আধুনিক ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলে তামিলনাড়ু বা তামিলাকাম অঞ্চলটি প্রমাণ করে যে, খ্রিস্টপূর্ব ১৫,০০০ থেকে ১০,০০০ খ্রিস্টপূর্ব অবধি অব্যাহতভাবে ঐ অঞ্চলে মানুষের বসবাস ছিল।[১][২]
এঅঞ্চলের সমগ্র ইতিহাস জুড়ে দেখা যায় , প্রাচীন প্রস্তরযুগের সময় থেকে আধুনিক যুগ পর্যন্ত বিস্তৃত সময়ে এই অঞ্চলটি বিভিন্ন বাহ্যিক সংস্কৃতির সাথে সহাবস্থান করেছে।
চেরা, চোল এবং পান্ড্য নামে তিনটি প্রাচীন তামিল রাজবংশ প্রাচীন শাসনের উৎস ছিল। তারা একসাথে অনন্য সংস্কৃতি ও ভাষা নিয়ে এই ভূখণ্ডের উপরে রাজত্ব করেছে, বিশ্বের প্রাচীনতম কিছু সাহিত্যের বিকাশে অবদান রেখেছে।