তাকুমি কিতামুরা | |
---|---|
北村 匠海 | |
![]() ২০১৭ সালে টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কিতামুরা। | |
জন্ম | |
জাতীয়তা | জাপানি |
পেশা |
|
কর্মজীবন | ২০০৭–বর্তমান |
প্রতিনিধি | স্টারডাস্ট প্রমোশন |
শৈলী |
|
উচ্চতা | ১.৭৭ মিটার[১] |
সঙ্গীত কর্মজীবন | |
ধরন | |
বাদ্যযন্ত্র |
|
লেবেল | সনি মিউজিক এন্টারটেইনমেন্ট |
ওয়েবসাইট | দাপ্তরিক প্রোফাইল |
তাকুমি কিতামুরা (北村 匠海 কিতামুরা তাকুমি, জন্ম: ৩ নভেম্বর ১৯৯৭) হলেন একজন জাপানি অভিনেতা, সঙ্গীতশিল্পী এবং মডেল। তিনি স্টারডাস্ট প্রমোশনের ৩য় বিভাগের প্রতিনিধিত্ব করেন[২] এছাড়া তিনি স্টারডাস্টের যৌথ শাখা এবিডানের রক ব্যান্ড ডিশের প্রধান।[৩] ডিশের সদস্য হিসাবে তার ডাকনাম তাকুমি।
কিতামুরা ১৯৯৭ সালের ৩ নভেম্বর জাপানের টোকিওতে জন্মগ্রহণ করেন।[২] তিনি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়ার সময় স্টারডাস্ট প্রমোশন দ্বারা স্কাউট হন।[৪]
২০০৮ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে এনএইচকে ধারাবাহিক মিন্না নো উটাতে "রিসু নি কোই শিতা শোনেন" গানের মাধ্যমে তিনি সর্বপ্রথম আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে জুন মাসে কিতামুরা প্রথমবারের মতো ডাইভ!! চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি ২০০৯ সালে শোগাকু রোকুনেনসেই পত্রিকার ২০০৯ পাঠক মডেল পুরস্কার জিতেন।[২] ২০১০ সালের গ্রীষ্মে কিতামুরা অভিনয়শিল্পীদের গ্রুপ এবিডানে যোগ দেন।[৪] পরবর্তীতে ২০১১ সালের ডিসেম্বরে তিনি এবিডানের নৃত্য রক ব্যান্ড ডিশে যোগ দেন।[৫] কিতামুরা এই ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী এবং গিটারবাদক।[৩][৬]
২০২১ সালের আগস্টে কোভিড-১৯ পরীক্ষায় তার ইতিবাচক ফল আসে। [৭]
তাকুমি মারপিটধর্মী চলচ্চিত্র টোকিও রিভেঞ্জার্সে অভিনয় করেছেন। চলচ্চিত্রটি ইতিবাচক সাড়া পায় এবং এটি ২০২১ সালের সর্বোচ্চ আয়কারী জাপানি চলচ্চিত্রগুলোর মধ্যে একটি।
বছর | শিরোনাম | মন্তব্য |
---|---|---|
২০০৮ | "রিসু নি কোন শিতা শোনেন" | তাকুমি কিতামুরা এবং তোশিয়াকি মাতসুমোতো হিসাবে |
বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য | সূত্র |
---|---|---|---|---|
২০০৮ | হোমরুম অন দ্য বিচসাইড | হিরোকি নেগিসি (শিশু)
পর্ব ৪ |
||
জোসিদাই নামাকাইকেইস নো জিকেন-বো | ইছিয়াসা কাকিমোতো (শিশু)
পর্ব ৯ |
|||
২০০৯ | টোমিকা হিরো: রেসকিউ ফায়ার | কোটা
পর্ব ২৯ |
||
অ্যান্টি টেরোরিজম ইনভেস্টিগেটরস
কেনজি জুহোন (শিশু) |
||||
২০১১ | সুজুকি সেনসেই | মাসা ইজুমি | ||
২০১২ | তাইরা নো কিওমোরি | এমপেরর কোনোয় | তাইগা নাটক | [৮] |
পিলো টক: বেড নো ওমোয়াকু | মোতোকি
পর্ব ১১ |
|||
২০১৩ | আইবো পর্ব ১ | ইউসুকে আইজাওয়া
পর্ব ১৪ |
||
২০১৪ | নোবুনাগা কনসার্টো | কাতসুজো মোরি | পর্ব ৮ | |
২০১৫ | টেনশি নো নাইফ | কাজুয়া সাওয়ামুরা | [৯] | |
২০১৬ | ইউটোরাইডসুগা নানিকা | শিগেরু কোগুরে | পর্ব ৩ থেকে ৬, ৮, ১০ | [১০] |
ব্রাস ড্রিমস | কেইতা অ্যাবো | [১১] | ||
