ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | তমাস তেয়ে পার্তি[১] | ||
জন্ম | ১৩ জুন ১৯৯৩ | ||
জন্ম স্থান | ক্রোবো ওদুমাসে, ঘানা | ||
উচ্চতা | ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আর্সেনাল | ||
জার্সি নম্বর | ৫ | ||
যুব পর্যায় | |||
২০১১–২০১২ | ওদোমেতাহ | ||
২০১২–২০১৩ | আতলেতিকো মাদ্রিদ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৩–২০১৫ | আতলেতিকো মাদ্রিদ বি | ২৮ | (৩) |
২০১৩–২০১৪ | → মায়োর্কা (ধার) | ৩৭ | (৫) |
২০১৪–২০১৫ | → আলমেরিয়া (ধার) | ৩১ | (৪) |
২০১৫–২০২০ | আতলেতিকো মাদ্রিদ | ১৩২ | (১২) |
২০২০– | আর্সেনাল | ২৪ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৬– | ঘানা | ৩২ | (১০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২:০৫, ৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:০৫, ৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
তমাস তেয়ে পার্তি (ইংরেজি: Thomas Partey; জন্ম: ১৩ জুন ১৯৯৩; তমাস পার্তি নামে সুপরিচিত) হলেন একজন ঘানায়ীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল এবং ঘানা জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় এবং ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১১–১২ মৌসুমে, ঘানায়ীয় ফুটবল ক্লাব ওদোমেতাহের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে পার্তি ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে আতলেতিকো মাদ্রিদের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন।[২] ২০১৩–১৪ মৌসুমে, স্পেনীয় ক্লাব আতলেতিকো মাদ্রিদ বি-এর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; আতলেতিকো মাদ্রিদ বি-এর হয়ে দুই মৌসুমে ২৮ ম্যাচে ৩টি গোল করার পর আতলেতিকো মাদ্রিদে যোগদান করেছেন, এরপূর্বে তিনি রিয়াল ক্লাব দেপোর্তিভো মায়োর্কমায়োর্কা এবং আলমেরিয়ার হয়ে এক মৌসুম করে ধারে খেলেছেন। আতলেতিকো মাদ্রিদের হয়ে তার প্রথম মৌসুমে তিনি দিয়েগো সিমেওনের অধীনে ২০১৫–১৬ উয়েফা চ্যাম্পিয়নস লিগের রানার-আপ হয়েছেন। ২০২০–২১ মৌসুমে, তিনি প্রায় ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে আতলেতিকো মাদ্রিদ হতে ইংরেজ ক্লাব আর্সেনালে যোগদান করেছেন।
২০১৬ সালে, পার্তি ঘানার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ঘানার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩২ ম্যাচে ১০টি গোল করেছেন। তিনি ঘানার হয়ে এপর্যন্ত ২টি আফ্রিকা কাপ অব নেশন্সে (২০১৭ এবং ২০১৯) অংশগ্রহণ করেছেন, যার মধ্যে ২০১৭ সালে আভরাম গ্রান্টের অধীনে আফ্রিকা কাপ অব নেশন্সের চতুর্থ স্থান অধিকার করেছেন।
ব্যক্তিগতভাবে, পার্তি বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০১৮ সালে এসডব্লিউএজি বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার এবং টানা দুই বছর ঘানার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারের অন্যতম।[৩][৪][৫] দলগতভাবে, পার্তি এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছেন, যার সবগুলো আতলেতিকো মাদ্রিদের হয়ে জয়লাভ করেছেন।
তমাস তেয়ে পার্তি ১৯৯৩ সালের ১৩ই জুন তারিখে ঘানার ক্রোবো ওদুমাসেতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
ঘানা | ২০১৬ | ৫ | ০ |
২০১৭ | ১০ | ৫ | |
২০১৮ | ৪ | ২ | |
২০১৯ | ৯ | ৩ | |
২০২০ | ২ | ০ | |
২০২১ | ২ | ০ | |
সর্বমোট | ম্যাচ | গোল |