সংঘ | তানজানিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
কর্মীবৃন্দ | ||||||||||
অধিনায়ক | ফাতুমা কিবাসু | |||||||||
কোচ | নাসিবু মাপুন্দা | |||||||||
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল | ||||||||||
| ||||||||||
আন্তর্জাতিক ক্রিকেট | ||||||||||
প্রথম আন্তর্জাতিক | বনাম উগান্ডা (দারুস সালাম, ৮ এপ্রিল ২০০৪) | |||||||||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক | ||||||||||
প্রথম টি২০আই | বনাম জিম্বাবুয়ে (হারারে, ৬ মে ২০১৯) | |||||||||
সর্বশেষ টি২০আই | বনাম রুয়ান্ডা (কাম্পালা, ২২ এপ্রিল ২০২৩) | |||||||||
| ||||||||||
২৪ এপ্রিল ২০২৩ অনুযায়ী |
তানজানিয়া জাতীয় নারী ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে তানজানিয়ার প্রতিনিধিত্বকারী একটি দল।
তানজানিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিসিএ) ২০০৪ সালে আফ্রিকান নারী ক্রিকেট চ্যাম্পিয়নশিপের প্রথম আসর আয়োজন করে।[৪] টুর্নামেন্টে তানজানিয়া দল উগান্ডা, কেনিয়া ও নামিবিয়াকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়।[৫][৬]
২০১৯ সালের ৬ মে ২০১৯ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ আফ্রিকা বাছাইপর্ব টুর্নামেন্টে জিম্বাবুয়ের বিরুদ্ধে তানজানিয়া নিজেদের প্রথম আনুষ্ঠানিক টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলে।
ব
|
||
শার্ন মেয়ারস ৬৫ (৫০)
মনিকা প্যাসকাল ২/২০ (২ ওভার) |
গাট্রুড মুশি ১৬* (৩৫)
আনেসু মুশাংওয়ে ২/৩ (৪ ওভার) |
২০২১ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত ২০২১ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ আফ্রিকা বাছাইপর্ব টুর্নামেন্টে তানজানিয়া অংশ নেয়।[৭] টুর্নামেন্টে তানজানিয়ার ফাতুমা কিবাসু এসোয়াতিনির বিরুদ্ধে নিজের টি২০আই ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেন, যেটি ছিল কোনও আইসিসি সহযোগী সদস্য দলের খেলোয়াড়ের একাধিক নারী টি২০আই শতরানের ইনিংসের প্রথম নজির। টুর্নামেন্টে তানজানিয়া তৃতীয় স্থান অধিকার করে। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ফাতুমা কিবাসু।
২০২৩ ভিক্টোরিয়া সিরিজে তানজানিয়ার দলটি ছিল নিম্নরূপ:[৮]
আন্তর্জাতিক ম্যাচের সারসংক্ষেপ — তানজানিয়া[৯]
২৪ এপ্রিল ২০২৩ তারিখে সর্বশেষ হালনাগাদ।
খেলার রেকর্ড | ||||||
ফরম্যাট | ম্যাচ | জয় | পরাজয় | টাই | ফলাফল হয়নি | প্রথম ম্যাচ |
---|---|---|---|---|---|---|
টোয়েন্টি২০ আন্তর্জাতিক | ৩৬ | ২৮ | ৮ | ০ | ০ | ৬ মে ২০১৯ |
তানজানিয়ার হয়ে টি২০আই ক্রিকেটে সর্বোচ্চ রান[১৩]
|
তানজানিয়ার হয়ে টি২০আই ক্রিকেটে সর্বোচ্চ উইকেট[১৪]
|
অন্যান্য দলের বিরুদ্ধে টি২০আই পরিসংখ্যান[৯]
টি২০আই #১৪০৯ পর্যন্ত সঠিক পরিসংখ্যান। ২৪ এপ্রিল ২০২৩ তারিখে সর্বশেষ হালনাগাদ।
প্রতিপক্ষ | ম্যাচ | জয় | পরাজয় | টাই | ফলাফল হয়নি | প্রথম ম্যাচ | প্রথম জয় |
---|---|---|---|---|---|---|---|
পূর্ণ সদস্যের বিরুদ্ধে | |||||||
জিম্বাবুয়ে | ২ | ০ | ২ | ০ | ০ | ৬ মে ২০১৯ | |
সহযোগী সদস্যের বিরুদ্ধে | |||||||
উগান্ডা | ৭ | ৫ | ২ | ০ | ০ | ১৮ জুন ২০১৯ | ১৮ জুন ২০১৯ |
এসোয়াতিনি | ১ | ১ | ০ | ০ | ০ | ১৪ সেপ্টেম্বর ২০২১ | ১৪ সেপ্টেম্বর ২০২১ |
কাতার | ৩ | ৩ | ০ | ০ | ০ | ১৪ ডিসেম্বর ২০২২ | ১৪ ডিসেম্বর ২০২২ |
কেনিয়া | ৫ | ৩ | ২ | ০ | ০ | ১২ জুন ২০২২ | ১২ জুন ২০২২ |
জার্মানি | ১ | ১ | ০ | ০ | ০ | ১৩ জুন ২০২২ | ১৩ জুন ২০২২ |
নাইজেরিয়া | ২ | ২ | ০ | ০ | ০ | ৮ মে ২০১৯ | ৮ মে ২০১৯ |
নামিবিয়া | ১ | ০ | ১ | ০ | ০ | ১৭ সেপ্টেম্বর ২০২১ | |
বতসোয়ানা | ২ | ২ | ০ | ০ | ০ | ১৬ সেপ্টেম্বর ২০২১ | ১৬ সেপ্টেম্বর ২০২১ |
ব্রাজিল | ১ | ১ | ০ | ০ | ০ | ১৬ জুন ২০২২ | ১৬ জুন ২০২২ |
মালি | ২ | ২ | ০ | ০ | ০ | ১৯ জুন ২০১৯ | ১৯ জুন ২০১৯ |
মোজাম্বিক | ২ | ২ | ০ | ০ | ০ | ৯ মে ২০১৯ | ৯ মে ২০১৯ |
রুয়ান্ডা | ৬ | ৫ | ১ | ০ | ০ | ১১ মে ২০১৯ | ১১ মে ২০১৯ |
সংযুক্ত আরব আমিরাত | ১ | ১ | ০ | ০ | ০ | ১৯ এপ্রিল ২০২৩ | ১৯ এপ্রিল ২০২৩ |