তাইপে ১০১ | |
---|---|
台北101 | |
প্রাক্তন নাম | তাইপেই ওয়ার্ল্ড ফিনান্সিয়াল সেন্টার |
রেকর্ড উচ্চতা | |
Tallest in বিশ্বে from ২০০৪ হতে ২০০৯[I] | |
পূর্ববর্তী রেকর্ড | পেট্রোনাস টাওয়ার |
নতুন রেকর্ড | বুর্জ খলিফা |
সাধারণ তথ্যাবলী | |
অবস্থা | সম্পন্ন |
ধরন | গগনচুম্বী অট্টালিকা |
স্থাপত্যশৈলী | উত্তর আধুনিকতাবাদ |
ঠিকানা | ৭ জিনেই রোড, সেকশন-৫, জিনেই |
শহর | জিনেই জেলা, তাইপে |
দেশ | তাইওয়ান |
স্থানাঙ্ক | ২৫°২′১″ উত্তর ১২১°৩৩′৫৪″ পূর্ব / ২৫.০৩৩৬১° উত্তর ১২১.৫৬৫০০° পূর্ব |
নির্মাণকাজের উদ্বোধন | ৩১ জানুয়ারি ১৯৯৯ |
নির্মাণ শুরু | ৩১ জুলাই ১৯৯৯[১] |
কাঠামোবদ্ধ | মল: ১৩ জুন ২০০১ | টাওয়ার: ১ জুলাই ২০০৩
সম্পূর্ণ | মল: ১৪ নভেম্বর ২০০৩[১] | টাওয়ার: ৩১ ডিসেম্বর ২০০৪
নির্মাণব্যয় | এনটি$ ৫৮ বিলিয়ন ইউএসডি ১.৮৯৫ বিলিয়ন |
স্বত্বাধিকারী | তাইপেই ফিনান্সিয়াল সেন্টার কর্পোরেশন[২] |
ভূমিমালিক | তাইপেই সিটির সরকার |
Height | |
স্থাপত্য | ৫০৯.০ মি (১,৬৭০ ফু)[৩] |
শীর্ষবিন্দু পর্যন্ত | ৫০৯.০ মি (১,৬৭০ ফু)[৩] |
ছাদ পর্যন্ত | ৪৪৯.২ মি (১,৪৭৪ ফু)[৩] |
শীর্ষ তলা পর্যন্ত | ৪৩৯.২ মি (১,৪৪১ ফু)[৩] |
পর্যবেক্ষণাগার পর্যন্ত | ৪৪৯.২ মি (১,৪৭৪ ফু)[৩] |
কারিগরী বিবরণ | |
তলার সংখ্যা | ১০১[২] |
তলার আয়তন | ৪,১২,৫০০ মি২ (৪৪,৪০,১০০ ফু২)[৪] |
লিফট/এলিভেটর | ইকোডিস্ক মোটর সহ তোশিবা ৬১ টি লিফট ইনস্টল করেছেন |
নকশা ও নির্মাণ | |
স্থপতি | সি.ওয়াই লি & সি.পি. ওয়াং |
প্রধান ঠিকাদার | কেটিআরটি জয়েন্ট ভেঞ্চার[৫][৬]
|
পদক ও সম্মাননা | বিদ্যমান বিল্ডিং, এলইইডি, প্ল্যাটিনাম ও + এম |
Website | |
www | |
তথ্যসূত্র | |
[১][৩][২][১০][১১] |
তাইপে ১০১ (ইংরেজি: Taipei 101) একটি সুপরিচিত বহুতল ভবন যা তাইওয়ানের, জিনই জেলার, তাইপে শহরে অবস্থিত। এর পূর্বের নাম ছিল তাইপে ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল সেন্টার। ২০০৪ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত এটি ছিল বিশ্বের সর্বোচ্চ ভবন। ২০১০ সালে উদ্বোধনের পর বুর্জ খলিফা এর স্থলাভিষিক্ত হয়। তাইপে ১০১ এর নকশা প্রনয়ন করেছে সি ওয়াই লি এন্ড পার্টনার্স এবং নির্মাণ করেছে কেটিআরটি জয়েন্ট ভেঞ্চার। উদ্বোধনের পর থেকে এই ভবনটি আধুনিক তাইওয়ানের প্রতিচ্ছবি হিসাবে বিবেচিত হয়ে আসছে এবং এটি ২০০৪ সালের Emporis Skyscraper Award অর্জন করে। তাইপে ১০১ থেকে করা আতশবাজির দৃশ্য ইংরেজি নববর্ষের অনুষ্ঠানে সারা বিশ্বে সম্প্রচারিত হয়। এছাড়াও এ ভবনটি ভ্রমণ বিষয়ক জার্নাল আর আন্তর্জাতিক মিডিয়াতে প্রায়শই স্থান পায়। তাইপে ১০১ - এ ভূমির ওপর ১০১ টি তলা রয়েছে এবং মাটির নিচে ৫ টি তলা রয়েছে ।[১২][১৩]
<ref>
ট্যাগ বৈধ নয়; skyscraperCenter
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; Report13
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; emporis
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি{{#coordinates:}}: প্রতি পাতায় একাধিক প্রাথমিক ট্যাগ থাকতে পারবে না