তাবারে ভাযকেজ | |
---|---|
উরুগুয়ের রাষ্ট্রপতি | |
কাজের মেয়াদ ১লা মার্চ, ২০০৫ – ১লা মার্চ, ২০১০ | |
উপরাষ্ট্রপতি | রোডলফো নিন |
পূর্বসূরী | হোর্হে বাটেল |
উত্তরসূরী | হোসে মুজিকা |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | মন্টেভিডিও, উরুগুয়ে | ১৭ জানুয়ারি ১৯৪০
মৃত্যু | ৬ ডিসেম্বর ২০২০ মোন্তেবিদেও, উরুগুয়ে | (বয়স ৮০)
রাজনৈতিক দল | Broad Front |
দাম্পত্য সঙ্গী | María Auxiliadora Delgado |
প্রাক্তন শিক্ষার্থী | Universidad de la República, Uruguay |
জীবিকা | Oncologist |
ধর্ম | Roman Catholicism |
স্বাক্ষর |
তাবারে রামোন ভাযকেজ রোসাস (স্প্যানিশ ভাষায়: Tabaré Ramón Vázquez Rosas; স্পেনীয় উচ্চারণ: [taβaˈɾe raˈmon ˈbaθkeð ˈrosas]) উরুগুয়ের প্রাক্তন রাষ্ট্রপতি। তিনি ৩১শে অক্টোবর, ২০০৪ সালে রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়ে, ১লা মার্চ, ২০০৫ সালে দপ্তর গ্রহণ করেছিল এবং ১লা মার্চ, ২০১০ সাল পর্যন্ত উরুগুয়ের রাষ্ট্রপতি ছিলেন। তিনি ব্রড ফ্রন্ট দলের নেতা। তিনি উরুগুয়ের আদিবাসীদের বংশোদ্ভুত। পেশাগত জীবনে তিনি একজন চিকিৎসক এবং ক্যান্সার বিশেষজ্ঞ।
২০০৫ সালে ভোটে অংশ নিয়ে জয় লাভ করেন।