' পরিবারভুক্ত। এটি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া, চীন, ক্রান্তীয় অস্ট্রেলিয়া ইত্যাদি অঞ্চলে জন্মে।
বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-৪ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।[৪]
তমাল গাছ মাঝারি আকারের বৃক্ষ। এর পাতা একান্তর, ৩.৮-১৪ সেমি. লম্বা, ডিম্বাকার বা উপবৃত্তাকার, পাতার গোড়ার দিকটা গোলাকার। তমালের পুং ফুল ১ সেমি. লম্বা, স্ত্রী ফুল ১.৩ সেমি. লম্বা, একক। ফল গোলাকার, ২.৫ সেমি. পর্যন্ত লম্বা, পাকলে লালচে বাদামি রঙের।[৫]
তমাল ফল বিষাক্ত। এর পাতা চূর্ণ মাছের জন্য বিষ। ভেষজ চিকিৎসায় এর নানাবিধ ব্যবহার আছে। জ্বর, ডায়ারিয়া, নিউমোনিয়া, প্রস্রাবে সমস্যা, নিউরালজিয়া, প্লুরিসি, মিনোরেজিয়া, প্রসব পরবর্তী জ্বর, বিষাক্ত মাকড়সার কামড় ইত্যাদিতে তমাল গাছের নানান অংশ ব্যবহৃত হয়।[৬] এছাড়া এর ছালের নির্যাসে এন্টি-ইনফ্ল্যামেটরি, এন্টি পাইরেটিক গুণ আছে। এর এলকোহলিক নির্যাসে ইঁদুরের ক্যান্সার নিরাময়ের গুণ আছে বলে পরীক্ষায় প্রমাণ পাওয়া গেছে।[৭]
তমালের পাতায় যেসব রাসায়নিক উপাদান পাওয়া গেছে সেগুলো হলো- betulin, diospyrin, epiuvaol, new triterpene characterized as urs-12-en-3α, 28-diol, lupeol, sitosterol, β-sitosterol, stigmasterol and betulic acid ইত্যাদি।
তমালের ছাল ও কাঠে পাওয়া যায় 7-methyljuglone, mamegakinone, bitramentacenone, isodiospyrin, diospyrin, 8′-hyroxydiospyrin, 3,5′-O-cyclodiospyrin, 3′-chloro-2′-hydroxydiospyrin (artifact), chromenone ester and chromenone acid, allobetulin and oxyallobetulin, Tetrahydrodiospyrin ইত্যাদি।
তমাল ফলে আছে fatty esters of α-amyrin, ursolic, and oleanolic acid, β-sitosterol, lupeol and betulinic acid ইত্যাদি।
তমালের বীজে পাওয়া যায় betulinic acid এবং ১.৫% তেল। এই তেলে আছে palmitic, stearic, oleic এবং linoleic এসিড। এছাড়াও আছে lupeol, β-sitosterol এবং stigmasterol । [৮]