তানভি ঠক্কর

তানভি ঠক্কর
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০৮–বর্তমান
দাম্পত্য সঙ্গীআদিত্য কাপাড়িয়া (বি. ২০২১)

তানভী ঠক্কর একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী। তিনি মূলত হিন্দী টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেন। তিনি স্টার ওয়ান চ্যানেলের ইয়ে ইশক হায়ে ধারাবাহিকে প্রিয়াঙ্কার চরিত্রে এবং মিলে জব্ হম তুম ধারাবাহিকে ইশিকার চরিত্রে অভিনয় করেছেন। পরে তিনি লাইফ ওকে চ্যানেলেরসর্বগুণ সম্পন্ন ধারাবাহিকে দীপ্তি চরিত্রে অভিনয় করেন। তিনি স্টার ওয়ান চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিকপ্যার কি ইয়ে এক কাহানি -তে মায়া চরিত্রে অভিনয় করেছিলেন।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

তানভী ঠক্কর একজন গুজরাটি। তার পরিবার চেন্নাইতে থাকে। তিনি উটিতে তার স্কুলজীবন সম্পন্ন করেছেন এবং তারপর স্নাতক ডিগ্রি অর্জনের জন্য তিনি চেন্নাই চলে যান। অভিনয় জগতে ভবিষ্যত গড়ার লক্ষ্যে তানভী মুম্বাই চলে আসেন। [] তিনি এক দুসরে সে করতে হ্যায় প্যার হম ধারাবাহিকে কাজ করেছিলেন যেখানে তার সহ-অভিনেতা ছিলেন আদিত্য কাপাডিয়া। ২০১৩ সালের ২৪ ডিসেম্বর তারিখে তানভি ও আদিত্য বাগদান সম্পন্ন হয়। ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি তারিখে আদালতের মাধ্যমে তাদের আইনত বিয়ে সম্পন্ন হয়। [] ১লা জানুয়ারী, এই দম্পতি ইনস্টাগ্রাম সমাজ মাধ্যমে তাদের গর্ভাবস্থার কথা ঘোষণা করেন।

কর্মজীবন

[সম্পাদনা]

যুবা মহলে জনপ্রিয় স্টার ওয়ানের ধারাবাহিক মিলে জব হাম তুম -এ ইশিকার ভূমিকায় অভিনয়ের মাধ্যমে ঠক্কর অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি একাধিক ধারাবাহিকে গুরুত্বপূর্ন পার্শ্বচরিত্র এবং স্বল্প দৈর্ঘ্যের চরিত্রে অভিনয় করেন। ততকালীন যুবসমাজে বহু জনপ্রিয় স্টার ওয়ান চ্যানেলের ধারাবাহিক প্যার কি ইয়ে এক কাহানি -তে তিনি এক গুরুত্বপূর্ন পার্শ্ব চরিত্র মায়ার ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনি লাইফ ওকে চ্যানেলের বহু হামারি রজনী কান্ত ধারাবাহিকে শর্মিলার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। টিভি বিবি অর ম্যায় নামক টিভি ধারাবাহিকে তিনি বিন্দ্যা নামের একজন অহংকারী আত্মকেন্দ্রিক টিভি নায়িকার চরিত্রে অভিনয় করেন।

টেলিভিশন

[সম্পাদনা]
বছর শিরোনাম ভূমিকা নোট রেফারেন্স
২০০৮-২০০৯ মিলে জব হাম তুম ঈশিকা
তুঝ সাং প্রীত লাগাই সাজনা ভারিন্দা
২০০৯ পালামপুর এক্সপ্রেস লাভণ্য
২০১০-২০১১ ইয়ে ইশ্क़ হায়ে প্রিয়াঙ্কা
বাবা অ্যাইসো ভার দূন্দো ঝুমকা
২০১০ সর্বগুণ সম্পন্ন দীপ্তি
২০১১-২০১২ সাস বিনা সসুরাল রিয়া
২০১০-২০১১ পেয়ার কি এক কাহানি মায়া শর্মা
২০১২ সাবধান ইন্ডিয়া জানহাভি/ছায়া/সর্গম/আরতি পর্ব ৫৮৬/৮৯২/১৩৪৯/২৩২৮
এক দুছরে সে করতে হ্যায় পেয়ার হুম ফোরাম মজুমদার []
২০১৩ সাবিত্রী - এক প্রেম কাহানি পূর্বা []
২০১৩-২০১৪ পবিত্র রিশতা রাশমি []
দেশ কি বেটি নন্দিনী দিব্যা সিদ্ধার্থ পান্ডে
২০১৪ হাম নে লি হ্যায়- শাপথ
মধুবালা – এক ইশ্क़ এক জুনুন সুইটি শর্মা []
লাভ বাই চান্স সুচি চাওলা
হুমসফরস ক্যামিও
২০১৫ ডর সবকো লগতা হ্যায় স্মৃতি
সাবধান ইন্ডিয়া
ভানওয়ার
সিআইডি
আহাত
২০১৬-২০১৭ বাহু হামারি রজনীকান্ত শর্মিলা ধ্যান কান্ত
২০১৭ টিভি, বিবি ঔর ম্যায়ন বিন্দিয়া ভানসালি
২০১৮ ক্রাইম পেট্রোল
২০১৮-২০১৯ মেরি হনিকারক বিবি কুনিকা
২০১৯–২০২০ বেপনাহ পেয়ার টিনা মালহোত্রা
২০২২–২০২৩ ঘুম হ্যায় কিসিকে পেয়ার মে শিবানি চাভান
২০২৪–২০২৫ দিওয়ানিয়াত ববিতা চৌধুরী

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. CR, Sharanya (১৬ জানুয়ারি ২০১৭)। "Chennai girl Tanvi makes a splash in a Hindi soap"The Times of India। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২১Even though I am Gujarati, I know Hindi very well. 
  2. Trivedi, Tanvi (১৮ ফেব্রুয়ারি ২০২১)। "Exclusive Pictures! A fun-filled, low-key wedding reception for Tanvi Thakkar & Aditya Kapadia"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২১ 
  3. "Ek Doosre Se Karte Hain Pyaar Hum - official website"। starplus.startv.in। ২০১২। 
  4. "Tanvi Thakkar to enter Savitri"Bhaskar। ১০ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৪ 
  5. "Pavitra Rishta - About"zeetv.com। ২০০৯। 
  6. "Latest Entertainment News: Celebrity News, Latest News on TV Reality Shows, Breaking News & Trending Stories"News18। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২০