ব্যক্তিগত তথ্য | |
---|---|
পূর্ণ নাম | তানভীর আফজাল |
জন্ম | গুজরাত, পাঞ্জাব, পাকিস্তান | ১২ জুন ১৯৮৮
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি |
বোলিংয়ের ধরন | ডানহাতি লেগ ব্রেক |
ভূমিকা | অলরাউন্ডার |
আন্তর্জাতিক তথ্য | |
জাতীয় দল |
|
ওডিআই অভিষেক (ক্যাপ ২৬) | ১ মে ২০১৪ বনাম আফগানিস্তান |
শেষ ওডিআই | ১৮ সেপ্টেম্বর ২০১৮ বনাম ভারত |
টি২০আই অভিষেক (ক্যাপ ১০) | ১৬ মার্চ ২০১৪ বনাম নেপাল |
শেষ টি২০আই | ৫ সেপ্টেম্বর ২০১৬ বনাম আয়ারল্যান্ড |
উৎস: ক্রিকইনফো, ২১ মার্চ, ২০১৪ |
তানভীর আফজাল (জন্ম: ১২ জুন, ১৯৮৮) পাকিস্তানের গুজরাতে জন্মগ্রহণকারী হংকংয়ের আন্তর্জাতিক ক্রিকেটার। হংকং ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। বর্তমানে তিনি হংকং দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলছেন।
২০১৪ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় হংকংয়ের পক্ষে খেলেন।[১] ১ মে, ২০১৪ তারিখে এসিসি প্রিমিয়ার লীগে আফগানিস্তানের বিপক্ষে তার একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে।[২] ২০১৫ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্ব প্রতিযোগিতায় হংকং দলের অধিনায়কের দায়িত্ব পান। সাবেক অধিনায়ক জেমস অ্যাটকিনসন এ দায়িত্ব অব্যাহতি নেবার পর মে, ২০১৫ সাল থেকে এ দায়িত্বে রয়েছেন।[৩]