তাগানরোগ Таганрог | |
---|---|
নগর[১] | |
![]() উপর থেকে তাগানরোগ বন্দরের দৃশ্য (২০০৬) | |
সঙ্গীত: তাগানরোগের জাতীয় সঙ্গীত[২] | |
তাগানরোগের অবস্থান লুয়া ত্রুটি মডিউল:তথ্যছক_মানচিত্র এর 86 নং লাইনে: bad argument #1 to 'sqrt' (number expected, got nil)। | |
লুয়া ত্রুটি: ।তাগানরোগের অবস্থান | |
স্থানাঙ্ক: ৪৭°১৩′ উত্তর ৩৮°৫৫′ পূর্ব / ৪৭.২১৭° উত্তর ৩৮.৯১৭° পূর্ব | |
দেশ | রাশিয়া |
ফেডারেল বিষয় | Rostov Oblast[১] |
প্রতিষ্ঠাকাল | ১২ সেপ্টেম্বর ১৬৯৮[৩] |
নগর অবস্থা | ১৭৭৫[৪] |
সরকার | |
• শাসক | দুমা নগর[৫] |
• প্রধান[৫] | আন্দ্রেই লিসিৎস্কি[৬] |
আয়তন[৭] | |
• মোট | ৮০ বর্গকিমি (৩০ বর্গমাইল) |
উচ্চতা | ৩০ মিটার (১০০ ফুট) |
জনসংখ্যা (২০১০ আদমশুমারি)[৮] | |
• মোট | ২,৫৭,৬৮১ |
• আনুমানিক (জানুয়ারি ২০১৬)[৯] | ২,৫১,১০০ |
• ক্রম | ২০১০ এ ৭২তম |
• জনঘনত্ব | ৩,২০০/বর্গকিমি (৮,৩০০/বর্গমাইল) |
• অধীনস্ত | তাগানরোগ আরবান অকরুগ[১] |
• রাজধানী | তাগানরোগ আরবান অকরুগ[১] |
• শহুরে জেলা | তাগানরোগ আরবান অকরুগ[১০] |
• রাজধানী | তাগানরোগ আরবান অকরুগ[১০] |
সময় অঞ্চল | মস্কো সময় ![]() |
ডাক কোড[১২] | 347900, 347902, 347904, 347905, 347909, 347910, 347913, 347916, 347919, 347922–347924, 347927, 347928, 347930–347932, 347935, 347936, 347939, 347942, 347943, 347949, 347990 |
ডায়ালিং কোড | +৭ ৮৬৩৪ |
নগর দিন | ১২ সেপ্টেম্বর[৩] |
যমজ শহর | বাডেনভাইলার, মারিউপোল, ওডেসা, চিনিং, পিন্সক![]() |
OKTMO আইডি | 60737000001 |
ওয়েবসাইট | www |
২০১০-এর আদমশুমারি | ২৫৭,৬৮১[৮] |
---|---|
২০০২-এর আদমশুমারি | ২৮১,৯৪৭[১৩] |
১৯৮৯-এর আদমশুমারি | ২৯১,৬২২[১৪] |
১৯৭৯-এর আদমশুমারি | ২৭৬,৪৪৪[১৫] |
তাগানরোগ হল রাশিয়ার রস্তভ অবলাস্তে অবস্থিত একটি বন্দর নগরী। এটি আজভ সাগরে তাগানরোগ উপসাগরের উত্তর উপকূলে ও দন নদীর মোহনার কয়েক কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ২০১০ সালের আদমশুমারি অনুযায়ী এই নগরীর জনসংখ্যা ২৫৭,৬৮১।[৮]
