ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ৭ মার্চ ২০০১ | ||
জন্ম স্থান | চিবা প্রশাসনিক অঞ্চল, জাপান | ||
উচ্চতা | ১.৭৭ মিটার (৫ ফুট ৯+১⁄২ ইঞ্চি)[১] | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ফর্টুনা ডুসেলডর্ফ | ||
জার্সি নম্বর | ২ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৮:০৮, ২০ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
তাকাশি উচিনো (জাপানি: 内野 貴史; জন্ম: ৭ মার্চ ২০০১) হলেন একজন জাপানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানি ক্লাব ফর্টুনা ডুসেলডর্ফ এবং জাপান জাতীয় অনূর্ধ্ব-২৩ দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় অথবা রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০২২ সালে, উচিনো জাপান অনূর্ধ্ব-২০ দলের হয়ে জাপানের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছেন।
তাকাশি উচিনো ২০০১ সালের ৭ই মার্চ তারিখে জাপানের চিবা প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
উচিনো জাপান অনূর্ধ্ব-২০ এবং জাপান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে জাপানের প্রতিনিধিত্ব করেছেন। ২০২২ সালের ২৩শে মার্চ তারিখে তিনি ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে ম্যাচে জাপান অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[২] উচিনো ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত জাপান অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[১][৩][৪]