২০১৭ | জুট্টো ওয়ারাট্টেটা | সানমা আকাশিয়া | স্বল্পদৈর্ঘ্যের নাটক | |
২০১৮ | রেসিডেনশিয়াল কমপ্লেক্স | সাকু আওকি | ||
২০১৯ | দ্য গুড ওয়াইফ | কোতারো আশাহি | [১২] | |
২০২০ | লাভ বিগিনস হোয়েন দ্য মানি এন্ডস | জুন ইতাগাকি | ছোট ধারাবাহিক | [১৩] |
২০২১ | নিজি ভিলেজ ক্লিনিক | তাইউ আইয়োমা | [১৪] | |
নাইট ডক্টর | শান সাকুরাবা | [১৫] | ||
কিওজো ২ | আকিহিরো তোনো | ছোট ধারাবাহিক | [১৬] | |
২০২২ | ডোন্ট কল ইট মিস্ট্রি | জুটো | পর্ব ১১ ও ১২ | [১৭] |
২০২৩ | অন আ স্টাররি নাইট | ইসসেই হিরাগি | [১৮] | |
কাজামা কিমিচিকা: কিওজো জিরো | আকিহিরো তোনো | [১৬] | ||
কিসিং দ্য রিং ফিঙ্গার | সাকুরাবা আরাতা | পর্ব ৩, ৮, ১০ | [১৯] | |
২০২৪ | অ্যান্টিহিরো | শুতো অ্যাকামাইন | [২০] | |
২০২৫ | আনপান | তাকাশি ইয়ানাই | আসাদোরা | [২১] |
বছর | শিরোনাম | ভূমিকা | মাধ্যম | মন্তব্য | সূত্র |
---|---|---|---|---|---|
২০২২ | ওয়ান নাইট, শি থিঙ্কস অব দ্য ডন | তিনি | অ্যামাজন প্রাইম ভিডিও | প্রধান ভূমিকা | [২২] |
২০২৩ | ইউইউ হাকুশো | ইউসুকে উরমেশি | নেটফ্লিক্স | প্রধান ভূমিকা | [২৩] |
বছর | শিরোনাম |
---|---|
২০০৯ | ১০০-এর "সেকাই নো ফ্লাওয়ার রোড" |
২০১০ | রেডউইম্পস "কেইটাই ডেনওয়া" |
২০১১ | কিমাগুরেন "ইটস মাই ইউকি" |
২০১৩ | তাতসুরো ইয়ামাশিতা "হিকারি টু কিমি ই নো রিকুয়েম" |
বছর | শিরোনাম |
---|---|
২০০৭ | হোন্ডা তেই ইউকা তেই জুশিন মিনিভ্যান: তেই ইউকা নো সেকাই |
২০১১ | শিনকেনজেমি চুগাকু কোজা |
২০১৬ | জেআর স্কি স্কি |
রাদিকো.জেপি | |
২০১৭ | ক্যালোরি মেট |
বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য |
---|---|---|---|
২০০৮ | হোন্টোহাকোওয়াই ডোয়ো খন্ড ১: আমেফুরি | কোটা | প্রধান ভূমিকা |
বছর | পুরস্কার | শ্রেণি | কাজ | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|
২০১৭ | ৪২তম হোচি চলচ্চিত্র পুরস্কার | সেরা নতুন শিল্পী | লেট মি ইট ইওর প্যানক্রিয়াস | বিজয়ী | |
৩০তম নিকান ক্রিড়া চলচ্চিত্র পুরস্কার | সেরা নবাগত | মনোনীত | |||
২০১৮ | ৭২তম মাইনিচি চলচ্চিত্র পুরস্কার | সেরা নতুন অভিনেতা | মনোনীত | ||
৬০তম ব্লু রিবন পুরস্কার | সেরা নবাগত | মনোনীত | |||
২৭তম টোকিও ক্রিড়া চলচ্চিত্র পুরস্কার | সেরা নবাগত | মনোনীত | |||
৪১তম জাপান অ্যাকাডেমি চলচ্চিত্র পুরস্কার | বছরের সেরা নবাগত | বিজয়ী | |||
১৩তম ওসাকা চলচ্চিত্র উৎসব | সেরা নতুন অভিনেতা | বিজয়ী | |||
২০২০ | ৪৫তম হোচি চলচ্চিত্র পুরস্কার | সেরা পার্শ্ব অভিনেতা | আন্ডারডগ | মনোনীত | |
২০২১ | ৭৫তম মাইনিচি চলচ্চিত্র পুরস্কার | সেরা পার্শ্ব অভিনেতা | মনোনীত | [২৪] | |
৪৫তম এলান ডি'অর পুরস্কার | বছরের সেরা নবাগত | স্ব | বিজয়ী | [২৫] | |
২০২১ সালের জাপানের সেরা পুরুষ | বছরের সেরা অভিনেতা | স্ব | বিজয়ী | [২৬] | |
২০২১ এশিয়া শিল্পী পুরস্কার | সেরা অভিনয় | স্ব | বিজয়ী | [২৭] | |
২০২২ | ৪৭তম হোচি চলচ্চিত্র পুরস্কার | সেরা পার্শ্ব অভিনেতা | টম্বি: পিতা ও পুত্র | মনোনীত | [২৮] |