তাইজ المحافظت تَعِزّ | |
---|---|
গভর্নরেট | |
![]() | |
![]() | |
স্থানাঙ্ক: ১৩°৩৪′ উত্তর ৪৪°০১′ পূর্ব / ১৩.৫৬৭° উত্তর ৪৪.০১৭° পূর্ব | |
দেশ | ইয়েমেন |
আসন | তাইজ |
সরকার | |
• গভর্নর | আমিন আহমেদ মাহমুদ[১] |
আয়তন | |
• মোট | ১২,৬০৫ বর্গকিমি (৪,৮৬৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[২] | |
• মোট | ২৮,৮৫,০০০ |
• জনঘনত্ব | ২৩০/বর্গকিমি (৫৯০/বর্গমাইল) |
তাইজ ( আরবি: تَعِزّ, প্রতিবর্ণীকৃত: Taʿizz ) হলো ইয়েমেনের একটি গভর্নরেট । এ গভর্নরেটের রাজধানী হল তাইজ।এটি ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর।বর্তমানেএটি ইয়েমেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এটি দেশের সবচেয়ে বিখ্যাত কৃষি প্রধান অঞ্চল। এটি লোহিত সাগরের গুরুত্বপূর্ণ মোচা বন্দরের নিকটবর্তী। এটিতে একটি আন্তর্জাতিক বিমানবন্দর ও তাইজ আন্তর্জাতিক বিমানবন্দর আছে। যা ইয়েমেন ও প্রতিবেশী দেশগুলিতে বিভিন্ন পরিষেবা দেয়।
এটি অত্যন্ত ছোট এলাকা সত্বেও তাইজ গভর্নরেটেরে একটি অসাধারণ বৈচিত্র্যময় ভৌগোলিক অবস্থান রয়েছে। গভর্নরেটের পশ্চিম অর্ধেক তিহামাহ উপকূলীয় সমভূমির অংশ যাতে গরম, আর্দ্র এবং শুষ্ক জলবায়ু রয়েছে। তবে পূর্বের অর্ধেক পাহাড়ি, জাবাল সাবির প্রধান চূড়াটি তাইজ শহরের কাছে ৩০৭০ মিটার উঁচু । এই পর্বতগুলি এপ্রিল এবং অক্টোবরের মধ্যে উচ্চ-স্তরের বায়ুর বিপরীতে সৃষ্ট আর্দ্রতাকে আটকে রাখে। যাতে গভর্নরেটের পূর্ব অর্ধেকের বার্ষিক বৃষ্টিপাত জাবালে সাবির পাহাড়ের পাদদেশে ২০০ মিলিমিটার (৮ ইঞ্চি) থেকে বেড়ে ১,০০০ মিলিমিটার (৪০ ইঞ্চি) এর বেশি হয়। দিনের বেলা উচ্চভূমিতে তাপমাত্রা বেশি থাকে। তবে সর্বোচ্চ উচ্চতায় নাটকীয়ভাবে রাতারাতি -৫- °সে (২৩ °ফা) এ নেমে যেতে পারে ।
গভর্নরেটের অনেক পর্বতশ্রেণী রয়েছে। তাদের উচ্চতা ১০০০-৩২০০ কিমি এর মধ্যে ।সবচেয়ে গুরুত্বপূর্ণ রেঞ্জগুলো হল জাবাল সাবির, জাবাল হাবাশি, জাবাল সামা'আ, জাবাল কাদাস, জাবাল আস-সিলউ , আল- ওয়াজিয়াহ এবং শরাব ও মাকবানার পর্বতমালা। [৩][৪]
তাইজ গভর্নরেটে অনেকগুলি স্রোত রয়েছে, সেগুলি ওয়াদি নামে পরিচিত ( আরবি: وادي )। এগুলো বহুবর্ষজীবী এবং অস্থায়ী প্রবাহে বিভক্ত:[৩]
বায়ুপ্রবাহ যা কেবল আর্দ্র ঋতুতে চলে:[৩]
জেলাগুলি | অস্থায়ী প্রবাহ |
---|---|
ধুর খাদির | ওয়াদি আল-শোফিয়াহ |
মাওয়াইয়া | ওয়াদি আল-সুদান, ওয়াদি আল-ঘরমান, ওয়াদি আল-সাওয়ারীহ |
আস-সিলউ | ওয়াদি কোরাদাহ, ওয়াদি আল-জুবিরাহ, ওয়াদি আল-কাতরিয়া |
হায়ফান | ওয়াদি আল-মুসালি, ওয়াদি খাওয়ালাহ, ওয়াদি শাওকাহ |
আশ-শাময়তায়ন | ওয়াদি আদিম |
শরাব আর-রওনাহ | ওয়াদি গাওয়াহ, ওয়াদি আল-মা', ওয়াদি শামলা |
শরাব আস-সালাম | ওয়াদি আল-ফজির, ওয়াদি আল-হাবাব, ওয়াদি হাওসা', ওয়াদি নাখলাহ |
জাবাল হাবশী | ওয়াদি হান্না |
আল-মাখা | ওয়াদি তানাগ, ওয়াদি কবির, ওয়াদি হাতিয়া |
আত-তাইযিয়াহ | ওয়াদি হাবন |
সাবির আল-মাওয়াদিম | ওয়াদি সাইলাত হাওয়াস |
আল-ওয়াজিয়াহ | ওয়াদি আল-মাখশাব, ওয়াদি আল-মুআকাম, ওয়াদি হাওলাজাহ, ওয়াদি সুমাদাহ |
মাওজা | ওয়াদি জানব, ওয়াদি আল-ঘরাফি, ওয়াদি আল-মাজাশ, ওয়াদি হাঘরামাহ, ওয়াদি আল-মুরা, ওয়াদি শা'বো |
এই গভর্নরেটের কৃষি হলো বৈচিত্র্যময়। তিহামাহ অঞ্চলে শুধুমাত্র সেচযোগ্য কৃষি রয়েছে। এখানে তুলা, জোয়ার এবং তিল প্রধান ফসল। অভ্যন্তরীণ এই ফসলগুলি গুরুত্বপূর্ণ । এফসল বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। তবে পানি সেচের মাধ্যমে অনেক ফসল ফলানো যেতে পারে। আম, পেঁপে এবং কলা হল পশ্চিম ঢালের প্রধান ফসল। উচু জমিতে কফি এবং খাট জন্মে। যদিও ইয়েমেনে অ্যালকোহল উপাদানের কারণে ওয়াইন নিষিদ্ধ, তবুও কিছু এলাকায় কিসমিস উৎপাদনের জন্য আঙ্গুর চাষ করা হয়।
এ প্রদেশে অনেক বন্য প্রাণী ও পাখি রয়েছে। গভর্নরেটের সবচেয়ে সাধারণ বন্য প্রাণী হল হায়ানা, শিয়াল, বাঘ, সিংহ, রক হাইরাক্স, আফ্রিকান বন্য কুকুর, খরগোশ, হেজহগ, বানর । সবচেয়ে সাধারণ বন্য পাখি হল শকুন, ফ্যালকন, তিতির, পেঁচা, পায়রা, হুপু, বুলবুল । [৩]
তাইজ গভর্নরেট নিম্নলিখিত ২৩টি জেলায় বিভক্ত। এই জেলাগুলিকে আরও উপ-জেলাতে বিভক্ত করা হয়েছে। তার অধীনে আছে অনেক গ্রাম: