তানজুং প্রিওক বন্দর | |
---|---|
অবস্থান | |
দেশ | ইন্দোনেশিয়া |
অবস্থান | তানজুং প্রিওক, উত্তর জাকার্তা |
স্থানাঙ্ক | ৬°০৬′১৪″ দক্ষিণ ১০৬°৫৩′১১″ পূর্ব / ৬.১০৪° দক্ষিণ ১০৬.৮৮৬৫° পূর্ব |
বিস্তারিত | |
মালিক | পিটি পেলাবহান ইন্দোনেশিয়া ২ |
পোতাশ্রয়ের ধরন | উপকূলীয় অভ্যন্তরীণ জলভাগ |
পোতাশ্রয়ের আকার | ৬০৪ হেক্টর (৬.০৪ বর্গ কিমি) |
জমির আয়তন | ৪২৪ হেক্টর (৪.২৪ বর্গ কিমি) |
আকার | ১,০২৮ হেক্টর (১০.২৮ বর্গ কিমি) |
উপলব্ধ নোঙরের স্থান | ৭৬ |
পরিসংখ্যান | |
বার্ষিক কন্টেইনারের আয়তন | ৬.৫৯ মিলিয়ন টিইইউ (২০১৩)[১] |
ওয়েবসাইট www |
তানজুং প্রিওক বন্দর বা জাকার্তা বন্দর হল জাকার্তা শহরের প্রধান বন্দর। এই বন্দর শহরটির বিদেশ বাণিজ্য সম্পর্ন করে। এই বন্দরটি শহরের শিল্প কলকারখানায় কাঁচা মালের যোগান দেয় ও পণ্য দ্রব্য বিদেশে রপ্তানি করে।এই বন্দরের বড় সমুদ্র গামী জাহাজ এর নোঙর বা প্রবেশের ব্যবস্থা রয়েছে।বন্দরটি ১০ মিটারের বেশি গভীর।এই বন্দর দিয়ে বিদেশে রবার, পাম তেল, চাল, খনিজ দ্রব্য রপ্তানি করা হয়।অতি সম্পতি বন্দরটির আধুনিকরন করা হয়েছে ।ফলে বন্দরটির পণ্য পরিবহন ক্ষমতা বেড়েছে।এই বন্দরটি বর্তমানে ৬০০০০ টিউজ এর বেশি ক্ষমতাা সম্পর্ন জাহাজ ধারণ করতে পারে। [২] [৩] [৪] [৫] এটি এখন দক্ষিণ-পূর্ব এশিয়া এর ব্যস্ত বন্দর গুলির মধ্যে একটি।এই বন্দরের পোতাশ্রয়টি স্বাভাবি বা প্রকৃতিক।[৬][৭][৮] এই বন্দরটি প্রতি বছর ৬.৫৫৯ মমিলিওন বা সাারে ৬৫ লক্ষের বেশি কন্টেইনার পরিবহন করে।
জাকার্তা বন্দর বা তানজুং প্রিওক বন্দর টি জাকার্তা শহরের অবস্থিত।এটি জাভা দ্বীপ এর উত্তর অংশে অবস্থিত।বন্দরটি সমুদ্র সমতল থেকে ০ থেকে ২ মিটার উচ্চতায় অবস্থিত।এই বন্দর ৬.০৬ ডিগ্রী দক্ষিণ থেকে ১০৬.০৬৬ পূর্বে অবস্থান করছে।এই বন্দর জাকার্তার কেন্দীয় অংশ থেকে কিছুটা দূরে অবস্থিত।এই বন্দরটি বানদুং থেকে ১৫০ কিমি দূরে অবস্থিত।
অতিতে জাকার্তা সুন্দা কেবালা নামে পরিচিত ছিল। তখন এই শহরটি ইন্ডিয়ানিদ রাজ্যের অধিনে ছিল। সেই সময় থেকেই এই বন্দরটি টি চালু রয়েছে।বন্দরটি সেই সময় সমগ্র জাভা দ্বীপ এর বন্দর ছিল। সেই সময় জাভা দ্বীপের বৈদেশিক বাণিজ্য চলত এই বন্দরের দ্বারা।সময়ের সঙ্গে সঙ্গে বন্দরটি আধুনিক ও বড় হয়েছে। বর্তমানে এই বন্দরে একটি কন্টেইনার টার্মিনাল নির্মাণ করা হয়েছে। এই টার্মিনাসটি জাকার্তা ইন্টারন্যাশনাল কন্টেইনার টার্মিনাল নামে পরিচিত।
এই বন্দরের পোতাশ্রয়টি প্রসস্ত ও গভীর। এখাানে ৭৬ টি জেটি রয়েছে।পোতাশ্রয়টি ৬০ হাজার টিউজ ক্ষমতার জাহাজ ধারণ করতে পারে।পোতাশ্রয়টি স্বাভাবিক প্রকৃতির।এই বন্দরের পোতাশ্রয়টি সরাসরি সমুদ্রের সঙ্গে যুক্ত।বর্তমানে পোতাশ্রয়টির গগভীরতা বাড়ানোর কাজ চলছে।পোতাশ্রটির ড্রেজিং শেষ লে এই প্রোতাশ্রয়টির গভীরতা অনেকটাই বাড়বে।ফলে আরও বড় জাহাজ বন্দরে নোঙর করতে পারবে।
বন্দরটির মোট ১০২৮ হেক্টর এলাকা নিয়থে গঠিত হয়েছে। এর মধ্যে ৬০৪ হেক্টর এলাকা হল সমুদ্র বা জল ভাগ বাকি ৪২৪ হেক্টর এলাকা হল স্থল ভূমি।বন্দরটির মধ্যে মোট ৭৬ টি জেটি রয়েছে।এই বন্দরটি তে মোট ২০ টি টার্মিনাল রয়েছে।এই টাার্মিনলা গুলির মমধ্যে প্রধান হল কন্টেইনার টার্মিনাল, কার্গো টার্মিনাল, বাল্ক কার্গো টার্মিনাল, তরল পণ্যের টার্মিনাল, শুষ্ক পনওযের টার্মিনাল।বন্দরটির মধ্যে যোগাযোগ ও পণ্য পরিবহনের জন্য রয়েছে বনওদরের নিজস্য সড়গক ও রেলপথ।বন্দরটিতে ৪ লক্ষ বর্গ মিটারের বেশি পণ্য ধারণ ক্ষমতা যুক্ত মজুত ভান্ডার রয়েছে।
এই বনওদরের পশ্চাৎ ভূমি হল সমগ্র জাভা দ্বীপ।তবে নতুন বন্দর তৈরি হবার পর এর পশ্চাৎ ভূমি ছোট হয়েছে।বর্তমানে এটি পশ্চিম জাভা এর পণ্য দ্রব্য পরিবহন করে।