ধারণা করা হয় এই নগরীটির উদ্ভব হয় ব্রোঞ্জ যুগের শেষভাগ থেকে লৌহ যুগের প্রারম্ভিক সময় (খ্রিস্টপূর্ব ২০শ থেকে ১০ম শতাব্দীর মধ্যে), তখন এটি উত্তর-পশ্চিম কৃষ্ণ সাগর অঞ্চলের প্রারম্ভিক গ্রিক বসতি ছিল এবং গ্রিক ইতিহাসবেত্তা হিরোডোটাস এই নগরকে এম্পোরিয়ন ক্রেমনই বলে উল্লেখ করেছেন।[১৬] ১৬৯৮ খ্রিস্টাব্দের ১২ই সেপ্টেম্বর মহান পিটার তাগানরোগ নগরীটি প্রতিষ্ঠা করেন।[৩] প্রথম রুশ নৌবাহিনীর সদরদপ্তর হিসেবে এই নগরীতে মহামতি ক্যাথরিনের (১৭৭০-১৭৮৩) আজভ ফ্লোটিলা স্থাপিত হয়েছিল, যা পরে রুশ কৃষ্ণ সাগরীয় নৌবহর হিসেবে ব্যবহৃত হয়। ১৭৭৫ খ্রিস্টাবে তাগানরোগ নগরী হিসেবে স্বীকৃতি লাভ করে।[৪]
প্রশাসনিক বিভাজনে এটি তাগানরোগ আরবান অকরুগ বা জেলার সমমর্যাদা সম্পন্ন।[১] পৌরসভা হিসেবেও এটি তাগানরোগ আরবান অকরুগ হিসেবে স্বীকৃত।[১০]
তাগানরোগের জলবায়ু নাতিশীতোষ্ণ। এখানে শীতকালে মাঝারি ঠাণ্ডা (রুশ মানদণ্ডে কম) এবং গ্রীষ্মকালে গরম থাকে।
Taganrog-এর আবহাওয়া সংক্রান্ত তথ্য | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
মাস | জানু | ফেব্রু | মার্চ | এপ্রিল | মে | জুন | জুলাই | আগস্ট | সেপ্টে | অক্টো | নভে | ডিসে | বছর |
সর্বোচ্চ গড় °সে (°ফা) | ০.১ (৩২.২) |
০.৩ (৩২.৫) |
৫.৯ (৪২.৬) |
১৫.৪ (৫৯.৭) |
২২.১ (৭১.৮) |
২৫.৮ (৭৮.৪) |
২৮.৮ (৮৩.৮) |
২৭.৮ (৮২.০) |
২১.৮ (৭১.২) |
১৪.৬ (৫৮.৩) |
৫.৫ (৪১.৯) |
০.৬ (৩৩.১) |
১৪.১ (৫৭.৩) |
দৈনিক গড় °সে (°ফা) | −২.৬ (২৭.৩) |
−২.৬ (২৭.৩) |
২.৭ (৩৬.৯) |
১১.১ (৫২.০) |
১৭.৬ (৬৩.৭) |
২১.৪ (৭০.৫) |
২৪.৬ (৭৬.৩) |
২৩.৮ (৭৪.৮) |
১৮.১ (৬৪.৬) |
১১.১ (৫২.০) |
২.৮ (৩৭.০) |
−২.১ (২৮.২) |
১০.৫ (৫০.৯) |
সর্বনিম্ন গড় °সে (°ফা) | −৫.৫ (২২.১) |
−৫.৮ (২১.৬) |
−০.৭ (৩০.৭) |
৬.৩ (৪৩.৩) |
১২.৪ (৫৪.৩) |
১৬.৫ (৬১.৭) |
১৯.৭ (৬৭.৫) |
১৯.০ (৬৬.২) |
১৩.৮ (৫৬.৮) |
৭.৪ (৪৫.৩) |
০.৩ (৩২.৫) |
−৪.৮ (২৩.৪) |
৬.৬ (৪৩.৮) |
অধঃক্ষেপণের গড় মিমি (ইঞ্চি) | ৪৩ (১.৭) |
৪০ (১.৬) |
৩৪ (১.৩) |
৩৮ (১.৫) |
৩৮ (১.৫) |
৫৮ (২.৩) |
৬১ (২.৪) |
৩৯ (১.৫) |
৩৩ (১.৩) |
৩৪ (১.৩) |
৪২ (১.৭) |
৫০ (২.০) |
৫১০ (২০.১) |
উৎস: Rostov-meteo.ru[১৭] |
তাগানরোগের বিমান ঘাঁটি নগরীর ৩.৬ মাইল (৫.৮ কিমি) উত্তর-পশ্চিমে অবস্থিত এবং এখানে তাগানরোগ অ্যাভিয়েশন জাদুঘর রয়েছে। এছাড়া এই নগরীতে তাগানরোগ সামরিক জাদুঘরও রয়েছে।